
সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে যে, তুরস্কে ভূমিকম্পের দরুন ধ্বংসস্তূপে চাপা পড়ে থাকা ব্যাক্তির পাশে বসে আছে একটি কুকুর। পোস্টের ছবিতে দেখা যাচ্ছে কংক্রিটের ধ্বংসস্তুপের মধ্যে লাল জামা পরিহিত এক ব্যাক্তির হাত চাপা পড়ে থাকতে দেখা যাচ্ছে এবং সেখানে বসে আছে একটি কুকুর।
পোস্টের ক্যাপশনে লেখা হয়েছ, “পরমাত্মীয়। তুরস্ক। বিষ দিয়ে কুকুর মারা শুনি। দেখেছিও।“
তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি এই দাবি ভুয়ো এবং বিভ্রান্তিকর। পুরনো এবং অপ্রাসঙ্গিক একটি ছবিকে তুরস্ক ভুমিকম্পের সাথে জুড়ে ভুয়ো পোস্ট শেয়ার করা হচ্ছে।

উল্লেখ্য, চলতি মাসের ৬ তারিখ অর্থাৎ সোমবার দক্ষিণ-পূর্ব তুরস্ক ও উত্তর সিরিয়ায় ৭.৮ রিকটর মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ফলে বিধ্বস্ত হয়েছে দেশের বহুমুল্যবান প্রজেক্ট, প্রান হারিয়েছেন বহুজন, নিহত, নিখোঁজ হয়েছেন অগনিত লোকজন। এই তীব্র ভুমিকম্পের প্রকোপে তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, তুরস্কে মৃতের সংখ্যা হয়েছে ৬,২৩৪ এবং প্রতিবেশী সিরিয়ার ৮০০০ জনেরও বেশি বাসিন্দার প্রাণহানি হয়েছে। অপারেশন দোস্ত-এর অধীনে ভারত সরকার অনুসন্ধান ও উদ্ধারকারী দল সহ হাসপাতাল, উপকরণ, ওষুধ এবং সরঞ্জাম তুরস্ক এবং সিরিয়াতে পাঠিয়েছেন।
তথ্য যাচাই
এই ছবির আসল উৎস খুঁজতে ছবিটিকে গুগল রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, ’স্টক ইমেজ সংস্থা অ্যালামি’র গ্যালারীতে এই ছবিটি খুঁজে পেয়ে যায়। ছবিটি ২০১৮ সালের ১৮ অক্টোবর তারিখে আপলোড করা হয়েছে এবং চিত্রগ্রাহকের নাম হল- জারোস্লাভ নোস্কা। ছবির সাথে দেওয়া তথ্য হিসেবে লেখা হয়েছে, “ভূমিকম্পের পর ধ্বংসস্তূপে আহত ব্যক্তিদের খুঁজছে কুকুর।“

আলামি ছবি | আর্কাইভ |
এখান থেকে স্পষ্ট হয়, ধ্বংসস্তুপে চাপা পড়ে থাকা ব্যাক্তির পাশে বসে থাকা কুকুরের এই ছবিটি চার বছরের পুরনো এবং তুরস্কের ভুমিকম্পের সাথে সম্পর্কিত নয়।
এখন অবধি পাওয়া তথ্যঃ
ভাইরাল এই ফেসবুক পোস্টের ছবি কেন্দ্রিক বিভিন্ন প্রতিবেদন নির্দেশ করে কুকুরটি অনুসন্ধান এবং উদ্ধার কুকুর।
অনুসন্ধান এবং উদ্ধার কুকুর (SAR) হল এক ধরনের কাজের কুকুর যেগুলো মানব বিপর্যয়ের সময় সেবা কর্মী এবং বেসামরিক লোকদের সাহায্য প্রদানের জন্য প্রশিক্ষিত। উদাহরণস্বরূপ, যদি কেউ আটকা পড়ে বা ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে থাকে তখন একটি অনুসন্ধান এবং উদ্ধার (SAR) কুকুর তাদের ঘ্রাণ শুঁকে এবং জরুরী প্রযুক্তিবিদদের সতর্ক করে বিপদ্গ্রস্থ লোকেদের খুঁজে বের করতে সাহায্য করে।

আরও পড়ুনঃ

তাহলে ছবিটি কোথাকার ?
এই প্রশ্নের উত্তর খুঁজতে আমরা গুগল সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে রিভার্স ইমেজ সার্চ সহ কিওয়ার্ড সার্চের মাধ্যমে কোন তথ্যই আমরা পাইনি।
ফ্যাক্ট ক্রিসেণ্ডো ভাইরাল এই ছবির চিত্রগ্রাহক ’জারোস্লাভ নোস্কা’র সাথে যোগাযোগ করার চেষ্টা করে। তার তরফ থেকে এখন অবধি কোন উত্তর আমরা পাইনি। তার উত্তর পাওয়া গেলে এই প্রতিবেদনটি আপডেট করা হবে।
নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুয়ো। পুরনো এবং অপ্রাসঙ্গিক একটি ছবিকে তুরস্ক ভুমিকম্পের সাথে জুড়ে ভুয়ো পোস্ট শেয়ার করা হচ্ছে।

Title:ধ্বংসস্তূপে চাপা পড়ে থাকা ব্যাক্তির পাশে বসে থাকা কুকুরের ছবিটি তুরস্ক ভূমিকম্পের সাথে সম্পর্কিত নয়
Fact Check By: Nasim AkhtarResult: False