২০২১ সালের জাপান ভুমিকম্পের পুরনো ভিডিও তাজিকিস্তানের দাবিতে ভাইরাল

False International

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে সেটিকে চীন-তাজিকিস্তান সীমান্তে হামলা দেওয়া ভূমিকম্পের দাবিতে শেয়ার করা হচ্ছে। পোস্টের ভিডিওতে দেখা যাচ্ছে বদ্ধ ঘরে সজ্জিত থাকা আলমারি, ফ্রিজ, ওয়াটার ফিলটার সহ বাকি সামান গুলো ভয়ঙ্করভাবে কাঁপছে এবং ফলে উপরে থাকা জিনিসগুলি সশব্দে পড়ে গেল।  

পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, “আজ চীন- তাজিকিস্তান সিমান্ত এলাকায় ৭.১ মাত্রার ভূমিকম্প হয়েছে। এ যেন রাসুল ﷺ এর বলে যাওয়া কেয়ামতের আগের সিরিজ ভূমিকম্প শুরু হলো। আল্লাহুম্মাগফিরলি। #earthquake #chaina #YaUkhthyBangla ।“ 

তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি এই দাবি ভুয়া এবং বিভ্রান্তিকর। ২০২১ সালের জাপান ভুমিকম্পের পুরনো ভিডিও চীন-তাজিকিস্তানের সাম্প্রতিক ভুমিকম্পের দাবি করে ভুয়া পোস্ট ভাইরাল করা হচ্ছে।   

ফেসবুক পোস্ট 

উল্লেখ্য, চলতি মাসের ২৩ তারিখে চীনের পশ্চিম সীমান্তে তাজিকিস্তানের কিছু অংশে ৬.৮ মাত্রার ভূমিকম্প অনুভুত হয়েছে। ভূমিকম্পের কেন্দ্রস্থলটি চীনের নিকটতম সীমান্ত থেকে প্রায় ৮২ কিলোমিটার দূরে। 

তথ্য যাচাই  

ভিডিওটির আসল উৎস খুঁজতে ভিডিওটিকে ইনভিড টুলের মাধ্যমে কিফ্রেমে ভাগ করে গুগল রিভার্স ইমেজ সার্চ করি। ফলে দেখতে পাই যে, Global News Network নামের একটি টুইটার প্রোফাইলে ভাইরাল ভিডিওটি ২০২১ সালের ১৩ ফেব্রুয়ারি তারিখে টুইট করা হয়েছে এবং ক্যাপশনে লেখা হয়েছে, “জাপানের উপকূলে ৭.২ মাত্রার বড় ভূমিকম্প আঘাত হেনেছে। টোকিও সহ বিশাল এলাকা জুড়ে কম্পন অনুভূত হয়েছে।“ 

এটিকে সুত্র ধরে ইউটিউবে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করি। ফলে, তুরস্কের সংবাদ সংস্থা ’TRT World Now’-এর চ্যানেলে ভাইরাল ভিডিওর উল্লেখ পাওয়া যায়। ভিডিওটি ১৩ ফেব্রুয়ারি,২০২১, তারিখে আপলোড করা হয়েছে এবং শিরোনামে লেখা হয়েছে, “জাপানের ফুকুশিমায় ৭.১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।“ ২০ সেকেন্ডের দীর্ঘ এই ভিডিওর ১১ সেকেন্ডের পর থেকে ভাইরাল ভিডিওটি দেখা যাবে।   

তুরস্কের ইংরেজি আন্তর্জাতিক সংবাদ চ্যানেল ’A News’-এর ফেসবুক পেজ থেকেও এই ভিডিওটি ১৩ ফেব্রুয়ারি,২০২১, তারিখে পোস্ট করা হয়েছে এবং ক্যাপশনের মাধ্যমে এটিকে জাপানের ভুমিকম্পের দৃশ্য বলে জানিয়েছে।

তথ্য ও প্রমানের ভিত্তিতে স্পষ্ট হয় ভিডিওটি সাম্প্রতিক তাজিস্কিস্তান ভুমিকম্পের সাথে সম্পর্কিত নয়। 

নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুয়া। ২০২১ সালের জাপান ভুমিকম্পের পুরনো ভিডিও চীন-তাজিকিস্তানের সাম্প্রতিক ভুমিকম্পের দাবি করে ভুয়ো পোস্ট ভাইরাল করা হচ্ছে।

Avatar

Title:২০২১ সালের জাপান ভুমিকম্পের পুরনো ভিডিও তাজিকিস্তানের দাবিতে ভাইরাল

Fact Check By: Nasim Akhtar 

Result: False


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *