ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে যে বলিউড অভিনেতা কংগ্রেসের হয়ে নির্বাচনী প্রচার করছেন। ভাইরাল এই ভিডিওতে দেখা যাচ্ছে আমির খান বলছেন, “বন্ধুরা এই নির্বাচনে দুই ধরনের গ্যারান্টি রয়েছে - একটি ভাল এবং একটি খারাপ। খারাপ খবর এটাই যে আপনাদের জীবন ধ্বংস করার জন্য আবার ওরা ভুয়ো বা জুমলা প্রতিজ্ঞা করেছে। কিন্তু ভাল খবর হল যে এবার আপনাদের সামনে বিকাশের জন্য পাঁচটি ন্যায় রয়েছে। হাত অবস্থার পরিবর্তন করবে।” ভিডিওর শেষে নেপথ্যে বলা হচ্ছে যে, “যাদের দেশের চিন্তা রয়েছে তারা ন্যায়ের জন্য ভোট দেবে। ন্যায়ের জন্য ভোট দিন, কংগ্রেসকে ভোট দিন।

একাধিক ইউজার এই ভিডিও শেয়ার করে লিখেছেন, “বলিউড মেগাস্টার আমির খান- Mr. Perfectionist এর পাঁচন্যায়' কে সমর্থন! এটি একটি স্বাগত দৃষ্টিভঙ্গি! আসুন পরিবর্তনের জন্য এই গতিকে আলিঙ্গন করি এবং দেশের অগ্রগতির জন্য জাতীয় কংগ্রেস কে ভোট দিই।”

তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি ভাইরাল দাবি সত্য নয়। আমির খানের ভিডিওকে সম্পাদিত করে ডিপফেক বানিয়ে ভুয়ো ভাবে ভোট প্রচারের জন্য ব্যবহার করা হচ্ছে।

ফেসবুক পোস্ট

তথ্য যাচাই:

ভিডিওটি ভালোভাবে পর্যবেক্ষণ করে বোঝা যায় যে আমির খানের লিপ মুভমেন্টের সাথে তার কথার মিল নেই। এরপর বিভিন রকম কিওয়ার্ড ও রিভার্স ইমেজ সার্চের মাধ্যম আসল ভিডিওটি খুজে পাওয়া যায়। আসল ভিডিওটি ২০১৬ সালের ৩০ অগাস্ট তারিখে “সত্যমেভ জয়তে” নামের একটি ইউটিউব চ্যানেল থেকে আপলোড করা হয়। সত্যমেভ জয়তে হল একটি টেলিভিশন ধারাবাহিক যার সঞ্চালক ছিলেন আমির খান। এটি ২০১২ সালে শুরু হয় এবং সামাজিক বিষয়ের উপর চর্চার জন্য খুব জনপ্রিয় হয়। এই ধারাবাহিকের নতুন সিজনের প্রোমো ভিডিওকেই সম্পাদিত করে ভুয়ো ভিডিওটি বানানো হয়েছে। আসল ভিডিওতে আমির খান বলেন, “বন্ধুরা আপনাদের জন্য আমার কাছে দুটো খবর আছে, একটা ভাল এবং একটা খারাপ। খারাপ খবর হল আমি আরও একবার রবিবার করে আপনাদের সঙ্গে কথা বলব কিন্তু ভাল খবর হল মাত্র পাঁচটা রবিবার আমি কথা বলব। মার্চ মাসের প্রত্যেক রবিবার।”

আসল ভিডিওর “খারাপ খবর হল আমি আরও একবার রবিবার করে আপনাদের সঙ্গে কথা বলব কিন্তু ভাল খবর হল মাত্র পাঁচটা রবিবার আমি কথা বলব। মার্চ মাসের প্রত্যেক রবিবার” লাইন দুটি বদলে “ খারাপ খবর এটাই যে আপনাদের জীবন ধ্বংস করার জন্য আবার ওরা ভুয়ো বা জুমলা প্রতিজ্ঞা করেছে কিন্তু ভাল খবর হল যে এবার আপনাদের সামনে বিকাশের জন্য পাঁচটি ন্যায় রয়েছে” এই লাইনটি জুড়ে দেওয়া হয়। ডিপফেক প্রযুক্তির মাধ্যমে হুবহু আমির খানের মতো আওয়াজ তৈরি করার হয় যার ফলে আসল নকলের মধ্যে পার্থক্য কঠিন হয়ে যায়। আমরা দুটি ভিডিওকে তুলনা করে দেখেছি যে তারা একই শুধুমাত্র অভিনেতার কথা বদলে দেওয়া হয়েছে।

ভিডিও ভাইরাল হওয়ার পর অভিনেতা আমির খান ১৬ এপ্রিল তারিখে স্পষ্ট করেন যে ভাইরা ভিডিওটি ভুয়ো। তার মুখপাত্র বলেন যে ভাইরাল ভিডিওটি "ভুয়া এবং সম্পূর্ণ অসত্য"। তিনি বলেন, "আমরা জোর দিয়ে বলতে চাই যে আমির খান তার ৩৪ বছরের ক্যারিয়ারে কখনও কোনও রাজনৈতিক দলকে সমর্থন করেননি।” জানা গেছে, খান ভিডিওটির বিষয়ে মুম্বাই পুলিশের সাইবার ক্রাইম সেলের কাছে এফআইআরও দায়ের করেছেন।

নিষ্কর্ষ: তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি এই দাবি ভুয়ো এবং বিভ্রান্তিকর। আমির খান কোনও রাজনৈতিক দলকে সমর্থন করেননি এবং ভাইরাল ভিডিওটি আসলে একটি ডিপফেক। অভিনেতা নিজে স্পষ্ট করে বলেছেন ভাইরাল ভিডিওটি ভুয়ো।

Avatar

Title:কংগ্রেসকে ভোটের আবেদন করছেন আমির খান? জানুন ভাইরাল এই ভিডিওর সত্যতা

Fact Check By: Nasim Akhtar

Result: False