সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে কিংবদন্তী বিরাট কোহলির একটি ছবি বিশাল ভাইরাল হচ্ছে। ছবিতে কোহলিকে আরসিবির ইউনিফর্মে এক চেয়ারে বসে নিজের মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে রয়েছেন। তার মোবাইলের স্ক্রিনে দেখা যাচ্ছে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ছবি। বিরাট কোহলির এই ছবিটি শেয়ার করে দাবি করা হচ্ছে যে তিনি রাহুল গান্ধীর প্রেস কনফারেন্স দেখছেন। পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,”মোবাইলে রাহুল গান্ধী-র প্রেস কনফারেন্স দেখছেন বিরাট কোহলি।“

তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো ছবিটি বিভ্রান্তিকর হিসেবে পেয়েছে। আসলে ছবিটি সম্পাদিত। বিরাট কোহলির মোবাইলের স্ক্রিনে রাহুল গান্ধীর ছবিকে সম্পাদিত করে জুড়ে দেওয়া হয়েছে।

ফেসবুক পোস্ট আর্কাইভ

তথ্য যাচাইঃ

ছবি সম্পর্কিত বিস্তারিত তথ্য পেতে ছবিটিকে গুগল রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, বেশ কিছু ফেসবুক, ইন্সতা, এক্স প্রোফাইলে এই ছবি সম্বলিত পোস্ট পেয়ে যায়। ছবিটি শেয়ার করে বেশির ভাগ পোস্টের ক্যাপশনেই লেখা হয়েছে,”জিও-এর বিজ্ঞাপন শুরুর আগে মজা করছেন বিরাট কোহলি।“

ফেসবুক পোস্ট

ছবিতে লক্ষ্যনিয় যে কোহলির মোবাইলের স্ক্রিনে রাহুল গান্ধী ছবি নেই। কোহলি তার মোবাইলে কিছু একটা দেখছেন কিন্তু রাহুল গান্ধীর ছবি বা রাহুল গান্ধীর কোন প্রেস কনফারেন্সে দেখছেন না তা জলের মত স্বচ্ছ। নীচে তুলনামূলক ফ্রেমটি দেখুনঃ

নিষ্কর্ষঃ

উপরোক্ত তথ্যের ভিত্তিতে প্রমানিত হয় যে বিরাট কোহলির ছবিকে সম্পাদিত করে বিভ্রান্তিকর দাবির সাথে শেয়ার করা হচ্ছে। কোহলি নিজের মোবাইলে রাহুল গান্ধীর ছবি বা রাহুল গান্ধীর প্রেস কনফারেন্স দেখছেন না। ডিজিটালি কারুকার্যের মাধ্যমে তার মোবাইলের স্ক্রিনে রাহুল গান্ধীর ছবি জুড়ে দেওয়া হয়েছে।

Avatar

Title:মোবাইলে রাহুল গান্ধীর প্রেস কনফারেন্স দেখছেন বিরাট কোহলি ? জানুন ভাইরাল ছবির সত্যতা

Fact Check By: Nasim Akhtar

Result: Altered