
৩০ জুলাই, বুধবার রাশিয়ার পূর্ব প্রান্তের কামচাটকা উপদ্বীপের উপকূলে ৮.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এই ভূমিকম্পের ফলে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সুনামির সতর্কতা জারি করা হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানিয়েছে, ভূমিকম্প থেকে সৃষ্ট ধ্বংসাত্মক সুনামি তরঙ্গ পরবর্তী তিন ঘণ্টার মধ্যে রাশিয়া ও জাপানের উপকূলীয় অঞ্চলে পৌঁছাতে পারে। ভূমিকম্পের ফলে সৃষ্ট প্রথম সুনামি তরঙ্গ হাওয়াই দ্বীপপুঞ্জে পৌছায় যেখানে ওয়াহু দ্বীপের উপকূলে প্রায় ৪ ফুট (১.২ মিটার) উচ্চতার ঢেউ রেকর্ড করা হয়েছে। এই প্রেক্ষিতে একটি ভিডিও শেয়ার করে সেটিকে রাশিয়ার সুনামির দৃশ্য বলে দাবি করা হচ্ছে। ভিডিওতে দেখা যাচ্ছে সমুদ্রের বড় বড় ঢেও সমুদ্র সৈকতকে প্লাবিত করছে।
ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে,”রাশিয়াতে জোরালো (রিখটার স্কেলে 8.8 মাত্রা)ভূমিকম্পের পর সুনামি আছড়ে পড়লো ! জাপানেও বিশাল ঢেউ সহ সুনামির আশঙ্কা ।। #RussiaEarthquake #Tsunami।“
তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি ভাইরাল এই ভিডিওর সাম্প্রতিক রাশিয়া সুনামির সাথে কোন সম্পর্ক নেই। ভিডিওটি ২০১৭ সালে দক্ষিন আফ্রিকার ডারবানের একটি সমুদ্র সৈকতে বড় বড় ঢেওয়ের।
তথ্য যাচাইঃ
এই ভিডিও সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওর কি ফ্রেমগুলোকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করি। ফলস্বরুপ, ভিডিওটি Connect News SA ইউটিউব চ্যানেলে পেয়ে যায়। ১৩ মার্চ,২০১৭, তারিখে আপলোড করা এই ভিডিওর শিরোনামে লেখা হয়েছে,”মিনি সুনামির আঘাতে ডারবান।“
দি মিরর–এর প্রতিবেদনে অনুযায়ী,“মিনি-সুনামি” নামে পরিচিত ওই ঘটনাটি ছিল মাদাগাসকার উপকূলের কাছে সৃষ্ট একটি ঘূর্ণিঝড়ের আবহাওয়াজনিত প্রভাবের ফলাফল।
দি টেলিগ্রাফ-এর ১৪ মার্চ,২০১৭, তারিখের প্রতিবেদন অনুযায়ী, ডারবান শহরের নর্থ বিচ-এ এক বড় ঢেউ আছড়ে পড়ে যা অপ্রত্যাশিত মিনি-সুনামি সৃষ্টি করে। এতে সৈকত এলাকার ব্যবসায়িক দোকানপাট ক্ষতিগ্রস্ত হয় এবং কমপক্ষে তিনজন মারা যায়। এই ঢেউ এবং মিনি-সুনামির কারণ ছিল মাদাগাসকার কাছের ঘূর্ণিঝড়।
আরও পড়ুনঃ
নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে পৌঁছেছে যে, ভাইরাল এই ভিডিওটি সাম্প্রতিক রাশিয়ার সুনামির সঙ্গে সম্পর্কিত নয়। ভিডিওটি ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকার ডারবান শহরের নর্থ বিচে বড় ঢেউ আছড়ে পড়ার দৃশ্য যা একটি অপ্রত্যাশিত মিনি সুনামি সৃষ্টি করেছিল।

Title:২০১৭ সালের দক্ষিন আফ্রিকার এক সৈকতে মিনি সুনামির ভিডিওকে ভুলভাবে রাশিয়ার ভূমিকম্পের প্রেক্ষিতে শেয়ার
Fact Check By: Nasim AkhtarResult: False