
সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকে বিয়ের সাজে কনের তার প্রাক্তন প্রেমিকের সাথে দেখতে করতে যাওয়ার একটি ভিডিও বিশাল ভাইরাল হচ্ছে। দাবি করা হচ্ছে, বিয়ের মাত্র দুই ঘণ্টা আগে এক কনে তার প্রাক্তন প্রেমিকের সঙ্গে শেষবারের মতো দেখা করছেন।
ভিডিওতে দেখা যাচ্ছে, বন্ধুর সঙ্গে গিয়ে আবেগঘন অবস্থায় এক যুবতী প্রাক্তন প্রেমিকের সঙ্গে সাক্ষাৎ করেন। ভিডিওতে কনের বন্ধু বলেন, “তার নাম শ্রেয়া, সে আমার বন্ধু। সে আমাকে অনুরোধ করেছিল একবার তার প্রেমিকের সঙ্গে দেখা করার ব্যবস্থা করতে। পরিবারের চাপে সে তাকে বিয়ে করতে পারেনি। সাক্ষাৎ শেষে কনে চোখে জল নিয়ে গাড়িতে ফিরে আসে। বন্ধু তাকে জিজ্ঞেস করে, সে কি সিদ্ধান্ত বদলে প্রাক্তন প্রেমিকের সঙ্গে ফিরে যেতে চায়। কনে মুখে কোনো উত্তর না দিয়ে শুধু গাড়ি চালিয়ে যেতে বলে, যা ইঙ্গিত দেয় যে সে বিয়ের সিদ্ধান্তেই এগিয়ে যেতে চায়।
তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি ভিডিওটি কোনো বাস্তব ঘটনার নয়। এটি বিনোদন ও সচেতনতা তৈরির উদ্দেশ্যে বানানো একটি স্ক্রিপ্টেড ভিডিও।
তথ্য যাচাইঃ
ভিডিওর সত্যতা যাচাই করতে ভিডিওর কি ফ্রেমগুলোকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করি। আমরা দেখতে পাই, ভিডিওটি প্রথমে ইনস্টাগ্রামে @chalte_phirte098 অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছিল। এই অ্যাকাউন্টটি আরাভ মাভি পরিচালনা করেন। তিনি নিজেকে একজন কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচয় দিয়েছেন এবং একই ভিডিওটি ১৩ ডিসেম্বর ২০২৫ তারিখে শেয়ার করেছিলেন।

প্রোফাইলের বাইওতে লেখা হয়েছে,”ভাঙা হৃদয়ের যন্ত্রণাকে রূপ দিচ্ছি কালজয়ী গল্পে। প্রতিটি চূর্ণ হৃদয়েরই একটি গল্প আছে। তোমার গল্পটা আমার সঙ্গে ভাগ করে নাও।“
এরপর আমরা আরাভের প্রোফাইলে ১৬ ডিসেম্বর তারিখের একটি পোস্ট খুঁজে পাই। পোস্টটির ক্যাপশনে লেখা হয়েছে,“এই গল্পটি বাস্তব ঘটনার অনুপ্রেরণায় তৈরি। এটি শুধুমাত্র সচেতনতা ছড়ানো ও মানুষের হৃদয় স্পর্শ করার জন্য।“
পোস্টে তিনি ভাইরাল ভিডিওটি নিয়ে ব্যাখ্যা করে বলছেন,”আপনারা হয়তো একটি ভাইরাল ভিডিও দেখেছেন যেখানে আমি একটি দৃশ্য তৈরি করেছি একজন কনে বিয়ে থেকে পালিয়ে যাচ্ছে। অপ্রত্যাশিতভাবে ভিডিওটি ব্যাপকভাবে ভাইরাল হয়ে যায় এবং বিভিন্ন সংবাদমাধ্যমের নজর কাড়ে। বেশ কয়েকটি নিউজ চ্যানেল আমার সঙ্গে যোগাযোগ করে ইন্টারভিউ ও পডকাস্টে ভিডিওটির পেছনের গল্প জানতে চায়। আমার অনুগামীরা জানেন, আমি প্রায়ই বাস্তব জীবনের গল্প থেকে অনুপ্রেরণা নিই যেগুলো মানুষ নিজেরাই আমার সঙ্গে শেয়ার করেন। এই ভিডিওটির দৃশ্যটিও তেমনই একটি শেয়ার করা অভিজ্ঞতার ওপর ভিত্তি করে তৈরি, যার ফলেই হয়তো এটি এত জনপ্রিয় হয়েছে। ভিডিওটি প্রকাশের পর বিপুল সাড়া পাই এর সঙ্গে আসে অনেক ট্রোল ও মিম, যা আমাকে সত্যিই অবাক করেছে। আমার মনে হয় ভিডিওটির আবেগই মানুষের সঙ্গে গভীরভাবে সংযোগ স্থাপন করেছে, আর সেই কারণেই এটি এত বেশি শেয়ার হয়েছে। আবারও বলতে চাই, এই গল্পটি বাস্তব ঘটনার অনুপ্রেরণায় তৈরি। এর উদ্দেশ্য শুধুমাত্র সচেতনতা তৈরি করা এবং মানুষের হৃদয় ছুঁয়ে যাওয়া।“
নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, বিয়ের কয়েক ঘণ্টা আগে প্রাক্তন প্রেমিকের সঙ্গে কনের দেখা করতে যাওয়ার ভাইরাল ভিডিওটি কোনো বাস্তব ঘটনার নয়। এটি বিনোদন ও সচেতনতা তৈরির উদ্দেশ্যে বানানো একটি স্ক্রিপ্টেড ভিডিও।
Title:বিয়ের আগে প্রাক্তন প্রেমিকের সাথে প্রেমিকা কনের দেখা করতে যাওয়ার ভাইরাল ভিডিওটি স্ক্রিপ্টেড
Fact Check By: Nasim AkhtarResult: False

