
সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়কত্ব ছাড়লেন বাবর আজম। পোস্টের ছবিতে পাকিস্তানের জার্সিতে বাবর আজম ও সাদাব খানকে দেখা যাচ্ছে।
পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, “ব্রেকিং নিউজ 🚨 অস্ট্রেলিয়া T-20 বিশ্বকাপের শেষ ম্যাচ খেলে পাকিস্তান ক্রিকেট টিম অধিনায়কত্ব আনুষ্ঠানিক ছাড়ার ঘোষণা দিয়েছেন বাবর আজম। পাকিস্তান ক্রিকেট টিমের পরবর্তী অধিনায়ক হতে যাচ্ছে সাদাব খান। বর্তমানে তিনি ভাইস ক্যাপ্টেন হিসাবে আছে “
তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি এই দাবি ভুয়ো এবং বিভ্রান্তিকর। বাবর আজমের অধিনায়কত্ব ছাড়ার খবরটি সত্য নয়।

উল্লেখ্য, ১৬ অক্টোবর তারিখে শুরু হয়েছে টি২০ ক্রিকেট বিশ্বকাপ। এবারের এই বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে অস্ট্রেলিয়ার ময়দানে। মোট ১৬ টি দল অংশগ্রহণ করেছে টি২০ বিশ্বকাপ খেতাব জয়ের লক্ষ্যে। এই প্রতিযোগিতায় পাকিস্তান দল বাবর আজমের অধিনায়কত্বে তার প্রথম ম্যাচ খেলেছিল ২৩ অক্টোবর তারিখে ভারতের বিরুদ্ধে। প্রথম ম্যাচেই হারের সম্মুখীন হতে হয়েছিল পাকিস্তান দলকে। ৪ উইকেটে হাতে রেখে এই ম্যাচ জয় লাভ করেছে ভারত। পাকিস্তানের দ্বিতীয় ম্যাচ হয়েছিল জিম্বাবোয়ে দলের বিরুদ্ধে এবং সেই ম্যাচেও হারের সম্মুখীন হতে হয় তাদের। পাকিস্তান দল তার তৃতীয় এবং এখন অবধি এই প্রতিযোগিতার শেষ ম্যাচ খেলেছে নেদারল্যান্ডের বিরুদ্ধে এবং ৬ উইকেটে এই ম্যাচ জয় লাভ করে পাকিস্তান। পর পর এই তিন ম্যাচে পাকিস্তান দলের অধিনায়ক বাবর আজমের স্কোর যথাক্রমে- ০(১), ৪(৯), ৪(৫)। তার এই খারাপ ফর্ম দেখে প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার কামরান আকমাল ও ইউনুস খান তাকে অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার মন্তব্য করেছেন।
তথ্য যাচাই
এই দাবির সত্যতা যাচায় করতে আমরা প্রথমে গুগলে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করি। ফলে কোন সংবাদ মাধ্যমেই পাকিস্তানের জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক পরিবর্তন সংক্রান্ত কোন খবর খুঁজে পাওয়া যায় না।
আমরা পাকিস্তান ক্রিকেট বোর্ডের বিভিন্ন সোশ্যাল মিডিয়া ( টুইটার, ফেসবুক, ইন্সতাগ্রাম) প্রোফাইলেও বাবর আজমের অধিনায়কত্ব ছেড়ে দেওয়া কেন্দ্রিক এবং কোন পোস্টই খুঁজে পায়না।
ভাইরাল এই ফেসবুক পোস্টটি শেয়ার করা হয়েছে ২৮ অক্টোবর,২০২২ তারিখে। পাকিস্তান শেষ ম্যাচ খেলেছে ৩০ অক্টোবর তারিখে নেদারল্যান্ডের বিরুদ্ধে। এই ম্যাচটি ৬ উইকেটে জয় লাভ করেছিল পাকিস্তান দল। পাকিস্তানের এই ম্যাচ খেলা হয়েছিল বাবর আজমের অধিনায়কত্বে। এখান থেকে স্পষ্ট হয়ে যায়, বাবর আজমের অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার খবরটি সত্য নয়।
ম্যাচ শেষে বাবর আজমের সাক্ষাৎকার ভিডিওতে তার অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার সম্বন্ধে কিছু বলতে দেখা যাইনি।
উপরোক্ত যুক্তি ও তথ্যের ভিত্তিতে স্পষ্ট হয়ে যায়, বাবর আজমের পাকিস্তান দলের অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার এবং সাদাব খানের নতুন অধিনায়ক হওয়ার খবরটি ভুয়ো।
নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিস্যান্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুয়ো ও ভিত্তিহীন। বাবর আজমের অধিনায়কত্ব ছাড়ার খবরটি সত্য নয়।

Title:পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়কত্ব ছাড়লেন বাবর আজম ? জানুন ভাইরাল দাবির সত্যতা
Fact Check By: Nasim AkhtarResult: False