না, ভিডিওটি কোলকাতার বাঘাযতীন এলাকায় মেঘভাঙ্গা বৃষ্টির দৃশ্য নয় 

False Social

রাজ্যের রাজধানী কলকাতায় অতিভারী বৃষ্টির ফলে শহর কার্যত জলমগ্ন হয়ে থমকে গেছে। আবহাওয়া দপ্তরের মতে, এই মাত্রার বৃষ্টিপাত এক দশকে নজিরবিহীন। জলাবদ্ধ অনেক জায়গায় বিদ্যুৎ সংযোগ থাকায় বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিদ্যুৎপৃষ্ট হয়ে অন্তত ৭-৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই পরিস্থিতিতে রাজ্য সরকার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আগাম ছুটি ঘোষণা করেছে। এই প্রেক্ষিতে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে রেললাইনের পাশ দিয়ে থাকা একটি বাড়ির গা ঘেঁষে উপর থেকে প্রবল জলপ্রবাহ সজোরে নেমে আসছে। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে যে, এটি কলকাতার বাঘাযতিন এলাকায় মেঘভাঙা বৃষ্টির দৃশ্য। 

পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,”মেঘভাঙা বৃষ্টি,,,,,,,,, কলকাতার বাঘাষতীন এলাকায় ‼️ এতদিন জানতাম এসব পাহাড়ী এলাকায় হয়ে থাকে ‼️🤔😌।“ 

তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি ভাইরাল ভিডিওটি আসলে গুয়াহাটির যেখানে একটি ফাটা জলের পাইপ থেকে জোরে জল বের হতে দেখা যাচ্ছে। 

ফেসবুক পোস্ট, ফেসবুক পোস্ট,  

তথ্য যাচাইঃ 

এই দাবির সত্যতা যাচাই করতে আমরা ভিডিওর কি ফ্রেমগুলোকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করি। ফলস্বরুপ, হুবহু এই ভিডিওটি বেশ কিছু ফেসবুক, ইন্সতা পোস্টে এটিকে কোলকাতার মেঘা ভাঙা বৃষ্টির বলে শেয়ার করা হলেও কিছু পোস্টে এটিকে গুয়াহাটির ভিডিও বলে জানানো হয়। ‘Secular INDIA News’ নামক ফেসবুক পেজ থেকে ভিডিওটি শেয়ার করে জানানো হয়েছে- গুয়াহাটির চাঁদমারিতে একটি বড় জলের পাইপ ফেটে গিয়ে ৭০-৮০ ফুট উঁচু জল ছিটকে উঠে আসে। এতে রাস্তাঘাট প্লাবিত হয় এবং যান চলাচল ব্যাহত হয়। এই ঘটনা ঘটে এমন সময়ে, যখন গোটা শহর সঙ্গীতশিল্পী জুবিন গার্গের মৃত্যুতে শোকাহত। স্থানীয়রা দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এই তথ্যকে মাথায় রেখে গুগলে প্রাসঙ্গিক কীওয়ার্ড সার্চ করে আসামভিত্তিক সংবাদ মাধ্যমের ফেসবুক পেজ থেকে ভিডিওটি খুঁজে পাওয়া গেছে। ‘NE News TV’ ফেসবুক পেজ থেকে ২০ সেপ্টেম্বর ভিডিওটি পোস্ট করা হয় যেখানে বলা হয়েছে, এটি গুয়াহাটির চাঁদমারিতে জলের পাইপ ফেটে যাওয়ার ঘটনা, যার ফলে ৭০-৮০ ফুট উঁচুতে জল ছিটকে উঠে আশেপাশের ভবনগুলিকে প্রভাবিত করেছে। 

উত্তর-পূর্ব ভারত ভিত্তিক বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের ফেসবুক পেজ পোস্টের মাধ্যমেও একই তথ্য জানানো হয়েছে। 

জলের পাইপ ফেটে জল উপরে উঠে ছিটকে পড়ার এই ঘটনার ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেল থেকে তোলা ভিডিওগুলো নিচে দেখুন।

নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেন্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছ যে, গুয়াহাটির চাঁদমারিতে জলের পাইপ ফেটে জল উপরে উঠে জলপ্রবাহ সজোরে নীচে নেমে আসার ভিডিওকে কোলকাতার মেঘভাঙ্গা বৃষ্টির দৃশ্য দাবি করে শেয়ার করা হচ্ছে।   

Avatar

Title:না, ভিডিওটি কোলকাতার বাঘাযতীন এলাকায় মেঘভাঙ্গা বৃষ্টির দৃশ্য নয়

Fact Check By: Nasim Akhtar  

Result: False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *