
সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি গ্রাফিক্স শেয়ার করে দাবি করা হচ্ছে, বলিউড তারকা টাইগার শ্রফ ও তারা সুতারিয়া ইসলাম ধর্ম গ্রহন করলেন। টাইগার শ্রফ ও তারা সুতারিয়ার তিনটি ছবি যুক্ত এই কোলাজে তাদের দুজনকে এক দারগাহতে দাড়িয়ে শ্রদ্ধা জ্ঞাপন করতে দেখা যাচ্ছে। এই কোলাজের ওপর লেখা হয়েছে, “আলহামদুলিল্লাহ টাইগার শ্রফ ও তারা সুতারিয়া ইসলাম ধর্ম গ্রহন করেছেন।”
পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, “ইন্ডিয়ার নায়ক টাইগার জ্যাকি শ্রফ মুসলমান হয়েছেন, মাশাআল্লাহ, মাশাআল্লাহ।”
তথ্য যাচাই করে আমরা জানতে পারি পোস্টের দাবি ভুয়ো ও বিভ্রান্তিকর। তারকদ্বয় অভিনীত চলচিত্র হিরোপান্থি ২-এর মুক্তির আগে মুম্বাইয়ের মাহিম দারগাহ পরিদর্শনের ছবিকে ভুয়ো দাবির সাথে শেয়ার করা হচ্ছে।

উল্লেখ্য, হিরপান্তি ছবির দ্বিতীয় পার্ট সিনেমা হল হিরোপান্থি ২ যা আহমেদ খান দ্বারা পরিচালিত। ছবিতে নায়কের ভূমিকায় অভিনয় করেছেন অভিনেতা টাইগার শ্রফ এবং নায়িকার ভূমিকায় অভিনয় করেছেন অভিনেত্রী তারা সুতারিয়া।
তথ্য যাচাই
এই দাবির সত্যতা যাচায় করতে আমরা গুগলে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করি। ফলাফলে খুব সহজেই এই ছবির আসল তথ্য খুঁজে পাই। সংবাদমাধ্যম নিউজ ১৮-এর প্রতিবেদনে এর অনুসন্ধান পাওয়া যায়। প্রতিবেদন অনুযায়ী, তাদের হিরোপান্থি ২ ছবির মুক্তির আগে টাইগার শ্রফ ও তারা সুতারিয়া মুম্বাইয়ের বাবুলনাথ মন্দির ও মাহিম দারগাহ পরিদর্শন করে সেখানে প্রার্থনা করেন।

টাইমস অফ ইন্ডিয়া মালিকাধীন বলিউড গসিপ কেন্দ্রিক ইন্সতা পেজ ’ই-টাইমস’-এ টাইগার শ্রফ ও তারা সুতারিয়ার দারগাহ পরিদর্শনের ভিডিও শেয়ার করে জানিয়েছেন, হিরোপান্থি ২ ছবির অভিনেতা টাইগার শ্রফ ও অভিনেত্রী তারা সুতারিয়া আশীর্বাদ নিতে মাহিম দারগাহতে যাই।
তারকাদ্বয়ের দারগাহ পরিদর্শন সংক্রান্ত একটি উপস্থাপনা এনডিটিভি-এর ইউটিউব চ্যানেলে পাওয়া যায়। ভিডিও প্রতিবেদনটি নিচে দেওয়া হল।
তথ্য ও প্রমানের ভিত্তিতে প্রমানিত হয় টাইগার শ্রফ ও তারা সুতারিয়া মুসলিম ধর্ম গ্রহন করেনি। টাইগার শ্রফ ও তারা সুতারিয়া অভিনীত হিরোপান্থি ২ মুক্তির আগে দারগাহ পরিদর্শনের ছবিকে ভুয়ো দাবির সাথে ভাইরাল করা হচ্ছে।
নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেন্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুল ও ভিত্তিহীন। তারকদ্বয় অভিনীত চলচিত্র হিরোপান্থি ২-এর মুক্তির আগে মুম্বাইয়ের মাহিম দারগাহ পরিদর্শনের ছবিকে ভুয়ো দাবির সাথে শেয়ার করা হচ্ছে।

Title:বলিউড তারকা টাইগার শ্রফ ও তারা সুতারিয়ার ইসলাম গ্রহণের খবরটি ভুয়ো
Fact Check By: Nasim AResult: False