না, হাশিম আমলা ২০১২ সালে ইংল্যান্ডের বিপক্ষে ট্রিপল সেঞ্চুরি করার সময় রোজা ছিলেন না

False Sports

মুসলিমদের পবিত্র মাস রমজান শুরু হয়েছে মার্চের ২ তারিখ থেকে এবং চলমান আইসিসি চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলার সময় রোজা রাখেন নি এমন অভিযোগের কারণে সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন ক্রিকেটার মোহাম্মদ শামি। অনেকেই মনে করছেন খেলাধুলায় ধর্মীয় মূল্যবোধ ও আদর্শের প্রতি সম্মান জানানো উচিত। এই প্রেক্ষাপটে একটি পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে বলা হচ্ছে যে দক্ষিণ আফ্রিকার প্রখ্যাত ক্রিকেটার হাশিম আমলা ইংল্যান্ডের বিপক্ষে ট্রিপল সেঞ্চুরি  করেছিলেন এবং সেই ম্যাচে তিনি রমজানের মাসে রোজা রেখে খেলেছেন।

সেই ম্যাচের একটি ছবি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে,”রোজা রেখে ইংল্যান্ডের বিপক্ষে ত্রিপল সেঞ্চুরি করেছিলেন Legend  হাসিম আমলা 🤍 আর কোনদিন কোন ব্যাটসম্যান করতে পারবে কিনা সন্দেহ!💥💙।“ 

তথ্য যাচাইয়ের মাহদ্যমে আমরা পেয়েছি দাবিটি মিথ্যা। ২০১২ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে সেই ম্যাচ খেলার সময় তিনি রোজা ছিলেন না। 

ফেসবুক পোস্ট আর্কাইভ 

তথ্য যাচাইঃ 

এই দাবির সত্যতা যাচাই করতে আমরা গুগলে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চ করি। দি গার্ডিয়ান-এর ২০১২ সালের ২২ জুলাইয়ের এই প্রতিবেদন অনুযায়ী, আমলা জানিয়েছিলেন যে, তিনি একজন খরগোশের মতো খান। তবে দুর্ভাগ্যবশত, ইংল্যান্ডের বোলারদের দৃষ্টিকোণ থেকে তিনি খরগোশের মতো ব্যাটিং করেন না। একমাত্র আশ্চর্যের বিষয় হলো এই ধার্মিক মুসলিম ব্যক্তি খাচ্ছেন কারণ এটি রমজান মাস এবং অতীতে টেস্ট ক্রিকেটও তার ধর্মীয় উপবাসের প্রতি সতর্কতা ভঙ্গ করতে পারেনি। তবে এবার, তিনি উপবাস বিরতি দিয়েছেন। 

তিনি আরও জানিয়েছিলেন,”যেহেতু আমি সফরে রয়েছি তাই আমাকে রোজা করতে হবে না। তাই, আমি রোজা রাখছি না। তবে বাড়ি ফিরে আমি এটা পূর্ণ করব।“ 

দি গার্ডিয়ান প্রতিবেদন আর্কাইভ 

তারপর, cricbuzz, espncricinfo, sacricketmag-এর মত বিশ্বাসযোগ্য প্রতিবেদনেও স্পষ্ট জানানো হয়েছিল যে, ২০১২ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ট্রিপল সেঞ্চুরি করার সেই ম্যাচে হাসিম আমলা রোজা ছিলেন না। 

নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, হাশিম আমলা ২০১২ সালে ইংল্যান্ডের বিপক্ষে যেই ম্যাচে ট্রিপল সেঞ্চুরি করেছিলেন সে সময় তিনি রোজা ছিলেন না। 

Avatar

Title:না, হাশিম আমলা ২০১২ সালে ইংল্যান্ডের বিপক্ষে ট্রিপল সেঞ্চুরি করার সময় রোজা ছিলেন না

Written By: Nasim Akhtar 

Result: False


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *