তেলেঙ্গানায় টিআরএস ও বিজেপি কর্মীদের সংঘর্ষের পুরনো ভিডিওকে সাম্প্রতিক বিহারের ঘটনা বলে শেয়ার

False Political

অক্টোবর-নভেম্বরে বিহার বিধানসভা নির্বাচন প্রক্রিয়া শুরু হবে। ২২ নভেম্বরের আগে আগেই সম্পন্ন হতে হবে নির্বাচন প্রক্রিয়া। তাই, ভোট প্রচারে নেমেছে রাজনৈতিক দলগুলো এবং চলতি মাসের ১৭ তারিখ থেকে রাহুল গান্ধী ও ইন্ডিয়া গটবন্ধনের দলগুলো একসাথে ভোট অধিকার যাত্রা শুরু করেছেন। এই সার্বিক প্রেক্ষিতে একটি ভিডিও যেখানে দেখা যাচ্ছে গোলাপি উত্তরীয় পরিহিত কিছু লোক বিজেপি সমর্থকদের তাড়া করছেন এবং মারধর করছেন। ভিডিওটি শেয়ার করে সেটিকে বিহারের বলে দাবি করা হচ্ছে। 

ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে,”বিহারে বিজেপিকে পালিশ জনতার !!!” 

তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি ভিডিওটি বিহারের নয় বরং তেলাঙ্গানার। ২০২২ সালে তেলাঙ্গানার জঙ্গাওয়ে তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি (TRS) ( বর্তমানে ভারত রাষ্ট্র সমিতি) এবং বিজেপি কর্মী সমর্থকদের মাঝে সংঘর্ষের ভিডিওকে ভুয়ো দাবির সাথে শেয়ার করা হচ্ছে। 

ফেসবুক পোস্ট 

তথ্য যাচাইঃ 

এই দাবির সত্যতা যাচাই করতে আমরা ভিডিওর কি ফ্রেমগুলোকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করি। ফলস্বরুপ, ভিডিও সম্বলিত ‘টাইমস অফ ইন্ডিয়া’র একটি ভিডিও উপস্থাপন পাওয়া যায়। ১০ ফেব্রুয়ারি,২০২২, তারিখের এই প্রতিবেদন অনুযায়ী, এই দৃশ্যগুলি বিরোধী মোদি বিক্ষোভের অংশ, যা জাঙ্গাঁও (তেলেঙ্গানা)-তে অনুষ্ঠিত হয়েছিল। সেখানে তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি (TRS)-এর কর্মী ও বিজেপি কর্মীদের মধ্যে সহিংস সংঘর্ষ হয়েছিল। এই বিক্ষোভের উদ্দেশ্য ছিল সংসদে তেলেঙ্গানা রাজ্য গঠন নিয়ে প্রধানমন্ত্রী মোদির বক্তব্যের প্রতিবাদ ও নিন্দা জানানো। 

scrnli_uAOdqLv11xq258.png

ওয়ান ইন্ডিয়া নিউজ-এর ইউটিউব চ্যানেলেও এই ভিডিওকে ঘিরে সংবাদ উপস্থাপন পাওয়া যায়। ১০ ফেব্রুয়ারি,২০২২, তারিখে আপলোড করা এই ভিডিওর শীর্ষকে লেখা হয়েছে,”তেলেঙ্গানা বিতর্ক: রাজ্যে বিরোধী মোদি বিক্ষোভ চলাকালে TRS ও বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ।“ 

উপরোক্ত তথ্যের ভিত্তিতে স্পষ্ট হয় যে, ভিডিওটি ২০২২ সালের এবং এটি বিহারের নয় বরং তেলাঙ্গানার ভিডিও। 

নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেন্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, ২০২২ সালে মোদীর একটি ভাষণের বিরোধিতায় তেলেঙ্গানার জাঙ্গাঁওয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাওয়ের দল টিআরএস (বর্তমানে বিআরএস) সমর্থক ও বিজেপি সমর্থকদের মধ্যে সংঘর্ষের ভিডিওকে ভুলভাবে বিহারের ঘটনা দাবি করে শেয়ার করা হচ্ছে।

Avatar

Title:তেলেঙ্গানায় টিআরএস ও বিজেপি কর্মীদের সংঘর্ষের পুরনো ভিডিওকে সাম্প্রতিক বিহারের ঘটনা বলে শেয়ার

Fact Check By: Nasim A  

Result: False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *