সম্প্রতি সোশাল মিডিয়া ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, ট্রেনের আওয়াজে নামাজের ব্যাঘাত ঘটায় লোকেরা রেলস্টেশন ভাংচুর করছে। ১ মিনিট ৪৯ সেকেন্ডের এই ভিডিওতে দেখা যাচ্ছে নওপাড়া মহিষাশুর নামের এক রেল স্টেশনে শিশু থেকে শুরু করে কিশোর, প্রাপ্তবয়স্ক লোকের একটি বিশাল ভিড়। বেশিরভাগের জনেরই হাতে রয়েছে বাঁশ এবং তা দিয়ে স্টেশনের দেওয়াল এবং ছাদে আটকানো ফ্যান, অফিসের দরজা ভেঙ্গে ফেলছে।

ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে,”পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের নওপাড়া মহিষাশুর রেলওয়ে স্টেশনটি সম্পূর্ণ ভাংচুর এবং কার্যত ধ্বংস হয়ে গেছে এই জন্য যে, “ট্রেনের হুইসেলের শব্দ তাদের নামাজে ব্যাঘাত ঘটাচ্ছে।" গুন্ডাদের (মাদ্রাসার পণ্যগুলোর) বয়ষ দেখুন? আপনি কি বাংলার পাশাপাশি ভারতের ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন? 😭😭😭 “

তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি পোস্টের দাবিটি বিভ্রান্তিকর। ২০১৯ সালে নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শনের ভিডিওকে সাম্প্রদায়িক রং লাগিয়ে শেয়ার করা হচ্ছে।

ফেসবুক পোস্ট

তথ্য যাচাই

ভিডিওটি পর্যবেক্ষণের মাধ্যমে জানতে পারি ভিডিওটি নওপাড়া মহিষাশুর নামের এক স্টেশনের যা মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ- কাটওয়া লাইনের একটি স্টেশন। এটিকে সূত্র ধরে গুগলে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চের মাধ্যমে একই ঘটনার ভিডিও এক ফেসবুক পোস্টে পাওয়া যায় যা ২০১৯ সালে পোস্ট করা হয়েছে।

তৎকালীন সময়ে নাগরিকত্ব সংশোধনী বিলকে ঘিরে সারা দেশ জুড়ে দেখা গিয়েছিল বিক্ষোভ প্রদর্শন। তাদের মধ্যে অনেক প্রদর্শন হিংসাত্মক রুপ ধারণ করার খবর আমরা পেয়েছিলাম। এই জেরেই মুর্শিদাবাদ জেলাতেও নাগরিকত্ব সংশোধনী বিলকে ঘিরে প্রতিবাদ সভাগুলো ভয়ঙ্কর রুপ ধারণ করেছিল। লোকজন প্রথমে নিমতিতা স্টেশন, পোরডাঙ্গা স্টেশন এবং নওপাড়া মহিষাশুর স্টেশনে জড়ো হয় এবং রেলস্টেশনসহ সরকারি সম্পত্তি ভাংচুর শুরু করে। পড়ুন এখানে।

‘WildFilmsIndia’-এর ইউটিউব চ্যানেলে একটি ভিডিও পাওয়া যায়। যেখানে ভাইরাল ফেসবুক পোস্টের ভিডিওটি দেখতে পাওয়া যায় (২৬ সেকেন্ড পর থেকে)। ২০২০ সালের ১৮ নভেম্বর তারিখে ভিডিওটি আপলোড করা হয়েছে এবং শিরোনামে লেখা হয়েছে,” যুবকরা পশ্চিমবঙ্গে রেলস্টেশন ভাংচুর করেছে। সিএএ/এনআরসি ঘটনা।“

উপরোক্ত তথ্য থেকে প্রমানিত হয় যে, ভিডিওটি সম্প্রতির নয়। ২০১৯ সালের সিএএ বিরোধী বিক্ষোভ প্রদর্শনের সময় নওপাড়া মহিষাশুর রেল স্টেশনটি ভাংচুর করা হয়েছিল।

সম্প্রতি নওপাড়া মহিষাশুর এলাকায় কোন সাম্প্রদায়িক ঘটনা ঘটেছে ?

এই প্রশ্নের উত্তর পেতে ফ্যাক্ট ক্রিসেণ্ডো জঙ্গিপুর এসডিপিও বিদ্যুত তরফদারের সাথে যোগাযোগ করে। তিনি আমাদের জানিয়েছেন,”ভাইরাল ভিডিওটি ২০১৯ সালের। ট্রেনের আওয়াজ নামাজে ব্যাঘাত ঘটাচ্ছে বলে নওপাড়া মহিষাসুর রেলস্টেশন ভাংচুর করা হয়েছে দাবিটি মিথ্যা। এছাড়াও, সাম্প্রতিক সময়ে রেলওয়ে স্টেশনে কোনো পাথর ছোড়ার ঘটনা ঘটেনি, এমনকি কোন সাম্প্রদায়িক ঘটনা ঘটেনি।

নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি বিভ্রান্তিকর। ২০১৯ সালে সিএএ বিরোধী বিক্ষোভ প্রদর্শনের সময় নওপাড়া মহিষাশুর রেল স্টেশন ভাংচুর করার ভিডিওকে সাম্প্রদায়িক রং চড়িয়ে শেয়ার করা হয়েছে।

Avatar

Title:সিএএ বিরোধী বিক্ষোভ প্রদর্শনের সময় নওপাড়া মহিষাশুর রেল স্টেশন ভাংচুর করার ভিডিও ভুয়ো দাবির সাথে ভাইরাল

Written By: Nasim Akhtar

Result: False