রাজস্থানের ঝালাওয়ারে অনুষ্ঠিত মশাল মিছিলের পুরনো ভিডিওকে বিহারে নির্বাচনের কমিশনের বিরুদ্ধে মশাল মিছিলের দাবি করে শেয়ার  

False Political

বিহার বিধানসভা নির্বাচন শুরুর আগেই ভোট চুরির বিষয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন সংসদীয় বিরোধী দলনেতা রাহুল গান্ধী। ভোট চুরির বিষয় নিয়ে জনগণকে সচেতন করতে রাহুল গান্ধী, তেজস্বী যাদব এবং মহাগঠবন্ধনের দলগুলো ‘বিহার ভোটার অধিকার যাত্রা’ সম্পন্ন করেন। ৬ ও ১১ নভেম্বর দুই দফায় বিহার বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় এবং ১৪ তারিখে ফলাফল ঘোষণা করা হয়। এই নির্বাচনে এনডিএ জোট একতরফা জয় লাভ করে এবং মহাগঠবন্ধন মুখ থুবড়ে পড়ে। এরপর থেকেই একাংশ দাবি করতে থাকে যে এনডিএ জোটের এই জয় ভোট চুরি ছাড়া সম্ভব নয়। এই সার্বিক পরিস্থিতির মধ্যেই সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে, বিহারে নির্বাচন কমিশনের বিরুদ্ধে মশাল হাতে রাস্তায় নেমেছে যুবকরা। ভিডিওতে দেখা যাচ্ছে, রাতের রাস্তায় মশাল হাতে বিপুল সংখ্যক মানুষ মিছিল করছে। 

তথ্য যাচাই করে আমরা দেখেছি, ভাইরাল ভিডিওটি বিহার বিধানসভা নির্বাচন বা নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগের সঙ্গে সম্পর্কিত নয়। ভিডিওটি আসলে রাজস্থানের ঝালাওয়ারে স্কুল দুর্ঘটনায় মারা যাওয়া শিশুদের বিচারের দাবিতে অনুষ্ঠিত এক মিছিলের।

ফেসবুক পোস্ট, ফেসবুক পোস্ট, ফেসবুক পোস্ট, 

তথ্য যাচাইঃ  

এই দাবির সত্যতা যাচাই করতে ভিডিওর কি ফ্রেমগুলোকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, এই একই ভিডিও অন্য এক গানের সাথে ‘deolichannel’ নামক ইন্সতা প্রোফাইলে পাওয়া যায়। ভিডিওটি ২৫ সেপ্টেম্বর,২০২৫, তারিখে পোস্ট করা হয়েছে। যা থেকে স্পষ্ট হয় যে, ভিডিওটি বিহার বিধানসভা নির্বাচনের আগে থেকেই ইন্টারনেটে উপলব্ধ রয়েছে। অর্থাৎ, ভিডিওটি বিহার বিধানসভা নির্বাচনের সাথে সম্পর্কিত নয়। 

পোস্টের ক্যাপশনের মাধ্যমে জানানো হয়েছে, ঝালাওয়ার স্কুল দুর্ঘটনায় নিহত শিশুদের পরিবারের জন্য ন্যায়বিচারের দাবিতে জয়পুরে আয়োজিত যুবকদের একটি বিক্ষোভের ভিডিও। 

এনডি টিভির ২৫ সেপ্টেম্বরের প্রতিবেদন অনুযায়ী, রাজস্থানের ঝালাওয়ারে জুলাই মাসে স্কুলের ছাদ ধসে যে শিশুরা মারা গিয়েছিল তাদের পরিবারকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে নরেশ মীনা ১৪ দিন ধরে অনশন করছেন। তাকে সমর্থন করতে তার ছেলের নেতৃত্বে জয়পুরে একটি মশাল মিছিল বের হয়েছিল। মিছিলটি ত্রিবেণী নগর চৌরাহা থেকে গুজ্জর কি থাড়ি পর্যন্ত হয়েছিল। (আর্কাইভ)

তারপর আমরা মিছিলের এই রুটটি গুগল ম্যাপে খুঁজে দেখি এবং ভিডিওতে দেখা ভবনগুলোই দেখতে পাই।  নিচে ভিডিওতে দেখা স্থানের গুগল স্ট্রিট ভিউ দেখা যাবে। 

নিচের তুলনাফ্রেমটি দেখুন, দেখা যাচ্ছে ভিডিওতে যেখানে কামলা টাওয়ার আর লেন্সকার্টের দোকান ছিল সেগুলোই এখানে আছে।   

আরও তথ্য খুঁজতে গিয়ে উত্তরপ্রদেশ পুলিশের এক্স হ্যান্ডেলে ভাইরাল এই ভিডিও নিয়ে একটি পোস্ট পাওয়া যায়। এই একই ভিডিও উত্তরপ্রদেশ পুলিশের সাথে জুড়ে ভুয়ো দাবির সাথে শেয়ার করা হয়েছিল সামাজিক মাধ্যমে। সেই দাবিকে খণ্ডন করে লেখা হয়েছে, ভিডিওটি রাজস্থানের জয়পুরের ২৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখে এক মশাল মিছিলের। জানানো হয়েছে, রাজস্থানের ঝালাওয়ারে স্কুল দুর্ঘটনায় যে শিশুরা মারা গিয়েছিল তাদের পরিবারকে ন্যায় দেওয়ার জন্য সেখানে বের হওয়া এক মশাল মিছিলের। 

নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেন্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, বিহারে নির্বাচন কমিশনের বিরুদ্ধে মশাল মিছিল দাবির নামে ভাইরাল ভিডিওটি আসলে রাজস্থানের এবং বিহার বিধানসভা নির্বাচনের সঙ্গে সম্পর্কিত নয়। এটি সেপ্টেম্বর মাসে রাজস্থানের ঝালাওয়ারে স্কুল দুর্ঘটনায় মারা যাওয়া শিশুদের বিচারের দাবিতে অনুষ্ঠিত একটি মশাল মিছিলের ভিডিও। 

Avatar

Title:রাজস্থানের ঝালাওয়ারে অনুষ্ঠিত মশাল মিছিলের পুরনো ভিডিওকে বিহারে নির্বাচনের কমিশনের বিরুদ্ধে মশাল মিছিলের দাবি করে শেয়ার

Fact Check By: Nasim Akhtar  

Result: False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *