মোদী হায় হায় স্লোগান দেওয়ার ভাইরাল ভিডিওটি সম্পাদিত

Altered Political

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ছবি শেয়ার দাবি করা হচ্ছে, বারাণসীতে মোদী বিরোধী স্লোগান দেওয়া হচ্ছে। ২৬ সেকেন্ডের এই ভিডিওতে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাতের শহরের রাস্তায় হাঁটছে এবং তাদের পাশেই ভিড় করে ভিড় জমিয়ে দাড়িয়ে রয়েছে অনেক লোক। ভিডিওতে হায় হায় মোদী স্লোগান শোনা যাচ্ছে। পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে, “মোদী হায় হায়…. উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনের প্রচারে ধ্বনি উঠল গো ব্যাক মোদী।”     

তথ্য যাচাই করে আমরা জানতে পারি পোস্টের দাবি ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। মোদী মোদী স্লোগান দেওয়ার ভিডিওকে সম্পাদিত করে ভুয়ো দাবির সাথে ভাইরাল করা হচ্ছে।

ফেসবুক পোস্ট 

উল্লেখ্য, চলতি মাসের ১৩ তারিখ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশের বারাণসী বিধানসভার ভোটের প্রচারে গিয়েছিলেন। সেখানে তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সাথে বারাণসী সহ বেশ কয়েকটি জায়গা পরিদর্শন করেন। 

তথ্য যাচাই 

এই দাবির সত্যতা যাচাই করতে আমরা প্রথমে ইউটিউবে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করি। ফলাফলে, মুখ্যধারার বিভিন্ন বিভিন্ন সংবাদ মাধ্যমের ইউটিউভ চ্যানেলে প্রধানমন্ত্রীর এই পরিদর্শনের ভিডিও পাওয়া যায়। সংবাদমাধ্যম ‘এবিপি নিউজ হিন্দি’-এর চ্যানেলের ১৪ ডিসেম্বর তারিখের ভিডিও প্রতিবেদন থেকে জানতে পারি ভিডিওটি কাশি শহরের। প্রধানমন্ত্রী বারাণসী ট্রেন স্টেশনে যাচ্ছিলেন। প্রতিবেদনের এই ভিডিওতে মোদী মোদী স্লোগান শোনা যাচ্ছে। সংবাদ উপস্থাপকও মোদী মোদী স্লোগান দেওয়ার কথা উল্লেখ করেন। 

সংবাদমাধ্যম ‘আজতাক’-এর ইউটিউব চ্যানেলে থেকে শেয়ার করা ১৪ ডিসেম্বর তারিখের মোদীর এই পরিদর্শনের ভিডিও প্রতিবেদন থেকেও একই কথা জানতে পারি। এই ভিডিওতেও মোদী মোদী স্লোগান স্পষ্ট শোনা যাচ্ছে।

সাংবাদিক ‘রোহান দুয়া’ এই একই ভিডিও শেয়ার করে জানান প্রধানমন্ত্রী মোদী এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বারাণসীর রাস্তায় পরিদর্শনে বেরিয়েছেন। রাস্তার প্রতিটি কোণ থেকে সেলফি তুলেছেন স্থানীয়রা। 

নীচে ভাইরাল ভিডিও ও আসল ভিডিওর তুলনা দেওয়া হলঃ 

এই একই দাবি হিন্দি ভাষাতেও ভুয়ো দাবির সাথে ভাইরালা করা হয়েছে। ফ্যাক্ট ক্রিসেন্ডো হিন্দি তার তথ্য যাচাই করে সেটিকে ভুয়ো প্রমাণ করে। ফ্যাক্ট চেক্টটি পড়ুন এখানে। 

নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেন্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুল ও ভিত্তিহীন। মোদী মোদী স্লোগান দেওয়ার ভিডিওকে সম্পাদিত করে ভুয়ো দাবির সাথে ভাইরাল করা হচ্ছে

Avatar

Title:মোদী হায় হায় স্লোগান দেওয়ার ভাইরাল ভিডিওটি সম্পাদিত

Fact Check By: Nasim A 

Result:Altered