
সোশ্যাল মিডিয়ায় একটি ভুয়ো পোস্ট শেয়ার করে দাবি করে হচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ডান পায়ে চোট লেগেছে কিন্তু তার বাম প্লাস্টার করা হয়েছে। পোস্টে মোট দুটি ছবি রয়েছে। একটি মমতা ব্যানার্জির আঘাত পাওয়া পায়ের ছবি এবং আরেকটিতে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী হাসপাতালের বেডে শুয়ে রয়েছেন। পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে, “পিসির দ্রুত সুস্থতা কামনা করি,,,কিন্তু👇 ভাইরাল ছবিটি অনুযায়ী দিদির চোট লেগেছে তো তার ডান পায়ে তবে ওনার বাম পায়ে প্লাস্টার কেনো?? প্লাস্টার হলে তো কম করেও দেড়-মাস থাকে জানি, দেখবেন আবার যেন কালই উঠে পড়ে খেলতে না নেমে পড়েন! এটা কি ধরনের চিকিৎসা পদ্ধতি, অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি নাকি সিমপ্যাথী??!!”
তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি এই দাবি ভুয়ো এবং বিভ্রান্তিকর। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাম পায়েই আঘাত লেগেছে, তাই সেই পায়েই প্লাস্টার করা হয়েছে।

উল্লেখ্য, গত ১০ মার্চ নন্দীগ্রামে প্রচারে গিয়ে আহত হন মমতা। তার পায়ে, মাথায় আঘাত লাগে। তাকে তড়িঘড়ি কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়।
তথ্য যাচাই
এই দাবির সত্যতা যাচাই করতে প্রথমে গুগলে কিওয়ার্ড সার্চ করি। ফলাফলে সংবাদমাধ্যম “এপিবি আনন্দ”-এর একটি প্রতিবেদন থেকে জানতে পারি মমতা ব্যানার্জির বাঁ পায়ে আঘাত লেগেছে। এই প্রতিবেদন অনুযায়ী, মুখ্যমন্ত্রীর বাঁ পায়ের গোড়ালি ও পায়ের পাতার হাড়ে চিড় ধরেছে। ওই পায়ের পেশিতেও চোট লেগেছে। মুখ্যমন্ত্রীর বাঁ পা ফুলে রয়েছে।

এছাড়াও বিভিন্ন ইংরেজি সংবাদমাধ্যমের প্রতিবেদনেও এই একই কথা বলা হয়েছে যে মমতা ব্যানার্জির বাঁ পায়ে আঘাত লেগেছে।
এরপর ফ্যাক্ট ক্রিসেন্ডো এসএসকেএম হাসপাতালে যোগাযোগ করে। কতৃপক্ষের তরফে জানানো হয়, “তার বাঁ চোট লেগেছে বলেই বাঁ পায়ে প্লাস্টার করা হয়েছে।“
নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেন্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত পোস্টটি ভুল। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাম পায়েই আঘাত লেগেছে, তাই সেই পায়েই প্লাস্টার করা হয়েছে।

Title:না, মমতা ব্যানার্জির ডান পায়ে চোট লাগেনি, বাঁ পায়ে লেগেছে
Fact Check By: Rahul AResult: False