
সম্প্রতি যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট বিশাল ভাইরাল হচ্ছে। যেখানে দাবি করা হচ্ছে যে, ইউপিআইতে ২,০০০ টাকার বেশি লেনদেনের জন্য ১৮ শতাংশ জিএসটি ধার্য করেছে কেন্দ্র সরকার।
ফেসবুক ইউজার লিখেছনে,”মোদী জি মোল্লাদের জব্দ করার জন্য UPI-তে ২০০০ টাকার বেশি লেনদেনে ১৮ শতাংশ জিএসটি নেবে নতুন ভারত হিন্দু হিন্দু ভাই ভাই।“
তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা দবিটি ভুয়ো ও বিভ্রান্তিকর হিসেবে পেয়েছি। সরকারের তরফ থেকে এরকম কোন ট্যাক্স ধার্য করা হয়নি।
তথ্য যাচাইঃ
এই দাবির সত্যতা যাচাই করতে আমরা গুগলে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চ করি। ফলস্বরুপ, কেন্দ্র সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধিনস্থ নোডাল সংস্থা ‘প্রেস ইনফরমেশন ব্যুরো’-এর তরফ থেকে জারি করা একটি বিজ্ঞপ্তি পাওয়া যায় যেখানে স্পষ্ট বলা হয়েছে- ইউপিআইতে (UPI) ২,০০০ টাকার বেশি লেনদেনে GST নেওয়া হবে- এই খবরটি সম্পূর্ণ ভুল ও ভিত্তিহীন। সরকার এমন কোনো সিদ্ধান্ত নেয়নি। সরকার চায় সবাই বেশি করে ডিজিটাল পেমেন্ট করুক, আর UPI ব্যবহার আরও বাড়ুক।
অর্থ মন্ত্রণালয়-এর অফিশিয়াল এক্স হান্ডেল থেকেও ভাইরাল এই দাবিকে ভুয়ো বলে জানিয়ে উপরোক্ত বিজ্ঞপ্তিটি পোস্ট করেছে।
নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, কেন্দ্র সরকারের তরফ থেকে ইউপিআই-তে (UPI) ২,০০০ টাকার বেশি লেনদেনে GST ধার্য করার যে দাবি ভাইরাল হচ্ছে তা ভুয়ো ও বিভ্রান্তিকর।

Title:না, ইউপিআই-তে ২,০০০ টাকার বেশি লেনদেনে ১৮% জিএসটি বসায়নি কেন্দ্র সরকার
Written By: Nasim AkhtarResult: False