বাংলাদেশে সরকার অভ্যুত্থানের পর থেকেই প্রতিবেশী দেশের পরিস্থিতি নিয়ে এপার বাংলায় শেয়ার করা হচ্ছে অনেক ছবি, ভিডিও পোস্ট। সম্প্রতি একটি ভিডিও পোস্ট শেয়ার করে দাবি করা হচ্ছে যে বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদে সনাতনীরা মিছিল বের করেছেন। ৩৯ সেকেন্ডের এই ভিডিও ক্লিপে জনগণের একটি বিশাল ভিড়কে পুরো রাস্তা জুড়ে ‘শেখ হাসিনা’ স্লোগান দিতে দিতে এগিয়ে যেতে দেখা যাচ্ছে। ভিড়ের সবাইকে গেরুয়া পোশাক পরে থাকতে দেখা যাচ্ছে।

ভাইরাল এই ফেসবুক পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,”গেরুয়া ঝড় এবার বাংলাদেশে ও শুরু হল💪🏻 সনাতনীরা সারা বিশ্বে জাগতে শুরু করেছে, আর কতটা সময় নিজের দেশ নিজের ভিটামাটি ছেড়ে পালাবো, ধৈর্য্যের বাধ শেষ হয়ে গেলে নিজের আপনজনকে ও কেউ ছাড়ে ।“

তথ্য যাচাই করে আমরা পেয়েছি দাবিটি মিথ্যা। ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে শেখ হাসিনার পার্টি আওয়ামী লীগের ছাত্র সংগঠন দ্বারা মুজিবুর রহমান এবং শেখ ফাজিলাতুন নেছা মুজিব স্মরনে আয়োজিত সমাবেশের ভিডিওকে বিভ্রান্তিকর দাবির সাথে শেয়ার করা হচ্ছে।

ফেসবুক পোস্ট

তথ্য যাচাইঃ

এই দাবির সত্যতা যাচাই করতে ভিডিওর কি ফ্রেমগুলোকে গুগল রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে একটি ফেসবুক পোস্ট খুঁজে পাই যেখানে এই সমাবেশের বেশ কয়েকটি খণ্ডচিত্র পাওয়া যায়। ২০২৩ সালের ১ সেপ্টেম্বরে করা এই পোস্টটি আওয়ামী লীগের নেতা ও সাবেক সংসদ ফাহমি গুলন্দাজ বাবেল-এর। ক্যাপশনের মাধ্যমে তিনি জানিয়েছিলেন,”বাংলাদেশ ছাত্রলীগ কর্তৃক আয়োজিত "জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব" স্মরণে বিশাল ছাত্র সমাবেশে গফরগাঁও উপজেলা ছাত্রলীগ ও পৌর ছাত্রলীগ...।“

ফেসবুক পোস্ট আর্কাইভ

১ সেপ্টেম্বর,২০২৩, তারিখের ‘ঢাকা ট্রিবিউন’-এর প্রতিবেদন অনুযায়ী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের প্রতি শ্রদ্ধা জানাতে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগ একটি সমাবেশের আয়োজন করেছিল। এই জনসভায় ভাষণ দিয়েছিলেন শেখ মুজিবুর পুত্রী ও প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রথম আলো, যুগান্তর সহ অন্যান্য বাংলাদেশি সংবাদ থেকেও একই তথ্য পাওয়া যায়।

‘আনারুল ইসলাম’ নামের ইউটিউব চ্যানেলে হুবহু এই ভিডিওটি ২০২৩ সালের ২ সেপ্টেম্বরে আপলোড করা হয়েছে এবং ক্যাপশনে লেখা হয়েছে,”Fahmi Gulandaz Babel এমপি মহোদয়ের নেতৃত্বে আবারো ঢাকার রাজপথ কাঁপালো গফরগাঁও উপজেলা ছাত্রলীগ।“

নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদে হিন্দুদের বিক্ষোভ প্রদর্শন করার দাবিটি ঠিক নয়। আসলে ভিডিওটি ২০২৩ সালের সেপ্টেম্বর মাসের। ছাত্র লীগ কর্তৃক আয়োজিত সমাবেশের ভিডিওকে ভুয়ো দাবির সাথে শেয়ার করা হচ্ছে।

Avatar

Title:বাংলাদেশি হিন্দুদের প্রতিবাদের ভিডিও বলে দাবি করে শেয়ার করা হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগের পুরনো সমাবেশের ভিডিও

Fact Check By: Nasim Akhtar

Result: False