সম্প্রতি একটি ছবি সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে সেটিকে চীন সরকার কর্তৃক মসজিদ ভেঙ্গে ফেলার ছবি বলে দাবি করা হচ্ছে। ছবিটি একটি ভিডিওর স্ক্রিনশট যেখানে মিনারযুক্ত একটি ভবনের পাশের রাস্তায় বুলডোজার দেখা যাচ্ছে। স্ক্রিনশটের এই ছবিটিতে ইংরেজিতে লেখা হয়েছে,” আরেকটি মসজিদ ধ্বংস করছে চীন সরকার। চীন কমিউনিস্ট পার্টি মুসলিম উইঘুরদের বিরুদ্ধে ক্র্যাকডাউনের অংশ হিসেবে মসজিদের দিকে নজর দিচ্ছে এবং এখনও আরব নেতাদের সমালোচনার একটি শব্দ নেই। কোন ইহুদী নেই তাই কোন খবরও নেই?।“ এবং পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,”

তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি পোস্টের দাবিটি ভুয়ো ও বিভ্রান্তিকর। ২০২৩ তুরস্ক ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মসজিদকে নিয়ন্ত্রিতভাবে ভেঙ্গে ফেলার ভিডিওকে ভুয়ো দাবির সাথে শেয়ার করা হচ্ছে।

ফেসবুক পোস্ট আর্কাইভ

তথ্য যাচাইঃ

ভাইরাল দাবির সত্যতা যাচাই করতে ছবিটিকে গুগল রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, ছবি সম্বলিত একটি দীর্ঘ ভিডিও তুরস্কের সংবাদমাধ্যম ‘Aykırı’-এর এক্স (টুইটার) হ্যান্ডেলে পাওয়া যায়। ভিডিওটি ২৬ ফেব্রুয়ারি,২০২৩, তারিখে পোস্ট করা হয়েছে এবং ক্যাপশনে লেখা হয়েছে- ভূমিকম্পের পরে ক্ষতিগ্রস্ত মিনারকে নিয়ন্ত্রিতভাবে ধ্বংস করার চেষ্টা করা হয়েছিল। যে কর্মকর্তা ধ্বংসের তদারকি করেছিলেন তিনি আহত হয়েছেন।

২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে তুরস্কে ৭.৮ মাত্রার ভূমিকম্প তুরস্ক সহ উত্তর সিরিয়ায় আঘাত হেনেছিল যার দরুন প্রায় ৫০ হাজার মানুষ প্রান হারিয়েছিল এবং বহুতল ভবনগুলো গুরুতরভাবে ক্ষতি হয়েছিল।

তুরস্কের সংবাদমাধ্যম ‘EnsonHaber’-এর প্রতিবেদন অনুযায়ী, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত শহরগুলির মধ্যে একটি হল আদানা। এই শহরে ২০০টি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। ভূমিকম্পের সময় ১৪৭৪টি মসজিদের মধ্যে ৭টির মিনার স্বতঃস্ফূর্তভাবে ভেঙে পড়েছিল। ১৫০টি মসজিদের মিনার থেকে সিমেন্টের টুকরো খুলে পড়ার মত অবস্থায় পৌঁছেছিল। তাই বিপদগ্রস্ত মিনারগুলিকে নিয়ন্ত্রিতভাবে ভেঙ্গে ফেলার সিদ্ধান্ত নিয়েছিল সরকার এবং তা সফলভাবে করেছিল।

প্রতিবেদন আর্কাইভ

অন্যান্য প্রতিবেদনগুলো দেখতে ক্লিক করুন এখানে, এখানে

নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুয়ো। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত একটি মসজিদের মিনারের নিয়ন্ত্রিত ধ্বংসের ছবিকে চীনে সরকার দ্বারা মসজিদ ভেঙ্গে ফেলার দাবিতে শেয়ার করা হচ্ছে।

Avatar

Title:তুরস্কে নিয়ন্ত্রিতভাবে মসজিদ ভেঙ্গে ফেলার ছবিকে চীনে মসজিদ ধ্বংস বলে শেয়ার

Fact Check By: Nasim Akhtar

Result: False