২০২৫ সালের জুনে ফোর্ট ব্র্যাগের সামরিক প্রদর্শনীর ভিডিওকে ভেনেজুয়েলার কারাকাসে মার্কিন সামরিক হামলার দাবি করে শেয়ার

False International

৩ জানুয়ারি ২০২৬-এ মার্কিন যুক্তরাষ্ট্রের বাহিনী ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে হামলা চালিয়ে নিকোলাস মাদুরোকে আটক করে এবং তাকে মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়। তার সঙ্গে তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকেও আটক করা হয়েছে। মার্কিন প্রশাসনের দাবি, মাদুরোর বিরুদ্ধে মাদক পাচার, সন্ত্রাসবাদ এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এ কারণেই তাকে যুক্তরাষ্ট্রে এনে বিচারের মুখোমুখি করা হচ্ছে। এই প্রেক্ষাপটে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে একটি বহুতল ভবনের ছাদে হেলিকপ্টার থেকে সেনারা অবতরণ করছে। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে যে, এটি ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোকে আটকের সময়ের দৃশ্য।

ভিডিও পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,”মার্কিন যুক্তরাষ্ট্র ❎ মার্কিন জ/ঙ্গি রাষ্ট্র ✅ ট্রা*ম্প এই পৃথিবীর বাসযোগ্যতাকে হুমকির দিকে ঠেলে দিচ্ছে। মার্কিন জ/ঙ্গি রাষ্ট্রের ডেল্টা ফোর্স ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ও তার স্ত্রীকে আটক করেছে। এর পূর্বে গত রাতে রাজধানী কারাকাসে বিমান হামলা চালিয়েছিল। #terorist।“ 

তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি ২০২৫ সালের জুন মাসে উত্তর ক্যারোলিনার ফোর্ট ব্র্যাগে অনুষ্ঠিত একটি সামরিক মহড়ার ভিডিওকে ভুয়ো দাবির সাথে শেয়ার করা হচ্ছে। 

ফেসবুক পোস্ট 

তথ্য যাচাইঃ 

এই দাবির সত্যতা যাচাই করতে ভিডিওর কি ফ্রেমগুলোকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করি। ফলস্বরুপ, এই একই ভিডিও ‘shiezoli’ নামক ইউটিউব চ্যানেলে পেয়ে যায়। ১১ জুন,২০২৫, তারিখে আপলোড করা এই ভিডিওর শিরোনামে লেখা হয়েছে,”প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফোর্ট ব্র্যাগে পৌঁছান এবং বিশেষ বাহিনীর অপারেশন প্রদর্শনী প্রত্যক্ষ করেন।“ 

এই তথ্যকে মাথায় রেখে গুগল সার্চের মাধ্যমে “FOX NEWS’-এর উপস্থাপন পাওয়া যায়। ১১ জানুয়ারি,২০২৫, তারিখে করা এই পোস্টে জানানো হয়েছে- মার্কিন সেনাবাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্পের ভাষণের আগে উত্তর ক্যারোলিনার ফোর্ট ব্র্যাগে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর সদস্যরা অবতরণ করেন।

১০ জুন,২০২৫, তারিখে যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের জন্য আয়োজনকৃত অনুষ্ঠানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর ক্যারোলিনার ফোর্ট ব্র্যাগে উপস্থিত হয়েছিলেন এবং সেখানে তিনি সেনাবাহিনীর সদস্যদের সামনে একটি স্পেশাল ফোর্স (বিশেষ বাহিনী) অপারেশন প্রদর্শনীও পর্যবেক্ষণ করেছিলেন। 

নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে পৌঁছেছে যে, হেলিকপ্টার থেকে সেনাদের অবতরণের দৃশ্যটি কারাকাসে কোনো অভিযানের নয়। বরং এটি ২০২৫ সালের জুন মাসে উত্তর ক্যারোলিনার ফোর্ট ব্র্যাগে অনুষ্ঠিত একটি সামরিক প্রদর্শনীর ভিডিও।

Avatar

Title:২০২৫ সালের জুনে ফোর্ট ব্র্যাগের সামরিক প্রদর্শনীর ভিডিওকে ভেনেজুয়েলার কারাকাসে মার্কিন সামরিক হামলার দাবি করে শেয়ার

Fact Check By: Nasim Akhtar 

Result: False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *