
চলতি মাসের ৮ তারিখে মরক্কোতে ৬.৮ মাত্রার একটি বিশাল ভূমিকম্প আঘাত হেনেছিল যার দরুন ২০০০ জনেরও বেশি মানুষ প্রান হারিয়েছে এবং বেশ কয়েকটি এলাকা মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মারাকেশ শহরের দক্ষিণ-পশ্চিমে হাই এটলাস পর্বতমালা। এই প্রসঙ্গে অনেক ছবি, ভিডিও সোশ্যাল মিডিয়াই ভাইরাল হচ্ছে। আমাদের এক পাঠক আমাদের ফ্যাক্টলাইন নম্বর ৯০৪৯০৫৩৭৭০-এ মরক্কো ভুমিকম্পের একটি ভিডিও সত্যতা যাচাইয়ের জন্য পাঠিয়েছেন। ভিডিওটি শেয়ার করে দাবি করা হয়েছে, মরক্কো ভুমিকম্পের সময় একটি বহুতল ভবন ধসে পড়ার ভিডিও।
তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি পোস্টের দাবিটি ভুয়ো ও বিভ্রান্তিকর। বহুতল ভবন ধ্বসের এই ভিডিওটি সাম্প্রতিক মরক্কো ভুমিকম্পের সাথে সম্পর্কিত নয়।

তথ্য যাচাই
এই ভিডিওর আসল উৎস খুঁজতে ভিডিওর কি ফ্রেমকে গুগল রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, হুবহু এই ভিডিওটি এক টুইটার প্রোফাইলে পাওয়া যায়। Adanacity নামের টুইটার প্রোফাইল থেকে ভিডিওটি ১২ ফেব্রুয়ারি,২০২৩, তারিখে আপলোড করা হয়েছে। তুর্কিশ ভাষায় লেখা ক্যাপশনে বলা হয়,”আদানার চুকুরোভা জেলায়, গুন্ডোগদু কলেজের বিপরীতে কুবিলে অ্যাপার্টমেন্ট বিল্ডিং, যার অর্ধেক দ্বিতীয় ভূমিকম্পে ধ্বংস হয়ে গিয়েছিল, নিয়ন্ত্রিত পদ্ধতিতে ভেঙে ফেলা হয়েছিল।‘
এখান থেকে স্পষ্ট হয়ে যায় যে, ভিডিওটি সম্প্রতির নয়, সাত মাস পুরনো এবং সাম্প্রতিক মরক্কো ভুমিকম্পের সাথে সম্পর্কিত নয়।
উপরোক্ত তথ্য মাথায় রেখে গুগল সার্চের মাধ্যমে জানতে পারি চলতি বছরের ফেব্রুয়ারি মাসে তুরস্ক এবং সিরিয়া জুড়ে ৭.৮ মাত্রার একটি ভূমিকম্প ৫০ হাজার জনেও বেশি প্রান কেড়েছিল।
তুরস্কের সংবাদ প্রতিবেদন অনুযায়ী, তুরস্কের আদানার কুকুরোভা জেলায় অবস্থিত বহুতল এই ভবনটি ফেব্রুয়ারির ভুমিকম্পে ক্ষতিগ্রস্থ হয়েছিল যা মানুষের থাকার উপযোগী ছিল না। তাই এই ভবনটি নিয়ন্ত্রিতভাবে ধ্বংস করা হয়েছিল। নিয়ন্ত্রিত ভাবে বহুতল বিল্ডিং ধ্বংস প্রত্যক্ষ করতে শত শত মানুষের ভিড় জমা হয়েছিল।

অন্য প্রতিবেদনেও একই কথা জানানো হয়েছে। প্রতিবেদনগুলো দেখুন এখানে, এখানে
নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি বিভ্রান্তিকর। ফেব্রুয়ারি মাসে তুরস্ক-মরক্কো ভুমিকম্পে ক্ষতিগ্রস্থ বহুতল ভবন নিয়ন্ত্রিতভাবে ভেঙ্গে ফেলার ভিডিওকে সাম্প্রতিক মরক্কো ভূমিকম্পের আবহে শেয়ার করা হচ্ছে।

Title:তুরস্কে নিয়ন্ত্রিতভাবে বহুতল ধ্বংসের পুরনো ভিডিও সম্প্রতি মরক্কো ভুমিকম্পের আবহে শেয়ার
Written By: Nasim AkhtarResult: False