
সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে সেটিকে বেজিং শহরে নববর্ষ উদযাপনের ভিডিও বলে দাবি করা। ২ মিনিট ৩৭ সেকেন্ডের এই ভিডিওতে একটি উঁচু টাওয়ারের মাথায় আলোকসজ্জা দেখা যাচ্ছে এবং নববর্ষের কাউন্টডাউন শোনা যাচ্ছে। আলোকসজ্জায় মাধ্যমে বিভিন্ন রকমের দৃশ্য দেখানো হচ্ছে এবং শেষে আতশবাজির চোখ ধাঁধানো দৃশ্যের মাধ্যমে ২০২২ লেখা ভেসে উঠছে।
পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে – নতুন বছরকে স্বাগত জানাতে বেজিংয়ের এই লেজার শো দেখে শুধু অবাক নয়, স্তম্ভিত হয়ে গেলাম!
তথ্য যাচাই করে আমরা জানতে পারি পোস্টের ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। চিনের কিংডাও শহরে নববর্ষ উদযাপনের ভিডিওকে বেজিং শহরের দৃশ্য দাবি করে ভুয়ো পোস্ট ভাইরাল করা হচ্ছে।
তথ্য যাচাই
এই দাবির সত্যতা যাচাই করতে আমরা ভিডিওটিকে ইনভিড টুলের মাধ্যমে কয়েকটি কি-ফ্রেমে ভেঙ্গে গুগলে রিভার্স ইমেজ সার্চ করি। চিনা সেন্ট্রাল টেলিভিশন নিউজ নেটওয়ার্কের অন্তর্গত সংবাদমাধ্যম ‘সিসিটিভি ভিডিও নিউজ এজেন্সি’-এর ইউটিউব চ্যানেলে ভাইরাল এই ভিডিওর অনুসন্ধান পাই। জানতে পারি এটি কিংডাও শহরের ঘটনা। ২ জানুয়ারি, ২০২২, তারিখে আপলোড করা এই ভিডিওর বিবরণ থেকে জানতে পারি নতুন বছরকে স্বাগত জানাতে পূর্ব চিনের শানডং প্রদেশের কিংডাও শহরে আলোক ও আতশবাজি প্রদর্শন করা হয়। স্পষ্ট হয়ে যায় এই ভিডিওর সাথে বেজিংয়ের কোনও সম্পর্ক নেই।
প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ এর মাধ্যমে কিংডাও শহরে অবস্থিত এই টাওয়ারের একটি ছবি খুঁজে বের করি। এই ছবি এবং ভাইরাল ভিডিওর মধ্যে হুবহু মিল লক্ষ্য করা যায়।

আরও নিশ্চিত হতে, আলোকসজ্জায় সাজানো এই টাওয়ারের ছবি খুঁজে দেখার চেষ্টা করি। সামাজিক যোগাযোগ মাধ্যম পিন্টারেস্টে এর অনুসন্ধান পাই যার সাথে ভাইরাল ভিডিওর হুবহু সাদৃশ্য দেখা যায়।

নিচে ভাইরাল ভিডিওর দৃশ্য এবং কিংডাও শহরের টাওয়ারের তুলনা দেওয়া হল।

এই একই ভিডিও ইংরেজি ভাষাতেও ভুয়ো দাবির সাথে ভাইরাল হয়। ফ্যাক্ট ক্রিসেন্ডো ইংরেজি তার সত্যতা যাচাই করে সেটিকে ভুল প্রমাণ করে। ফ্যাক্ট চেকটি পড়তে ক্লিক করুন এখানে।
নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেন্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুল ও ভিত্তিহীন। চিনের কিংডাও শহরে নববর্ষ উদযাপনের ভিডিওকে বেজিং শহরের দৃশ্য দাবি করে ভুয়ো পোস্ট ভাইরাল করা হচ্ছে।

Title:নববর্ষ উদযাপনের ভাইরাল ভিডিওটি চিনের কিংডাও শহরের, বেজিংয়ের নয়
Fact Check By: Nasim AResult: Partly False