
সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে সেটিকে তামিলনাড়ুতে পরিযায়ী শ্রমিককে নির্মমভাবে মারধরের ভিডিও বলে দাবি করা হচ্ছে। ১ মিনিট ২৭ সেকেন্ডের এই ভিডিও পোস্টে দেখা যাচ্ছে তিনজন লোক মিলে একজন লোককে রাস্তায় ফেলে লোহার রড নির্দয়ভাবে প্রহার করেই চলেছে। মারধরের শিকার লোকের অনেক কাকুতি মিনুতির পরেও আক্রমণকারীরা থামছে না।
পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, “তামিলনাডুতে শ্ৰমিকে নিৰ্দয় ভাৱে হত্যা কৰেছে।“
তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি এই দাবি ভুয়ো এবং বিভ্রান্তিকর। পাঞ্জাবের সাংরুর জেলার সুনাম এলাকায় মারধরের ভিডিও তামিলনাড়ুতে অভিবাসী শ্রমিকদের মারধরের দাবি করে শেয়ার করা হচ্ছে।
উল্লেখ্য, তামিলনাড়ুতে হিন্দিভাষী বিহারী শ্রমিকদের উপর স্থানীয়দের দ্বারা আক্রান্ত হওয়ার খবর আসতেই সোশ্যাল মিডিয়াই ছড়িয়ে পড়তে শুরু করেছে সম্পর্কহীন অনেক ভিডিও, ছবি। এই ভিডিওটি তেমনই একটি ভিডিও। আসুন দেখেনি ভাইরাল এই ভিডিওর আসল উৎস।
তথ্য যাচাই
ভিডিওটির সত্যতা যাচাইয়ের উদ্দেশ্যে ভিডিওটিকে ইনভিড টুলের মাধ্যমে কি ফ্রেমে ভাগ করে গুগল্র রিভার্স ইমেজ সার্চ করতেই ভিডিওটির আসল উৎস পেয়ে যায়। সংবাদমাধ্যম ’অমর উজালা’র ১৯ ফেব্রুয়ারি,২০২৩, তারিখের প্রতিবেদন অনুযায়ী, ভিডিওটি পাঞ্জাবের সাংরুর জেলার।

’টাইমস নাউ’-এর ভিডিও উপস্থাপনেও ভিডিওটিকে পাঞ্জাবের বলে জানানো হয়েছে।
এই ঘটনায় পাঞ্জাব পুলিশ ছয় জনের নামে মামলা রুজু করেছে যাদের মধ্যে একজন অভিযুক্তকে গ্রেফতারও করেছে।
এসএইচও অজয় কুমারের সাথে যোগাযোগ করা হলে তিনিও ভাইরাল ভিডিওটিকে পাঞ্জাবের ঘটনা বলে জানিয়েছেন।
পাঞ্জাবের সাংরুর জেলার সুনাম গ্রামে মারধরের ভাইরাল এই ভিডিওকে ঘিরে সাংরুর পুলিশের অফিশিয়াল টুইটার হ্যান্ডেল থেকে একটি টুইটও করা হয়েছে। এই টুইটে বলা হয়েছে- হত্যার চেষ্টা সহ অন্য কয়েকটি ধারায় ছয় জন আসামির বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে এবং বাকি পাঁচজন পলাতক।
ভাইরাল এই ভিডিওটি বুলন্দশহরের দাবিতেও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। বুলন্দশহর পুলিশের অফিশিয়াল টুইটার প্রোফাইল থেকেও এই দাবি খণ্ডন করে জানিয়েছেন ভাইরাল ভিডিওটি বুলন্দশহরের সাথে সম্পর্কিত নয়।
তথ্য প্রমানের ভিত্তিএ প্রমানিত হয় যে পাঞ্জাবের সাংরুর জেলার সুনাম গ্রামে মারধরের ভিডিওকে তামিলনাড়ুতে অভিবাসী শ্রমিকদের মারধরের দাবিতে শেয়ার করা হচ্ছে।
নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুয়ো। পাঞ্জাবের সাংরুর জেলার সুনাম এলাকায় মারধরের ভিডিও তামিলনাড়ুতে অভিবাসী শ্রমিকদের মারধরের দাবি করে শেয়ার করা হচ্ছে।

Title:নির্মমভাবে মারধরের ভাইরাল ভিডিওটি পাঞ্জাবের। বিশদ জানতে তথ্য যাচাইটি পড়ুন
Fact Check By: Nasim AkhtarResult: False