
সম্প্রতি একটি ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করে দাবি করা হচ্ছে যে, এটি অপারেশন সিঁদুর-এর অংশ হিসেবে ভারতীয় সেনাবাহিনীর হামলায় পাকিস্তানের একটি মাদ্রাসা ধ্বংস হওয়ার দৃশ্য। ভিডিওটিতে মসজিদের ন্যায় দেখতে একটি ভবনকে ক্ষেপণাস্ত্র হামলায় মুহূর্তের মধ্যেই ধ্বংস হতে দেখা যায়।
ভিডিওটির সঙ্গে ক্যাপশনে লেখা হয়,”আতংবাদি যেই মাদ্রাসায় লুকিয়ে ছিল পাকিস্তানে… #short #news #newsupdate #breakingnews #digantanewsbangla #shorts #indiapakistanwar।“
তথ্য যাচাই করে জানা গেছে, ভিডিওটির প্রকৃত উৎস ভারত-পাকিস্তান সংঘর্ষের সঙ্গে কোনোভাবে সম্পর্কিত নয়। এটি ২০২৩ সালে ইজরায়েল কর্তৃক গাজায় চালানো এক ক্ষেপণাস্ত্র হামলার ভিডিও, যেখানে একটি মসজিদ ধ্বংস হয়। সেই ভিডিওটিকেই ভুল প্রেক্ষাপটে ব্যবহার করে বিভ্রান্তিকর দাবি ছড়ানো হচ্ছে।
তথ্য যাচাইঃ
এই দাবির সত্যতা যাচাই করতে ভিডিওর কি ফ্রেমগুলোকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, এই একই ভিডিও কিছু ফেসবুক প্রোফাইল ও ইন্সতা প্রোফাইলে পাওয়া যায় যেখানে ভিডিওটি ২০২৩ সালের নভেম্বর মাসে পোস্ট করা হয়েছে এবং ক্যাপশনে মাধ্যমে এটিকে ইজরায়েলি বাহিনীর যুদ্ধবিমান গাজার দক্ষিণে খান ইউনিস শহরে মসজিদে বোমা হামলার ঘটনা বলে জানানো হয়েছে।
https://www.instagram.com/reel/Czb6TQ7Oukr/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==
উপরোক্ত তথ্য মাথায় রেখে
উপরোক্ত তথ্য মাথায় রেখে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চের মাধ্যমে সংশ্লিষ্ট ভিডিওকে ঘিরে তুরস্কের সংবাদ মাধ্যম TRT World’-এর একটি ইন্সতা পোস্ট পায়। ১০ নভেম্বর,২০২৩, তারিখে করা এই পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে- ৮ নভেম্বর খান ইউনিসে ইজরায়েলি গোলাবর্ষণে খালেদ বিন আল-ওয়ালিদ মসজিদ সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। এ নিয়ে গাজা উপত্যকায় পুরোপুরি ধ্বংস হওয়া মসজিদের সংখ্যা বেড়ে অন্তত ৫৯-এ দাঁড়িয়েছে।
https://www.instagram.com/reel/CzdvyEQvNEH/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==
Hindustan Times-এর সংবাদ উপস্থাপনেও এটিকে গাজার খালেদ বিন আল ওয়ালিদ মসজিদ বলে চিহ্নিত করা হয়েছে যা ইজরায়েলি বিমান বাহিনীর শক্তিশালী হামলায় ভবনটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।
নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেন্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, ইজরায়েলি হামলায় গাজার মসজিদ ধ্বংসের ভিডিওটি ভারত-পাকিস্তান সংঘর্ষের প্রেক্ষাপটে বিভ্রান্তিকরভাবে শেয়ার করা হচ্ছে।

Title:ইজরায়েলি হামলায় গাজার মসজিদ ধ্বংসের ভিডিওকে অপারেশন সিঁদুর-এঁর প্রেক্ষাপটে শেয়ার
Fact Check By: Nasim AkhtarResult: False