ট্রাফিক নিয়ম ভঙ্গ না করে রাস্তায় সুশৃঙ্খল ভাবে দাঁড়িয়ে থাকা যানবাহনের ছবিটি মিজোরামের

False Social

এক রাস্তায় সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা অনেকগুলো গাড়ির একটি ছবি সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে সেটিকে উত্তর ২৪ পরগণা জেলার হাবড়ার শহরের দৃশ্য বলে দাবি করা হচ্ছে। ছবিতে অনেকগুলো গাড়ি রাস্তার বামদিকে শান্ত সুশৃঙ্খলভাবে দাড়িয়ে রয়েছে এবং বিপথগামী রাস্তাটি ফাঁকা থাকা সত্ত্বেও কোন যানবাহন ট্রাফিক নিয়ম ভঙ্গ না করে ওই রাস্তায় চলাচল করছে না। 

পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,”আমাদেরক হাবড়া এর রাস্তার দৃশ্য!!  নগরঊখড়া মোড়ের থেকে জিরাট রোড পর্যন্ত এতো ট্রাফিক থাকা সত্ত্বেও কেউ কাউকে ওভারটেক করছে না।। কতো সুন্দর ডিসিপ্লিন!!“ 

তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি পোস্টের দাবিটি ভুয়ো ও বিভ্রান্তিকর। ট্রাফিক নিয়ম মেনে রাস্তায় সুশৃঙ্খল ভাবে দাঁড়িয়ে থাকা যানবাহনের সুন্দর এই ছবিটি মিজোরামের। 

ফেসবুক পোস্ট আর্কাইভ 

তথ্য যাচাইঃ 

পোস্টের ছবিটির কমেন্ট সেকশনে অনেকেই ছবিটিকে মিজোরাম রাজ্যের বলে জানিয়েছেন যেখানে ছবিটির পোস্টকর্তা ছবিটিকে পশ্চিমবঙ্গের হাবড়ার বলে জানিয়েছে। এই ছবির আসল উৎস খুঁজতে ছবিটিকে গুগল রিভার্স ইমেজ সার্চ করতেই মুখ্যধারার বিভিন্ন প্রতিবেদনে এই ছবি কেন্দ্রিক প্রতিবেদন পেয়ে যায়। “হিন্দুস্তান টাইমস” এর প্রতিবেদন অনুযায়ী, বেঙ্গালুরুর এক আইপিএস অফিসার মিজোরাম ট্রাফিকের এই ছবি বেঙ্গালুরুবাসীদের জন্য উদাহরণ হিসেবে শেয়ার করেছেন বলে জানানো হয়। 

প্রতিবেদন আর্কাইভ 

“নিউজ১৮ হিন্দি”র প্রতিবেদনে লেখা হয়েছে- এই ছবিটি মিজোরামের যানজটে মানুষের শৃঙ্খলা এবং ধৈর্য প্রদর্শিত করছে। 

প্রতিবেদন আর্কাইভ 

অন্যান্য (দি ইন্ডিয়ান এক্সপ্রেস, ইন্ডিয়া টাইমস, টাইমস নাও)  প্রতিবেদনেও ছবিটিকে মিজোরামের বলে জানানো হয়েছে। 

‘সন্দীপ আহলাওয়াত’ নামের এক টুইটার ব্যাবহারকারি সর্বপ্রথম ছবিটি ২০২২ সালের ১ মার্চ তারিখে টুইট করেছিলেন এবং লিখেছিলেন,” আমি এই ধরনের শৃঙ্খলা শুধুমাত্র মিজোরামেই দেখেছি। কোনো অভিনব গাড়ি নেই, কোনো বড় অহংকার নেই, কোনো রাস্তার রাগ নেই, কোনো হর্নিং নেই এবং তুমি জানো না আমার বাবা কে…. কেউ তাড়াহুড়ো করছে না… চারিদিকে শান্ত ও নির্মলতা…।“ 

‘সন্দীপ আহলাওয়াত’-এর এই ছবিকে শিল্পপতি ‘আনান্দ মাহিন্দ্র’ রিটুইট করে লিখেছিলেন,” কি একটি অদ্ভুত ছবি। এমনকি একটি যানবাহনও রাস্তার উপর দিয়ে বিপথগামী নয়। অনুপ্রেরণামূলক, একটি শক্তিশালী বার্তা সহ। আমাদের জীবনের মান উন্নত করা আমাদের উপর নির্ভর করে। নিয়ম মেনে চলুন… মিজোরামের জন্য একটি বড় অভিবাদন।“ 

নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি বিভ্রান্তিকর। ট্রাফিক নিয়ম মেনে রাস্তায় সুশৃঙ্খল ভাবে দাড়িয়ে থাকা যানবাহনের সুন্দর এই ছবিটি মিজোরামের। 

Avatar

Title:ট্রাফিক নিয়ম ভঙ্গ না করে রাস্তায় সুশৃঙ্খল ভাবে দাঁড়িয়ে থাকা যানবাহনের ছবিটি মিজোরামের

Written By: Nasim Akhtar 

Result: False


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *