২০২৪ লোকসভা নির্বাচনে কোন রাজনৈতিক দলই একক সংখ্যা গরিষ্ঠতা অর্জন করতে পারেনি। ফলে,জোট সরকার গঠিত হবে। এনডিএ জোটের কিং মেকার হিসেবে সামনে এসেছে চন্দ্রবাবু নাইডুর দল ‘তেলেগু দেসম পার্টি’ ও নিতিশ কুমারের দল ‘জনতা দল ইউনাইটেড’। ইতিমধ্যে সংসদের সেন্ট্রাল হলে বিজেপির নেতৃত্বাধীন জোট এনডিএ-এর সংসদীয় বৈঠক সম্পন্ন হয়েছে। এই বৈঠকে নরেন্দ্র মোদীর নাম প্রধানমন্ত্রী হিসেবে প্রস্তাবিত করে বর্ষীয়ান বিজেপি নেতা রাজনাথ সিং যাতে সম্মতি দিয়েছেন এনডিজোটের সব নেতা। জোট সরকার গঠনের এই প্রসঙ্গে চন্দ্রবাবু নাইডুর ছবিতে আগুন লাগানোর একটি ভিডিও সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলোতে বেশ ভাইরাল হচ্ছে যেখানে দাবি করা হচ্ছে যে, মোদীকে আগামী প্রধানমন্ত্রী হিসেবে মেনে নেওয়ার পর চন্দ্রবাবু নাইডুর বিরুদ্ধে অন্ধ্রপ্রদেশে বিক্ষোভ প্রদর্শনের ভিডিও। ভিডিওতে নাইডুর ফ্রেমবন্দী ছবিকে চপ্পল পেটা করতে এবং পরে তা আগুনের মুখে ফেলে দিতে দেখা যাচ্ছে।

ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে,”চন্দ্রবাবু নাইডু মোদীকে সমর্থনের চিঠি দেওয়ার সাথে সাথে অন্ধ্রপ্রদেশে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। জনগণ মোদীজির বিরুদ্ধে ম্যান্ডেট দিয়েছে।। - ভিডিওটি সোশ্যাল মিডিয়া হতে সংগৃহীত।“

তথ্য যাচাই করে আমরা ভাইরাল দাবিটিকে বিভ্রান্তিকর হিসেবে পেয়েছি। ভিডিওটি পুরনো এবং কেন্দ্র সরকার গঠনে চন্দ্রবাবু নাইডুর মোদীকে সমর্থনের সাথে সম্পর্কিত নয়।

ফেসবুক পোস্ট

তথ্য যাচাইঃ

ভাইরাল এই দাবির সত্যতা যাচাই করতে আমরা প্রথমে ভিডিওটিকে ইনভিড টুলের মাধ্যমে কি ফ্রেমে ভাগ করি এবং পরে গুগলে রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, হুবহু এই ভিডিওটি ‘Rise Of YS Jagan’ নামের এক্স প্রোফাইলে পাওয়া যায়। ভিডিওটি ১২ মে,২০২৪, তারিখে আপলোড করা হয়েছে। যা থেকে স্পষ্ট হয় যে, ভিডিওটি লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হওয়ার আগে থেকেই ইন্টারনেটে উপলব্ধ রয়েছে অর্থাৎ ভিডিওটি কেন্দ্র সরকার গঠনে চন্দ্রবাবু নাইডুর মোদীকে সমর্থনের সাথে সম্পর্কিত নয়।

আরও একটু খোঁজাখুঁজির পর তেলেগু সংবাদ মাধ্যম ‘Samayam Telugu’ ইউটিউব চ্যানেলে একটি ভিডিও উপস্থাপন পেয়ে যায়। ২৯ মার্চ,২০২৪, তারিখে আপলোড করা এই সংবাদ উপস্থাপনের শিরোনামে লেখা হয়েছে,”গুন্তাকাল টিডিপি কর্মীরা চন্দ্রবাবু নাইডুর ছবি পুড়িয়েছে এবং গুম্মানুর জয়রামের বিরুদ্ধে প্রতিবাদ করেছে।“

দি হিন্দু সহ মুখধারার অন্যান্য সংবাদ প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ অন্ধ্রপ্রদেশ বিধানসভা নির্বাচনে গুন্তাকাল বিধানসভা কেন্দ্রে গুম্মানুর জয়রামকে টিডিপি প্রার্থী ঘোষণা করা পর ‘জিতেন্দর গৌডে’র সমর্থকরা চন্দ্রবাবুর ছবি ও পার্টি অফিসের অন্যান্য সামগ্রীতে আগুন লাগিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছিল। জিতেন্দর গৌডে’র সমর্থকরা দাবি করেছিলেন যে জয়রাম পার্টিকে ৩০ কোটি টাকা দেওয়ার পরে আসনটি তাকে বরাদ্দ করা হয়েছিল।

নিষ্কর্ষঃ

তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, মোদীকে আগামী প্রধানমন্ত্রী হিসেবে মেনে নেওয়ার পর চন্দ্রবাবু নাইডুর বিরুদ্ধে অন্ধ্রপ্রদেশে বিক্ষোভ প্রদর্শন করার দাবিটি মিথ্যা। ভিডিওটি চলতি বছরের মার্চ মাসের। অন্ধ্রপ্রদেশ বিধানসভা নির্বাচনে গুন্তাকাল কেন্দ্রে ঘোষিত টিডিপি প্রার্থীর প্রতি অসন্তোষ প্রকাশ করে পার্টির বিরুদ্ধে টিডিপি সমর্থকদের বিক্ষোভ প্রদর্শনের ভিডিওকে ভুয়ো দাবির সাথে শেয়ার করা হচ্ছে।

Avatar

Title:নরেন্দ্র মোদীকে সমর্থন করার চন্দ্রবাবু নাইডুর সিদ্ধান্তের বিরুদ্ধে অন্ধ্রপ্রদেশে বিক্ষোভ প্রদর্শন? জানুন ভাইরাল ভিডিওর সত্যতা

Fact Check By: Nasim Akhtar

Result: False