১৯ এপ্রিল তারিখে শুরু হয়েছে জাতীয় নির্বাচন প্রক্রিয়া। এখন অবধি দুই দফার ভোট গ্রহন শেষ হয়েছে। আগামী ৭ মে তারিখে ১২টি রাজ্য জুড়ে মোট ৯৪টি লোকসভা আসনে তৃতীয় দফার ভোট গ্রহন করা হবে। এরই মাঝে বেশির ভাগ আসনেই নিজ নিজ দলের প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে রাজনৈতিক দলগুলো। উত্তরপ্রদেশে ৮০টি আসনে কংগ্রেস-সমাজবাদী পার্টি জোট করে লড়ায় করছে। এই ৮০টি আসনের মধ্যে ১৭টি আসনে লড়বে কংগ্রেস এবং বাকিটিতে সমাজবাদী পার্টি। ১৭টি আসনের মধ্যে দুই চর্চিত কেন্দ্র আমেথি ও রায়বেরেলিতে এখনও নিজেদের প্রার্থী নাম ঘোষণা করেনি কংগ্রেস। যা নিয়ে রাজনৈতিক মহলে চর্চা বিশাল তুঙ্গে। এই প্রসঙ্গে সর্বভারতীয় কংগ্রেস কমিটির নামে একটি প্রেস বার্তা সোশ্যাল মিডিয়াই বেশ ঘুরপাক খাচ্ছে যেখানে দাবি করা হচ্ছে, রায়বেরেলি লোকসভা আসনে প্রিয়াঙ্কা গান্ধী এবং আমেথি কেন্দ্রে রাহুল গান্ধীকে কংগ্রেসের প্রার্থী করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে,”এটাই হল আসল সত্য -শেষ বেলায় কংগ্রেস চমক দেখাল। ।রাহুল গান্ধী ত রয়েছেন সংগে জুড়ে গেলেন প্রিয়াঙ্কা গান্ধী ,রায়বেরেলি আসনে কংগ্রেসের প্রত্যাশী।প্রিয়াঙ্কা ণান্ধীর অংশগ্রহণে ভারতীয় রাজনীতি- এবার নূতন ধারায় প্রবাহিত হবে বলে আমি অন্তত আশাবাদী।“

আসলেই কি তাই ? আসুন জেনেনি ভাইরাল এই প্রেস বিজ্ঞপ্তির আসল রহস্য।

তথ্য যাচাই করে আমরা বিজ্ঞপ্তিটিকে ভুয়ো হিসেবে পেয়েছি। আমেথি ও রায়বেরেলি আসনে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে কংগ্রেসের প্রার্থী বলে এরকম কোন বিজ্ঞপ্তি জারি করা হয়নি কংগ্রেস কমিটির পক্ষ থেকে। এই দুই কেন্দ্রে কংগ্রেস এখনও নিজেদের প্রার্থীর নাম ঘোষণা করেনি।

ফেসবুক পোস্ট আর্কাইভ

তথ্য যাচাইঃ

উত্তরপ্রদেশের এই দুই লোকসভা আসন রাজনৈতিক কারনের জন্য বহু চর্চিত। আমেথির আসনটি থেকেই পূর্ব প্রধানমন্ত্রী রাজীব গান্ধী জয়লাভ করেছিলেন পরবর্তীতে সোনিয়া গান্ধীও জয় লাভ করে লোকসভার সদস্য হয়েছিলেন। এই আসনে ২০১৯ লোকসভা নির্বাচনে রাহুল গান্ধী বিজেপি নেত্রী স্মৃতি ইরানির কাছে হেরেছেন। অপরদিকে, রাইবারেলি আসন থেকে জয়লাভ করেছিলেন ইন্দিরা গান্ধী সহ সোনিয়া গান্ধী।

চর্চিত এই আসনে কংগ্রেস তার প্রার্থীর নাম ঘোষণা করলে তা মুখ্যধারার সংবাদ প্রতিবেদনগুলোতে জায়গা পেত কিন্তু সংবাদ প্রতিবেদনগুলোতে এই খবরের অনুপস্থিতি থেকে ধারনা হয় যে কংগ্রেসের নামের প্রচারিত এই বিজ্ঞপ্তি ভুয়ো।

তারপর আমরা কংগ্রেসের অফিসিয়াল ওয়েবসাইট সহ সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলো খুঁজে দেখি। সেখানেও নির্দিষ্ট এই প্রেস বিজ্ঞপ্তিটিকে খুঁজে পাইনা। ফেসবুক পোস্টের এই প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে ইহা ৩০ এপ্রিল তারিখে প্রকাশ পেয়েছে। কংগ্রেসের ওয়েবসাইটে দেখতে পাই, ৩০ এপ্রিল তারিখে মোট ৩টি প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যার মধ্যে একটিমাত্র লোকসভা আসনের প্রার্থীতালিকা নিয়ে। এই বিজ্ঞপ্তিতে ৩টি রাজ্যের ( হরিয়ানা, হিমাচল প্রদেশ, মহারাষ্ট্র) ৪টি আসনের জন্য নাম ঘোষণা করেছিল যার মধ্যে উত্তরপ্রদেশের কোন আসনের নাম নেই।

যা থেকে স্পষ্ট হয় যে আমেথি ও রায়বেরেলি আসনে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর প্রার্থী হওয়ার নিয়ে কংগ্রেসের নামে প্রচারিত বিজ্ঞপ্তিটি জাল।

প্রসঙ্গত, আমেঠি ও রাইবেরেলি, এই দুই আসনে ভোটগ্রহন প্রক্রিয়া সম্পন্ন হবে ২০ মে তারিখে, পঞ্চম দফায়। এই দুই আসনে প্রার্থীর মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩ মে।

নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে এসেছে যে আমেথি ও রায়বেরেলি আসনে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর প্রাথি হওয়া নিয়ে কংগ্রেসের নামে প্রচারিত বিজ্ঞপ্তিটি ভুয়ো।

Avatar

Title:রাহুল গান্ধীকে আমেথি ও প্রিয়াঙ্কা গান্ধীকে রায়বেরেলির কংগ্রেস প্রার্থী ঘোষণা করা কংগ্রেস কমিটির নামে ভাইরাল প্রেস বিজ্ঞপ্তটি ভুয়ো

Fact Check By: Nasim Akhtar

Result: False