সম্প্রতি আশীর্বাদ ব্র্যান্ডের আটার প্যাকেট নিয়ে একটি পোস্ট ফেসবুকে বেশ ঘুরপাক খাচ্ছে। আশীর্বাদ আটার প্যাকেতের ছবি সম্বলিত এই পোস্টে দাবি করা হচ্ছে, হালাল লোগো যুক্ত আশীর্বাদ আটা ভারতে বিক্রি করা হচ্ছে। ছবিতে আশীর্বাদ আটার প্যাকেটে হালাল লোগো দেখা যাচ্ছে যাকে লাল সার্কেল দিয়ে চিহ্নিত করা রয়েছে।

পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,”হালাল আটা তোমরা খাবে আর হিন্দুরা দশ বিশ টাকা হালাল ট্যাক্স বেশি দেব কেন??।“

তথ্য যাচাই করে আমরা পেয়েছি দাবিটি বিভ্রান্তিকর। হালাল লোগো যুক্ত আশীর্বাদ আটা প্যাকেটটি পুরানো রপ্তানিযোগ্য প্যাকেট এবং এটি ভারতীয় বাজারের জন্য ছিল না।

ফেসবুক পোস্ট আর্কাইভ

উল্লেখ্য, হালাল পন্য সেই খাবার গুলোকে বলা হয় যেগুলো ইসলামি নিয়ম মেনে তৈরি। প্রক্রিয়াকরণে কোনও হারাম উপকরণ বা পদ্ধতি ব্যবহার করা হয় না। একটি পণ্যে হালাল লোগোর উপস্থিতি ভোক্তাকে এই নিশ্চয়তা দেয় যে মুসলমানরা তা গ্রহণ করতে পারে।

তথ্য যাচাইঃ

এই দাবির সত্যতা যাচাই করতে আমরা প্রথমে গুগলে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চ করি। ফলে, ITC Limited-এর একটি এক্স (টুইটার) পোস্ট পাই। ২০২৩ সালের ১ ডিসেম্বরে করা এই পোস্টে অন্য এক পোস্টের প্রতি উত্তরে জানিয়েছিলেন- হালাল লোগো যুক্ত আশীর্বাদ আটা প্যাকেটটি পুরানো রপ্তানিযোগ্য প্যাকেট এবং এটি ভারতীয় বাজারের জন্য ছিল না।

ITC Cares-এর অন্য এক এক্স পোস্টে হালাল লোগো যুক্ত আটার প্যাকেট সম্পর্কিত ভাইরাল দাবিটিকে খণ্ডন করে লেখা হয়েছে,”ভারতে হালাল লোগো যুক্ত আশীর্বাদ আটা প্যাক বিক্রি হচ্ছে দাবি করা পোস্টটি বিভ্রান্তিকর এবং মিথ্যা। এই প্যাকেটটি একটি রপ্তানিযোগ্য প্যাকেট যা এমন একটি দেশে বিক্রি করা হয় যেখানে হালাল লোগোর উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে। দয়া করে এই ধরনের গুজবের শিকার হবেন না।“

এক্স পোস্ট আর্কাইভ

ITC কোম্পানি ২০২২ সালের মে মাসে ‘আশীর্বাদ আটা’ চালু করার মাধ্যমে ব্র্যান্ডেড আটার বাজারে প্রবেশ করে। আমরা মাল্টিগ্রেন যুক্ত আশীর্বাদ আটার প্যাকেট পর্যবেক্ষণ করি এবং দেখতে পাই ভারতের বাজারে বিক্রিত আশীর্বাদ আটার প্যাকেটে হালাল লোগো নেই।

নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, ভারতের বাজারে হালাল লোগো যুক্ত আশীর্বাদ আটা বিক্রি করেছে আইটিসি কোম্পানি দাবিটি মিথ্যা। ভারতের বাজারে বিক্রিত আশীর্বাদ আটার প্যাকেটে হালাল লোগো নেই। হালাল লোগো যুক্ত আশীর্বাদ আটা প্যাকেটটি পুরানো রপ্তানিযোগ্য প্যাকেট এবং এটি ভারতীয় বাজারের জন্য ছিল না।

Avatar

Title:ভারতের বাজারে বিক্রিত আশীর্বাদ আটার প্যাকেটে হালাল লোগো নেই

Fact Check By: Nasim Akhtar

Result: False