বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ জয়ের আবহে শেয়ার রোহিত শর্মার ছুটি কাটানোর দুটি পুরনো ছবি 

False Sports

ভারত ও বাংলাদেশের মধ্যে চলমান ক্রিকেট টুর্নামেন্টকে ঘিরে ভারত অধিনায়ক রোহিত শর্মার দুটি ছবি বেশ ঘুরপাক খাচ্ছে ফেসবুকে। দুটি টেস্ট ম্যাচ ও তিনটি টি২০ ম্যাচের এই সিরিজ চলছে ভারতের মাটিতে। এই সিরিজের জন্যই বাংলাদেশ ক্রিকেট দল ১৫ সেপ্টেম্বরে এসে পৌঁছেছিল চেন্নাইয়ে। ইতিমধ্যেই দুটো টেস্ট ম্যাচ শেষ হয়েছে যার মধ্যে প্রথমটি ২৮০ রানে এবং দ্বিতীয়টি ৭ উইকেটে জয়ী হয়েছে। ভারতের এই জয়ের আবহে অধিনায়ক রোহিত শর্মার দুটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, বাংলাদেশের সাথে টেস্ট সিরিজ জিতে ছুটি কাটাচ্ছেন রোহিত শর্মা। 

দুটি ছবির কোলাজযুক্ত এই পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,”বাংলাদেশের সাথে টেস্ট সিরিজ জিতে enjoy করছে রোহিত শর্মা, দেখা যাক কতজন পছন্দ করে ❤️🥰🇮🇳💙🙏।“ 

তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি হিটম্যান রোহিত শর্মার ছুটি কাটানোর ছবিগুলো সম্প্রতির নয় এবং চলমান বাংলাদেশে- ভারত সিরিজের সাথে সম্পর্কিত নয়। 

তথ্য যাচাইঃ  

এই দাবির সত্যতা যাচাই করতে পোস্টের ছবিটিকে গুগল রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, ছবি দুটো রোহিত শর্মার ইন্সটাগ্রাম প্রোফাইলে পেয়ে যায়। ৪ এপ্রিল,২০২৩, তারিখের এই পোস্টে মোট চারটি ছবি রয়েছে যার মধ্যে দ্বিতীয় এবং তৃতীয় ছবিদ্বয় ভাইরাল ফেসবুক পোস্টের অংশ। 

ভাইরাল এই ছবি সম্বলিত ‘রিপাবলিক ওয়ার্ল্ড’ ও ‘জি নিউজ’-এর ৪ এপ্রিল তারিখের প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের আইপিএল চলাকালীন স্বপরিবারে ছুটি কাটাতে গিয়ে জেট স্কি চালানোর আনন্দ উপভোগ করেছিলেন। 

প্রতিবেদন আর্কাইভ 
প্রতিবেদন আর্কাইভ 

নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, রোহিত শর্মার ছুটি কাটানোর ছবিগুলো চলমান ভারত-বাংলাদেশ সিরিজের সাথে সম্পর্কিত নয়। ২০২৪ আইপিএল চলাকালীন স্বপরিবারে ছুটি কাটানোর সময় জেট স্কি চালানোর দুটি পুরনো ছবিকে ভুয়ো দাবির সাথে শেয়ার করা হচ্ছে।

Avatar

Title:বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ জয়ের আবহে শেয়ার রোহিত শর্মার ছুটি কাটানোর দুটি পুরনো ছবি

Fact Check By: Nasim Akhtar 

Result: False


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *