
সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে তৃনমূল কংগ্রেসের মুখপাত্র এবং রাজ্য আইটি সেলের ইন-চার্জ দেবাংশু ভট্টাচার্যের একটি ভিডিও ক্লিপ শেয়ার করে দাবি করা হচ্ছে তিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মৃত্যু কামনা করে বলেছেন সম্প্রতি ২১ জুলাই তারিখের শহীদ দিবস যেন মুখ্যমন্ত্রীর শেষ জনসভা হয়। ২৩ সেকেন্ডের এই ভিডিও ক্লিপে দেবাংশু ভট্টাচার্যকে নিউজ ১৮ বাংলা সংবাদমাধ্যমকে বলতে শোনা যাচ্ছে, “আমরা আশা করছি, ভগবানের কাছে প্রার্থনা করছি মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় যেন এটা শেষ একুশে জুলাই হয়।“
পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,” মাথামোটা নিজেই স্বীকার করল মুখ্যমন্ত্রীর এটা যেন শেষ একুশে জুলাই হয়।“
তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি পোস্টের দাবিটি ভুয়ো ও বিভ্রান্তিকর। তৃনমূল কংগ্রেসের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য বলেননি যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যেন এটা শেষ ২১ জুলাই হয়।
উল্লেখ্য, ২১ জুলাই তারিখটিকে তৃনমূল কংগ্রেস প্রতি বছর শহীদ দিবস হিসেবে পালিত করে থাকে। প্রতি বছরে ন্যায় এ বছরেও আয়োজিত শহীদ দিবস থেকে মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে বিভিন্ন বার্তা দিয়েছেন। সম্প্রতির শহীদ সভাকে ঘিরেই তৃনমূল মুখপাত্রের একটি ভিডিও ক্লিপ বেশ ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।
তথ্য যাচাইঃ
দেবাংশু ভট্টাচার্যের এই মন্তব্যের ভিডিও ক্লিপটি খুঁজতে আমরা ‘নিউজ১৮ বাংলা’র ফেসবুক পেজ ঘেঁটে দেখি। ফলে, তার মন্তব্যের দীর্ঘ ভিডিও ক্লিপ পাওয়া যায়। যেখানে তাকে “আমরা আশা করছি, ভগবানের কাছে প্রার্থনা করছি মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় যেন এটা শেষ একুশে জুলাই হয়।“ এই কথা বলতে শোনা যাচ্ছে ঠিকই কিন্তু পরের কয়েক সেকেন্ডের ভিদিও ক্লিপটিতে তাকে ২০২৪ সালের ২১ জুলাই তারিখের শহীদ সভায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে উপস্থিত থেকে তার ভাষণ শোনার ইচ্ছে প্রকাশ করতে শোনা যাচ্ছে, যা ভিডিও থেকে কেটে ফেলা হয়েছে। ভিডিওটি নীচে দেখুনঃ
নীচে ভাইরাল ভিডিও ও আসল ভিডিওর তুলনামূলক ফ্রেমটি দেখুনঃ
তথ্যের ভিত্তিতে স্পষ্ট হয় যে তৃনমূল মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য মমতার মৃত্যুর মনস্কামনা প্রকাশ করেনি বরং তিনি পরের বছর মুখ্যমন্ত্রীকে মমতা ব্যানার্জিকে প্রধানমন্ত্রী হিসেবে দেখার ইচ্ছে প্রকাশ করেছেন।
নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি বিভ্রান্তিকর। দীর্ঘ ভিডিও থেকে কয়েক সেকেন্ডের ভিডিও ক্লিপ কেটে অসম্পূর্ণ অংশ শেয়ার করা হয়েছে। ২০২৪ সালের শহীদ সভায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে প্রধানমন্ত্রী হিসেবে উপস্থিত থেকে তার ভাষণ শোনার মনস্কামনা প্রকাশ করেছেন তৃনমূল মুখপাত্র।

Title:মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের যেন এটা শেষ একুশে জুলাই হয়ঃ দেবাংশু ভট্টাচার্য। জানুন ভাইরাল ভিডিওর সত্যতা
Written By: Nasim AkhtarResult: Missing Context