
চলমান লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় বালুরঘাট, দার্জিলিং রায়গঞ্জ-এই তিন কেন্দ্রে ভোট গ্রহন প্রক্রিয়া সম্পন্ন হল। নির্বাচনী প্রচার সভাও মেতে উঠেছিল এই কয়েকদিনে। নির্বাচনী প্রচারের প্রসঙ্গে রাজ্যের শাসক দল টিএমসির সাংসদ ও অভিনেতা দেবের একটি ভিডিও বিশাল ভাইরাল হচ্ছে। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে, বালুরঘাটে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের জয় স্বীকার করে তাকে আগাম শুভেচ্ছা জানালেন দেব। ২৩ সেকেন্ডের এই ভিডিওতে দেবকে কোন জনসভাকে সম্বোধন করে বক্তব্য দিতে দেখা যাচ্ছে এবং তিনি বলছেন,”আমার অনেকগুলো বন্ধুবান্ধব আছে, যারা বিজেপিতেও আছে। যাঁদের মধ্যে অন্যতম সুকান্ত দা। আমার অত্যন্ত প্রিয় মানুষ। সুকান্ত দাকে শুভেচ্ছা। রাজনীতির ময়দানে যেই জিতুক না কেন, আমার মনে হয় মানুষ যাকে ভালবাসবে, মানুষ যাকে বিশ্বাস করবে তাঁরই যেন জয় হয়। এই মঞ্চ থেকে সুকান্ত মজুমদারকে অনেক অনেক শুভেচ্ছা।“
ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে,”বালুরঘাট লোকসভায় এবার বিজেপি মনোনীত প্রার্থী ড: সুকান্ত মজুমদার বিপুল ভোটে জয়লাভ করতে চলেছে। তৃণমূলের সভা থেকে তৃণমূলের প্রার্থী বিপ্লব মিত্রের সামনে বিশিষ্ট অভিনেতা তথা তৃণমূলের প্রার্থী দেব অধিকারী সুকান্ত মজুমদারকে আগাম শুভেচ্ছা জানালো।“
তথ্য যাচাই করে আমরা ভাইরাল দাবিটিকে বিভ্রান্তিকর হিসেবে পেয়েছি। দেব, সুকান্ত মজুমদারের জয় স্বীকার করে তাকে আগাম শুভেচ্ছা জানাননি। নিজের ভালো বন্ধু সুকান্ত মজুমদারকে ভোটে প্রার্থী হওয়ার জন্য সৌজন্যতার খাতিরে সাধুবাদ জানানোর ভিডিওকে ভুয়ো দাবির সাথে শেয়ার করা হচ্ছে।
তথ্য যাচাইঃ
ভাইরাল এই দাবির সত্যতা যাচাই করতে ভিডিওর কি ফ্রেমগুলোকে গুগল রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, দেবের জনসভার দীর্ঘ ভিডিওটি অভিনেতার অফিসিয়াল ফেসবুক পেজে পাওয়া যায়। ২৩ এপ্রিল তারিখে করা এই লাইভ ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে,”কুশমন্ডী হাই স্কুল মাঠে জনসভা (বালুরঘাট)।“
দীর্ঘ ২১:১৪ মিনিট দীর্ঘ এই লাইভ ভিডিওর ২:৩১ মিনিটের পরের থেকে ২৩ সেকেন্ডের অংশ ভাইরাল ফেসবুক পোস্টের অংশ। লক্ষ্যনিয় ব্যাপার হল ৩:২৪ মিনিটে তিনি বলছেন,”চলে আসি, সৌজন্য করেনি কারন আমি চাই বিভিন্ন প্রার্থীও পরে বলব কারন, আমার অনেকগুলো বন্ধুবান্ধব আছে, যারা বিজেপিতেও আছে। যাঁদের মধ্যে অন্যতম সুকান্ত দা। আমার অত্যন্ত প্রিয় মানুষ। সুকান্ত দাকে শুভেচ্ছা। রাজনীতির ময়দানে যেই জিতুক না কেন, আমার মনে হয় মানুষ যাকে ভালবাসবে, মানুষ যাকে বিশ্বাস করবে তাঁরই যেন জয় হয়। এই মঞ্চ থেকে সুকান্ত মজুমদারকে অনেক অনেক শুভেচ্ছা।“
তাছাড়া, তার বক্তব্যের কোথাও অভিনেতাকে বালুরঘাট কেন্দ্রে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের জয় নিশ্চিত স্বীকার করতে শোনা যায়নি। যা থেকে জলের মত পরিষ্কার হয় যে বন্ধু সুকান্ত মজুমদারকে সৌজন্যতার খাতিরে শুভেচ্ছা জানানোর মন্তব্যকে বিভ্রান্তিকর দাবির সাথে শেয়ার করা হচ্ছে।
বালুরঘাটের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে কুশমণ্ডিতে জনসভায় উপস্থিত ছিলেন তৃণমূলের বিদায়ী সাংসদ দীপক অধিকারী ওরফে দেব।
ভাইরাল ফেসবুক পোস্টের বিভ্রান্তিকর ভিডিওটি বিজেপির জাতীয় তথ্য ও প্রযুক্তি বিভাগের ইনচার্জ, পশ্চিমবঙ্গের সহ-ইনচার্জ অমিত মালভ্যও তার এক্স প্রোফাইল থেকে পোস্ট করে। দেব সেই এক্স পোস্টের প্রতি উত্তরে লিখেছেন,”সুকান্ত দা @DrSukantaBJP একটু তোমার নেতাদের বোঝাও, বাংলা টা শেখাও সৌজন্য কাকে বলে 🙂. আসলে ওনার কোনো দোষ নাই , উনি বাংলা ভাষাটা বোঝেনা, হিন্দিতে বললে হয়ত বুঝত 🥹. একটু বুঝিও আমি কী বলতে চেয়েছি 🙏🏻🙏🏻 ২৬শে এপ্রিল ভোট আবার একবার শুভেচ্ছা, তোমাকে আর তোমার দল কে এবং তোমার দলের কর্মীদের।“
সুকান্ত মজুমদারকে দেবের শুভেচ্ছার কথা জিজ্ঞেস করা হলে তিনি তার প্রতিক্রিয়া জানান। নীচে ভিডিওটি দেখুনঃ
নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো দেব কর্তৃক বালুরঘাট কেন্দ্রে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের জয়ের কথা স্বীকার করে নেওয়ার দাবিটিকে মিথ্যা হিসেবে পেয়েছে। আসলে বন্ধুত্বের খাতিরে, রাজনৈতিক সৌজন্যতাবোধে দেব কর্তৃক সুকান্ত মজুমদারকে শুভেচ্ছা জানানোর ভিডিওকে বিভ্রান্তিকর দাবির সাথে শেয়ার করা হচ্ছে।

Title:বালুরঘাট কেন্দ্রে সুকান্ত মজুমদারের জয়ের কথা স্বীকার করে আগাম শুভেচ্ছা জানাননি দেব
Fact Check By: Nasim AkhtarResult: Missing Context