
সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে সোনালি রঙের নরেন্দ্র মোদীর মূর্তির একটি ভিডিও বেশ ভাইরাল হচ্ছে। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে যে, মুসলিম দেশ সৌদি আরবে তৈরি হল সোনা দিয়ে তৈরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মূর্তি। ২৮ সেকেন্ডের এই ভিডিও ক্লিপে সোনালি রঙের নরেন্দ্র মোদীর একটি প্রতিমাকে একটি বিন্দুকে কেন্দ্র করে ঘুরতে দেখা যাচ্ছে।
ক্যাপশনে লেখা হয়েছে,” লোকে মোমের মুরতি তৈরি করে কিন্তু সৌদি আরব মুসলিম দেশে মোদীর সোনার মুরতি বানিয়ে দিয়েছে , আর এখানকার দেশদ্রোহী লোকের শুকনো লঙ্কার গুরো লাগার মতো জ্বলছে।“
তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি পোস্টের দাবিটি ভুয়ো ও বিভ্রান্তিকর। ২০২২ গুজরাট বিধানসভা নির্বাচনে বিজেপির বিজয়ের স্মরণে ১৮ ক্যারেট সোনায় তৈরি ১৫৬ গ্রাম ওজনের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আবক্ষ মূর্তির ভিডিওকে বিভ্রান্তিকর দাবির সাথে শেয়ার করা হচ্ছে।
তথ্য যাচাই
ভাইরাল এই ভিডিওর সত্যতা যাচাই প্রক্রিয়া আমরা গুগলে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চের মাধ্যমে শুরু করি। ফলে, মুখ্যধারার বিভিন্ন প্রতিবেদনে এই ভিডিওর উল্লেখ পেয়ে যায়।
সংবাদমাধ্যম ‘এবিপি’-এর ২১ জানুয়ারি,২০২৩, তারিখের প্রতিবেদন অনুযায়ী, সোনা দিয়ে তৈরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই মূর্তিটি গুজরাটের জুয়েলারি তৈরির ফার্মের (রাধিকা চেইন) মালিক বাসান্ত বোহরা বানিয়েছেন। ২০২২ গুজরাট বিধানসভা নির্বাচনে ১৮২ সিটের মধ্যে ১৫৬টি সিটে বিজেপির বিজয়ের স্মরনে ১৮ ক্যারেট সোনায় তৈরি ১৫৬ গ্রাম ওজনের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই মূর্তি তৈরি করেছিলেন বাসান্ত বোহরা। কারখানায় এই আবক্ষ মূর্তিটি তৈরি করতে প্রায় ২০ জন কারিগরের প্রায় তিন মাস সময় লেগেছিল। বাসান্ত বোহরা সংবাদমাধ্যমকে জানিয়েছিল,” আমি নরেন্দ্র মোদীর একজন ভক্ত এবং তাকে শ্রদ্ধা জানাতে কিছু করতে চেয়েছিলাম। আমাদের কারখানায় এই আবক্ষ মূর্তিটি তৈরি করতে প্রায় ২০ জন কারিগরের প্রায় তিন মাস সময় লেগেছে। আমি চূড়ান্ত ফলাফলে সন্তুষ্ট। কোন মূল্য ট্যাগ নেই কারণ এটি এখন বিক্রির জন্য নয়।“

এবিপি প্রতিবেদন | আর্কাইভ |
এনডিটিভির প্রতিবেদনে শিরোনামে লেখা হয়েছে,” বিজেপির গুজরাট জয় উদযাপন করতে সুরাত জুয়েলার্স প্রধানমন্ত্রীর সোনার আবক্ষ খোদাই করে।“

ANI-এর ভিডিও উপস্থাপনটি নীচে দেখুনঃ
ফ্যাক্ট ক্রিসেণ্ডো গুজরাট-এর প্রতিনিধি রাধিকা চেইনের মালিক, যিনি মূর্তিটি তৈরি করেছিলেন তার সাথে কথা বলেছেন। তিনি আমাদের জানিয়েছে,” এই মূর্তি আমাদের তৈরি। এখন আমরা তা বিক্রি করেছি। ইহা একজন ভারতীয় ব্যক্তিকে বিক্রয় করা হয়েছে। সৌদির কাছে কখনই বিক্রি করা হয়নি। পোস্টের দাবিটি মিথ্যা।”
নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি বিভ্রান্তিকর। ২০২২ গুজরাট বিধানসভা নির্বাচনে বিজেপির বিজয়ের স্মরণে ১৮ ক্যারেট সোনায় তৈরি ১৫৬ গ্রাম ওজনের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আবক্ষ মূর্তির ভিডিওকে বিভ্রান্তিকর দাবির সাথে শেয়ার করা হচ্ছে।

Title:সৌদি আরবে বসানো হল প্রধানমন্ত্রী মোদীর সোনার আবক্ষ ? জানুন ভাইরাল ভিডিওর সত্যতা
Written By: Nasim AkhtarResult: False