
চলতি বছরের আগস্টের ১৮ তারিখে রাজস্থানের তরুণী মনিকা বিশ্বকর্মা জয়পুরে অনুষ্ঠিত ২০২৫ মিস ইউনিভার্স ইন্ডিয়া খেতাব জিতেছেন। মনিকা রাজনৈতিক বিজ্ঞানের ছাত্রী এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে চান। আগামীতে থাইল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া মিস ইউনিভার্স ২০২৫ প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করবেন তিনি। এই প্রেক্ষিতে একটি সৌন্দর্য প্রতিযোগিতার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করে দাবি করা হচ্ছে যে, ভিডিওটি মণিকা বিশ্বকর্মার মিস ইউনিভার্স খেতাব জয়ের।
ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে,”মিস ইউনিভার্স হলেন ভারতীয় কন্যা মনিকা বিশ্বকর্মা। বাড়ি রাজস্থান। #Miss_Universe Miss #Manika_Vishwakarma from Rajasthan, India.…।“
তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি, ভিডিওটি ২০২১ সালের। ভিডিওতে দেখা যাচ্ছে সেই বছরে ভারতের হারনাজ কৌর সান্ধু মিস ইউনিভার্স খেতাব জিতেছেন। মণিকা বিশ্বকর্মা এখনও মিস ইউনিভার্স হননি।
https://archive.org/details/reel1583052813115033
তথ্য যাচাইঃ
গুগলে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চের মাধ্যমে সংবাদ প্রতিবেদন থেকে জানতে পারি, ১৮ আগস্ট, ২০২৫, তারিখে রাজস্থানের জয়পুরে মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৫ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। রাজস্থানের তরুণী মনিকা বিশ্বকর্মা এই খেতাব জয় করেছেন। আগামীতে, জয়ী মনিকা ২০২৫ সালের নভেম্বর মাসে থাইল্যান্ডে অনুষ্ঠিত ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করবেন।
অর্থাৎ, মনিকা বিশ্বকর্মা মিস ইউনিভার্স নন, বরং মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৫ খেতাব জয় করেছেন।

লক্ষ্যযোগ্য বিষয় হলো, উপরোক্ত প্রতিবেদনে মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৫ জয়ী মণিকা বিশ্বকর্মা এবং ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা খেতাব জয়ী নারীর মধ্যে কোনো মিল নেই। এতে ভিডিওটি নিয়ে সন্দেহের সৃষ্টি হয়।
ভিডিও সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওর কি ফ্রেমগুলোকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করি। ফলস্বরুপ, মিস ইউনিভার্স নাম ঘোষণা এবং মাথায় মুকুট পরানোর হুবহু ভিডিওটি ‘মিস ইউনিভার্স’-এর ইউটিউব চ্যানেলে পেয়ে যায়। ভিডিওটি ১৩ ডিসেম্বর,২০২১, তারিখে আপলোড করা হয়েছে। জানানো হয়েছে- ৭০তম মিস ইউনিভার্স খেতাব জয়ী হলে হারনাজ কৌর সান্ধু। ভিডিওটি সেই অনুষ্ঠানের।
এই অনুষ্ঠানের দীর্ঘ ভিডিওর ২;৫৫;২৯; সেকেন্ডের পর থেকে সংশ্লিষ্ট ভিডিওর অংশটুকু দেখতে পাওয়া যাবে।
অর্থাৎ, ভাইরাল হওয়া এই ভিডিওটি ২০২১ সালের মিস ইউনিভার্স অনুষ্ঠানের, যেখানে হারনাজ কৌর সান্ধু ভারতের হয়ে খেতাব জিতে দেশের নাম উজ্জ্বল করেছিলেন।
নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, ভাইরাল হওয়া ভিডিওটি ২০২১ সালের। ভিডিওতে ওই বছরে ভারতের হয়ে হারনাজ কৌর সান্ধুর মিস ইউনিভার্স খেতাব জয়ের দৃশ্য প্রদর্শিত হচ্ছে। মণিকা বিশ্বকর্মা এখনও মিস ইউনিভার্স জিতেননি।
 
					  Title:হারনাজ কৌর সান্ধুর ২০২১ সালের মিস ইউনিভার্স খেতাব জয়ের ভিডিওকে মানিকা বিশ্বকর্মার দাবি করে বিভ্রান্তিকর দাবির সাথে শেয়ার
Fact Check By: Nasim AkhtarResult: False


 
						 
						