
১২ নভেম্বর তারিখে ভেঙ্গে পড়েছিল উত্তরকাশীর সিল্কয়ারা-বারকোটে নির্মীয়মান সুড়ঙ্গের একাংশ। ফলে, ৪১ জন শ্রমিক আটকে পড়ে সুড়ঙ্গের ভেতরেই যা নিয়ে উৎকণ্ঠা, সহানুভুতি তৈরি হয় মানুষের মনে। তাদের উদ্ধারকার্যের প্রক্রিয়া শুরু হয় জোর কদমে। উদ্ধারকার্যের নাম দেওয়া হয় ‘ অপারেশন জিন্দেগি’। শেষমেষ দীর্ঘ ১৭ দিনের নিরলস প্রয়াসে ২৮ নভেম্বর তারিখে ৪১ জনকেই উদ্ধার করা হয়। বেরিয়ে আসা শ্রমিকদের অ্যাম্বুলেন্সের মাধ্যমে সরাসরি চিনিয়ালিসা’র স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। যেখানে তাদের চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। এই প্রেক্ষাপটে হেলমেট পরা এক বৃদ্ধের ছবি ফেসবুকে দ্রুত ভাইরাল হচ্ছে। ছবিটি শেয়ার করে দাবি করা হচ্ছে যে, উত্তরকাশী সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকের ছবি।
ক্যাপশনে লেখা হয়েছে,”উত্তর কাশীর সুড়ঙ্গে আটকে থাকা ৪০ জন মানুষের কাছে ১৫ দিনেও পৌঁছাতে না পারলে, চাঁদে গিয়ে কি লাভ??? 😭😭😭😭।“
তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি এই দাবি ভুয়ো। পুরনো ও অপ্রাসঙ্গিক ছবিকে উত্তরকাশী সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিক দাবি করে শেয়ার করা হচ্ছে।

ফেসবুক পোস্ট | আর্কাইভ |
তথ্য যাচাইঃ
ভাইরাল ছবির আসল উৎস খুঁজতে ছবিটিকে গুগল রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, হুবহু এই ছবিটি একটি ফেসবুক পোস্টে পাওয়া যায়। ছবিটি ২০১৯ সালের ২ মে তারিখে পোস্ট করা হয়েছিল। যা থেকে পরিষ্কার হয়ে যায় ছবিটি উত্তরকাশী সুড়ঙ্গ দুর্ঘটনার সাথে সম্পর্কিত নয়।

আরও খুঁজাখুঁজির পর ছবিটি অন্য একটি ফেসবুক পেজে পাওয়া যায়। ‘هوښیار اوسئ باهوش باش’ নামের এই ফেসবুক পেজ থেকে ছবিটি ২৮ সেপ্তেম্বর,২০২০, তারিখে পোস্ট করা হয়েছিল।

ফেসবুক পোস্ট | আর্কাইভ |
ছবিটির আসল উৎস সম্পর্কিত নির্ভরযোগ্য কোন তথ্য পাওয়া যায়না। তবে, ছবিটি ২০১৯ সাল থেকেই ইন্টারনেটে উপলব্ধ রয়েছে। যা থেকে প্রমানিত হয় যে ছবিটি উত্তরকাশীর সুড়ঙ্গ দুর্ঘটনার সাথে সম্পর্কিত নয়।
নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুয়ো। পুরনো ও অপ্রাসঙ্গিক ছবিকে উত্তরকাশী সুড়ঙ্গে আটকে পরা শ্রমিক দাবি করে শেয়ার করা হচ্ছে।

Title:উত্তরকাশী সুড়ঙ্গ দুর্ঘটনার প্রেক্ষাপটে বয়স্ক শ্রমিকের পুরানো এবং সম্পর্কহীন ছবি ভাইরাল
Written By: Nasim AkhtarResult: False