
সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, তামিলনাড়ুর ছাত্র রিফাত ফারুকের তৈরি বিশ্বের সবচেয়ে ছোট স্যাটেলাইট নাসা থেকে উৎক্ষেপণ করা হল। পোস্টের ছবিতে দেখা যাচ্ছে গেরুয়া রঙের একই পোশাক পড়ে যুবক-যুবতীর একটি দল দাড়িয়ে রয়েছে। তাদের মুখে প্রসন্নতার ভাব রয়েছে।
পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে, “ভারত ইতিহাস তৈরি করেছে। তামিলনাড়ুর ১৮ বছর বয়সী ছাত্র রিফাত ফারুকের তৈরি বিশ্বের সবচেয়ে ছোট স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে ”NASA” গত ২২ তারিখে প্রাক্তন রাষ্ট্রপতি কালাম সাহেবকে সম্মান জানিয়ে এই স্যাটেলাইটের নামকরণ করা হয়েছে ‘কালামসাত’। এটির ওজন মাত্র ৬৪ গ্রাম। অথচ ভারতীয় মিডিয়া ‘কাশ্মীর ফাইল’ খেলায় ব্যস্ত…..।“
তথ্য যাচাই করে আমরা জানতে পারি পোস্টের দাবি ভুয়ো ও বিভ্রান্তিকর। ২০১৭ সালে তামিলনাড়ুর ছাত্র দ্বারা বিশ্বের সবচেয়ে ছোট স্যাটেলাইট নির্মাণের খবরকে সম্প্রতির ঘটনা দাবি করে বিভ্রান্তিকর পোস্ট ভাইরাল করা হচ্ছে।

তথ্য যাচাই
এই দাবির সত্যতা যাচাই করতে আমরা ছবিটিকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করি। ফলাফলে সংবাদ সংস্থা ‘এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (ANI)’-এর অফিশিয়াল টুইটার হ্যান্ডলে এই ছবির অনুসন্ধান পাওয়া যায়। ২০১৭ সালের ২২ জুন তারিখে শেয়ার করা একটি টুইটে এই এই ছবি দেখতে পাওয়া যায়। ক্যাপশনে লেখা হয়, চেন্নাই বিশ্বের সবচেয়ে ছোট স্যাটেলাইট তৈরি করা ছাত্ররা। ৬৪ গ্রাম ওজনের এই স্যাটেলাইটটি নাসা দ্বারা উৎক্ষেপণ করার পর আনন্দিত শিক্ষার্থীর দল।
দি ইন্ডিয়ান এক্সপ্রেসের ২৩ জুন, ২০১৭ তারিখের প্রকাশিত একটি প্রতিবেদনে এই খবরটি দেখতে পাই। প্রতিবেদন অনুযায়ী, তামিলনাড়ুর ১৮ বছর বয়সী ছাত্র রিফাত শারুক ও তার কয়েকজন সঙ্গী দ্বারা নির্মিত বিশ্বের সব চেয়ে ছোট স্যাটেলাইট উৎক্ষেপণ করলো নাসা। এই স্যাটেলাইটটির ওজন ৬৪ গ্রাম। প্রাক্তন রাষ্ট্রপতি এ পি জে আব্দুল কালামকে উৎসর্গ করে স্যাটেলাইটটির নাম রাখা হয়েছে কালামাসাত।

প্রতিবেদন | আর্কাইভ |
আন্তর্জাতিক সংবাদমাধ্যম ’সিজিটিএন’-এর ইউটিউব চ্যানেলে এই ঘটনা কেন্দ্রীক ভিডিও উপস্থাপনা খুঁজে পাই। ২০১৭ সালের ২৩ জুন তারিখের এই উপস্থাপনা শেয়ার করা হয় যেখানে একই কথা উল্লেখ করা হয়েছে। আরও জানা জানা যায়, এটি একটি ৩ডি প্রিন্টেড স্যাটেলাইট। এই প্রথম মহাকাশে ৩ডি প্রিন্টিং প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।
তথ্য প্রমানের ভিত্তিতে প্রমানিত হয় এই ঘটনাটি সত্যি কিন্তু সম্প্রতির নয়। ২০১৭ সালে ভারতীয় ছাত্র নির্মিত বিশ্বের সবচেয়ে ছোট স্যাটেলাইট উৎক্ষেপণ করে নাসা।
নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেন্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুল ও ভিত্তিহীন। ২০১৭ সালে তামিলনাড়ুর ছাত্র দ্বারা বিশ্বের সবচেয়ে ছোট স্যাটেলাইট নির্মাণের খবরকে সম্প্রতির ঘটনা দাবি করে বিভ্রান্তিকর পোস্ট ভাইরাল করা হচ্ছে।

Title:তামিলনাড়ুর ছাত্র দ্বারা নির্মিত বিশ্বের সবচেয়ে ছোট স্যাটেলাইট ২০১৭ সালে উৎক্ষেপণ করে নাসা
Fact Check By: Nasim AResult: Missing Context