নীতীশ কুমারের ২০২২ সালের বিজেপি সঙ্গ ত্যাগের সংবাদ উপস্থাপনাকে সাম্প্রতিক বলে শেয়ার  

False Political

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের জোট পরিবর্তন নিয়ে চর্চা অনেকেরই জানা। চলতি বছরের সেপ্টেম্বরেই বিহার বিধানসভার নির্বাচন হতে পারে বলে জল্পনা চলছে। এই প্রেক্ষাপটে সামাজিক মাধ্যম ফেসবুকে এবিপি আনন্দ-এর একটি সংবাদ উপস্থাপন ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। অনেক ফেসবুক ব্যবহারকারী সেই সংবাদ উপস্থাপন শেয়ার করে দাবি করছেন, সম্প্রতি নীতীশ কুমার আবারও বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ছেড়েছেন। সংশ্লিষ্ট ভিডিওতেও উপস্থাপক দাবি করছেন, নীতীশ কুমার এনডিএ ছেড়েছেন এবং তিনি তার ইস্তফাপত্র রাজ্যপালের কাছে জমা দিয়েছেন।

সংবাদ উপস্থাপনটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে,”Big Breaking News খেলা শুরু — ধর্মের কল বাতাসে নড়ে** শুধু বিহার নয়, ভারতবর্ষ থেকে মুছে যাবে বিজেপি দল শুধু সময়ের অপেক্ষা বিজেপি থেকে ইস্তফা  দিতে রাজভবনে পৌঁছে গেলেন নিতিশ কুমার।“ 

তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি ভাইরাল এই সংবাদ উপস্থাপনটি সম্প্রতির নয় বরং ২০২২ সালের। সম্প্রতি বিহার মুখ্যমন্ত্রীর বিজেপির সঙ্গ ছাড়ার দাবিটি ভুয়ো। 

ফেসবুক পোস্ট 

তথ্য যাচাইঃ 

এই দাবির সত্যতা যাচাই করতে আমরা গুগলে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চ করি। ফলে, সম্প্রতির কোন সংবাদ প্রতিবেদনেই নীতীশ কুমারের বিজেপি সঙ্গ ছাড়াকে নিয়ে কোন তথ্য পাওয়া যায়না। নীতীশ কুমার যদি বিজেপি সঙ্গ ছাড়তেন তাহলে তা নিশ্চয় সংবাদ মাধ্যমগুলোর মুখ্য বিষয় হিসেবে প্রাধান্য পেত এবং প্রতিবেদন প্রকাশ পেত। কিন্তু সংবাদ প্রতিবেদনে এই খবরের অনুপস্থিতি খবরটি সম্প্রতির নয় সেদিকেই ইশারা করে। 

তারপর, এই সংবাদ উপস্থাপনের উৎস খুঁজতে ভিডিওটিকে ভালো করে পর্যবেক্ষণ করি। দীর্ঘ ৩ মিনিট ৩৫ সেকেন্ডের এই উপস্থাপনের ঠিক ১ মিনিট ৩ সেকেন্ডের মুহূর্তে স্ক্রিনের বাম দিকে নীচে ৯ আগস্ট তারিখ ভেসে ওঠে। যা থেকে ধারনা হয় এবিপি আনন্দের এই সংবাদ উপস্থাপনটি ৯ আগস্ট তারিখের। এটিকে সূত্র ধরে আমরা এবিপি আনন্দের ইউটিউব চ্যানেলে এই সংবাদ উপস্থাপনটি খুঁজে বের করি। এবিপি আনন্দের ইউটিউব চ্যানেলে হুবহু এই সংবাদ উপস্থাপনটি ২০২২ সালের ৯ আগস্ট তারিখে আপলোড করা হয়েছে এবং শিরোনামে লেখা হয়েছে,”Nitish Kumar: বিজেপি-সঙ্গ ছেড়ে ইস্তফা দিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।“ 

২০২২ সালের ৯ আগস্টে নীতীশ কুমার এনডিএ সমর্থিত মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছিলেন এবং মহাগটবন্ধনে (আরজেডি, কংগ্রেস) সামিল হয়ে নতুনরুপে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহন করেছিলেন। সেই সময় উপমুখ্যমন্ত্রি হিসেবে শপথ গ্রহন করেছিলেন আরজেডি সুপ্রিমো তেজস্বী যাদব। 

প্রসঙ্গত, ২০২৪ সালের ২৮ জানুয়ারিতে তিনি আবার মহাগটবন্ধন সমর্থিত মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন এবং এনডিএতে সামিল হন এবং বর্তমানে বিজেপি (এনডিএ) সমর্থিত মুখ্যমন্ত্রী হিসেবেই রয়েছেন। ২৪ নভেম্বরে তারাড়ি বিধানসভা উপনির্বাচনে বিজেপির প্রার্থী তথা এনডিএ মনোনীত বিশাল প্রশান্তের পক্ষে এক জনসভায় ভাষণ দিতে গিয়ে তিনি বলেছিলেন,”আমি আগেও বলেছি… আবারও বলছি, আমরা (বিজেপি-জেডিইউ) আগে একসঙ্গে ছিলাম। আমি অতীতে দু’বার ভুল করেছি আরজেডির সঙ্গে হাত মিলিয়ে… আমি অতীতে দু’বার ‘এদিক ওদিক’ গেছি… কিন্তু এখন আমি আবার এনডিএতে ফিরে এসেছি। আমি এবার স্থায়ীভাবে এনডিএর সঙ্গেই থাকব।” 

নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, সম্প্রতিতে নিতিশ কুমারের বিজেপি সঙ্গ ছাড়ার দাবিটি বিভ্রান্তিকর। বিজেপির সঙ্গ ছাড়া নিয়ে এবিপি আনন্দের সংশ্লিষ্ট সংবাদ উপস্থাপনটি সম্প্রতির নয় বরং ২০২২ সালের।  

Avatar

Title:নীতীশ কুমারের ২০২২ সালের বিজেপি সঙ্গ ত্যাগের সংবাদ উপস্থাপনাকে সাম্প্রতিক বলে শেয়ার

Fact Check By: Nasim Akhtar 

Result: False


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *