পাঞ্জাবের ভ্লগার ভানা সিধুর গ্রেফতারের বিরুদ্ধে প্রতিবাদ প্রদর্শনের ভিডিও কৃষক আন্দোলনের নামে ভাইরাল 

False Social

শস্যের নুন্যতম মূল্য, স্বামীনাথন কমিশনের সুপারিশ বাস্তবায়ন, কৃষক ও কৃষি শ্রমিকদের পেনশনের পাশাপাশি কৃষি ঋণ মাফ, লখিমপুর খেরি সহিংসতার শিকারদের জন্য ন্যায়বিচারের দাবিতে সম্মিলিত কিষাণ মোর্চা এবং কিষাণ মজদুর মোর্চার নেতৃত্বে কৃষকরা “দিল্লি চলো”র ডাক দিয়েছে। এই ডাককে নিয়ন্ত্রনে রাখতে সিংঘু, টিকরি এবং গাজিপুরে জাতীয় রাজধানী সীমানা সিল করার জন্য বহু-স্তরযুক্ত ব্যারিকেডিংয়ের পাশাপাশি পুলিশ এবং আধা-সামরিক বাহিনীর দল মোতায়েন করা হয়েছে। এই প্রসঙ্গে একটি ভিডিও সেটিকে কৃষক আন্দোলনের সাথে জুড়ে শেয়ার করা হচ্ছে। ভিডিওতে এক ট্রাক্টরকে পুলিশের উপস্থিতিতে পুলিশ ব্যারিকেডিংকে উপেক্ষা করতে এবং তাকে অনুসরণ করেই বিশাল জনগণের একটি ভিড় দেখা যাচ্ছে। ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে,” আবার কৃষক আন্দোলন শুরু। IMSP এর দাবিতে আবার দিল্লী চলোর ডাক। আবার রাস্তায় ব্যারিকেড, গজাল, উত্তরপ্রদেশের সীমান্তে ১৪৪ ধারা.. #ভারতীয় #কৃষক।“ 

তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি পোস্টের দাবিটি ভুয়ো ও বিভ্রান্তিকর। ভানা সিধুর গ্রেপ্তারের বিরুদ্ধে প্রতিবাদ প্রদর্শনের ভিডিওকে সম্প্রতির কৃষক আন্দোলনের সাথে জুড়ে শেয়ার করা হচ্ছে।

ফেসবুক পোস্ট  

তথ্য যাচাইঃ 

ভিডিওর সত্যতা যাচাই করতে ভিডিওর কিফ্রেম গুলোকে গুগল রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, একইরকমের একটি ভিডিও পাঞ্জাবের সংবাদমাধ্যম ‘Gemm TV’-এর ফেসবুক ফিডে পাওয়া যায়। ৩ ফেব্রুয়ারি,২০২৪, তারিখে করা এই ভিডিও পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,”ভানা সিধুর পক্ষে অবস্থান কর্মসূচিতে পৌঁছতে তরুণরা ট্রাক্টর নিয়ে এসেছিল। ব্যারিকেড সরিয়ে তারা সামনের দিকে এগোতে থাকে। কৃষকদের আন্দোলনের মতো অবস্থা দেখুন।“

উপরোক্ত ভিডিওর এবং ভাইরাল ফেসবুক ভিডিওর তুলনামূলক ফ্রেম নিশ্চিত করে ভিডিওটি একই জায়গায় একই ঘটনার। 

এটিকে সূত্র ধরে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চের মাধ্যমে ‘Pro Punjab Tv Canada’ নামের ইউটিউব চ্যানেলে একই ধরনের একটি ভিডিও পাওয়া যায়। এখানেও ভিডিওটিকে ভানা সিধুর বিরুদ্ধে পুলিশ মামলার বিরুদ্ধে প্রতিবাদের ভিডিও বলে জানানো হয়েছে। 

ভানা সিন্ধুকে গ্রেফতারের পর বিশাল সংখ্যায় জনগণ রাস্তায় বিক্ষোভ প্রদর্শনে নেমেছিল এবং বিক্ষোভ প্রদর্শনকারীরা সাংরুরে মুখ্যমন্ত্রী ভগবন্ত মান এর বাসভবনের দিকে যাচ্ছিলেন।  

প্রতিবেদন আর্কাইভ 

প্রসঙ্গত, সামাজিক কর্মী এবং ভ্লগার ভগবান সিং ওরফে ভানা সিধু লুধিয়ানা ভিত্তিক ইমিগ্রেশন এজেন্ট থেকে চাঁদাবাজির অভিযোগে জানুয়ারি মাসে গ্রেফতার করা হয়েছিল। ১২ ফেব্রুয়ারি তারিখে মোহালি আদালত থেকে তাকে জামিন দেওয়া হয়েছে। 

নিষ্কর্ষঃ 

তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুয়ো। পাঞ্জাবের সামাজিক কর্মী ও ভ্লগার ভানা সিধুর গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শনের ভিডিওকে কৃষক আন্দোলনের সাথে জুড়ে শেয়ার করা হচ্ছে।

Avatar

Title:পাঞ্জাবের ভ্লগার ভানা সিধুর গ্রেফতারের বিরুদ্ধে প্রতিবাদ প্রদর্শনের ভিডিও কৃষক আন্দোলনের নামে ভাইরাল 

Written By: Nasim A 

Result: False


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *