চলতি মাসের ৭ তারিখে ফিলিস্তিনের চরমপন্থি মুসলিম সংগঠন হামাস গাজা উপত্যকা থেকে ইসরায়েলের উপর মিসাইল হামলা চালায়। এই হামলায় ৪০০০-এর বেশি রকেট ব্যবহার করেছে হামাস গোষ্ঠী বলে খবর। হামাস এই হামলা অভিযানের নাম দিয়েছে ‘অপারেশন আল-আকসা স্টর্ম’। এই হামলার প্রতি উত্তরে ইসরায়েলও পরের দিন রকেট হামলা করে গাজা শহরে। এই সংঘর্ষে এখন অবধি ১০০০ জনেরও বেশিজন প্রান হারিয়েছে এবং ঘর বাড়ি ছাড়া হয়েছে ১ লক্ষেরও বেশি লোকজন। এই প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় শেয়ার হচ্ছে অনেক প্রাসঙ্গিক,অপ্রাসঙ্গিক ভিডিও। একটি হেলিকপ্টার হামলার ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে যে, হামাস যোদ্ধারা ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হেলিকপ্টার ভূপাতিত করছে। ভিডিওতে ক্ষেপণাস্ত্র দিয়ে উড়ন্ত হেলিকপ্টারকে ভূপাতিত করতে দেখা যাচ্ছে।

তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি পোস্টের দাবিটি ভুয়ো ও বিভ্রান্তিকর। আরমা-৩ ভিডিও গেমের দৃশ্যকে ফিলিস্তিন-ইসরায়েল সংঘর্ষের সাথে জুড়ে শেয়ার করা হচ্ছে।

ফেসবুক পোস্ট

তথ্য যাচাই

ভিডিওটি ভালো করে পর্যবেক্ষণের মাধ্যমে বুঝতে পারি ভিডিওটি দুটি ভিন্ন ভিডিওর কোলাজ।

প্রথম ভিদিওঃ

ভিডিওর আসল উৎস খুঁজতে ভিডিওর কি ফ্রেম গুলোকে গুগল রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, একটু খোঁজাখুঁজির পর হুবহু এই ভিডিওটি Noakhaila kaga নামের একটি ফেসবুক পেজে পাওয়া যায়। চলতি বছরের ১৬ আগস্ট তারিখে ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে,’Stinger Missile Launcher System E169’। এই পোস্টের কমেন্ট সেকশনে অনেকে জানিয়েছে ইহা আরমা-৩ নামের ভিডিও গেমের দৃশ্য।

তাছাড়া, ভিডিওটির দুই মাস আগে থেকেই ইন্টারনেটে উপলব্ধতা সম্প্রতি ফিলিস্তিন-ইসরায়েল সংঘর্ষের প্রেক্ষিতে অপ্রাসঙ্গিক করে তূলে।

‘Noakhaila kaga’ নামের এই পেজটি সম্পর্কে লেখা রয়েছে, এটি একটি গেমিং পেজ যা বাংলাদেশের একজন গেমিং ভিডিও নির্মাতার দ্বারা পরিচালিত।

এই একই ভিডিও অনেক ইউটিউব চ্যানেলেও পাওয়া যায়। সেখানেও এটিকে আরমা-৩ ভিডিও গেমের দৃশ্য বলে জানানো হয়েছে।

দ্বিতীয় ভিদিওঃ

দ্বিতীয় ভিডিওটিও আরমা-৩ ভিডিও গেমের দৃশ্য।

প্রসঙ্গত, আরমা-৩ হল একটি ভিডিও গেম যেখানে ইউজাররা গেমটিকে কাস্টোমাইজড করে নিজের ইচ্ছে মতো বিভিন্ন দেশ বেছে খেলতে পারে।

উপরোক্ত তথ্যের ভিত্তিতে প্রমানিত হয় যে, ফেসবুক পোস্টের দাবিটি মিথ্যা।

নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুয়ো। আরমা-৩ ভিডিও গেমের দৃশ্যকে ফিলিস্তিন-ইসরায়েল সংঘর্ষের আবহে শেয়ার করা হচ্ছে।

Avatar

Title:আরমা-৩ ভিডিও গেমের দৃশ্যকে ফিলিস্তিন-ইসরায়েল সংঘর্ষের আবহে শেয়ার

Written By: Nasim Akhtar

Result: False