
সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি গ্রাফিক্স শেয়ার করে দাবি করা হচ্ছে, কেন্দ্রের তথ্য অনুযায়ী প্রতিশ্রুতি পালনে ১০০ শতাংশ সফল মমতা ব্যানার্জি। পোস্টের গ্রাফিক্সে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি ছবি দেওয়া রয়েছে এবং পাশে লেখা রয়েছে – প্রতিশ্রুতি পালনে ১০০ শতাংশ সফল বাংলার প্রথম মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মিলল কেন্দ্রীয় স্বীকৃতি।
পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে – #FAM4TMC পালনে ১০০ শতাংশ সফল প্রথম বাংলার প্রথম মুখ্যমন্ত্রী- মমতা বন্দ্যোপাধ্যায় @MamataOfficial।
তথ্য যাচাই করে আমরা জানতে পারি পোস্টের দাবি ভুয়ো ও বিভ্রান্তিকর। CAG রিপোর্টে ১০০ শতাংশ আর্থিক সচ্ছতা অর্জন করার ঘটনাকে ১০০% প্রতিশ্রুতি পালনের দাবি করে ভুয়ো বিভ্রান্তিকর পোস্ট ভাইরাল করা হচ্ছে।

তথ্য যাচাই
এই দাবির সত্যতা যাচাই করতে আমরা অনুসন্ধান করার চেষ্টা করি কেন্দ্রের তরফে ‘প্রতিশ্রুতি পালনের’ জন্য কোনও স্বীকৃতি প্রদান করা হয় কিনা। যথাযথ কোনও তথ্য পাওয়া যায় না। এরপর ভাইরাল গ্রাফিক্স থেকে কিছু শব্দ নিয়ে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করি। ফলাফলে, ‘দৃষ্টিভঙ্গি’ নিউজ পোর্টালে এই সম্পর্কিত একটি প্রতিবেদন খুঁজে পাই। ২০২০ সালের ১ অক্টোবর তারিখের এই প্রতিবেদন থেকে জানতে পারি, আর্থিক স্বচ্ছতায় পশ্চিমবঙ্গের প্রদর্শন দেখে রাজ্য সরকারের প্রশংসায় পঞ্চমুখ হয় কেন্দ্রীয় সংস্থা কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অব ইন্ডিয়ার (CAG)। ২০১৯-২০২০ সালে কেন্দ্র সরকার দ্বারা ধার্য্য টাকার ৯৯.৬২ শতাংশ ব্যয়ের হিসেবের পাশাপাশি বিভাগীয় লেনদেনের ১০০ শতাংশ রসিদ প্রস্তত করার জন্য রাজ্য সরকারের প্রশংসা করে হিসাব নিকেশ বিষয়ক সংস্থা ক্যাগ (CAG)।
এই প্রতিবেদনের শেষে রাজ্য সংসারের প্রশংসায় সংবাদমাধ্যমের তরফে লেখা হয়েছে “সব মিলিয়ে স্বচ্ছতার সঙ্গে প্রশাসন চালানোর প্রতিশ্রুতি পালনে ১০০ শতাংশ সফল বাংলার প্রথম মহিলা মুখ্যমন্ত্রী।”
সোশ্যাল মিডিয়া এই ‘দৃষ্টিভঙ্গি’-এর এই মন্তব্যকে আংশিক ভাবে শেয়ার করে এই ফেক নিউজ ছড়ানো হয়েছে।

সংবাদমাধ্যম ‘আউটলুক’-এর ২০২১ সালের ৩১ আগস্ট তারিখের একটি প্রতিবেদনেও একই কথা জানা যায়। ২০২০-২১ আর্থিক লেনদেন এবং ব্যয়ে ১০০% শতাংশ স্বচ্ছতা অর্জনের জন্য পশ্চিমবঙ্গ সরকারের প্রশংসা করেছেন কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (CAG)।

এরপর আমরা আরও অনুসন্ধান করার চেষ্টা করি ১০০ প্রতিশ্রুতি পালনের জন্য রাজ্যকে কোনও স্বীকৃতি দেওয়া হয়েছে কিনা। ন্যাশনাল মিডিয়া সেন্টার ‘প্রেস ইনফরমেশন ব্যুরো (PIB)’-এর পোর্টালে ২০২১ সালের ২৫ ডিসেম্বর তারিখে প্রকাশিত একটি প্রেস রিলিজ খুঁজে পাই যেখানে বিভিন্ন সেক্টরে উন্নতির জন্য রাজ্যগুলির র্যাঙ্কিং করা হয়েছে। র্যাঙ্কিং-এর জন্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে মোট ৪টি গ্রুপে ভাগ করা হয়েছে এবং মোট ১০টি সেক্টরের উন্নতির সূচক দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ গ্রুপ বি-এর মধ্যে রয়েছে। মোট ১০টি সেক্টরের মধ্যে শুধুমাত্র “জনস্বাস্থ্য সেক্টরে” উন্নতির দিক থেকে প্রথম স্থানে রয়েছে বাংলা।

তথ্য এবং প্রমানের ভিত্তিতে স্পষ্ট হয়ে যায় প্রতিশ্রুতি পালনের জন্য রাজ্য কোনও কেন্দ্রীয় স্বীকৃতি দেওয়া না। সিএজি-এর রিপোর্টে কোথাও উল্লেখ করা নেই – প্রতিশ্রুতি পালনে ১০০ শতাংশ সফল মমতা ব্যানার্জি।
দৃষ্টিভঙ্গি সংবাদমাধ্যমের একটি মতামতীয় মন্তব্যকে আংশিকভাবে নিয়ে সোশ্যাল মিডিয়া ভুয়ো দাবির সাথে শেয়ার করা হচ্ছে। কেন্দ্রীয় সরকার ‘প্রতিশ্রুতি পালনের’ জন্য কোনও স্বীকৃতি বা অ্যাওয়ার্ড প্রদান করে না।
নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেন্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুল ও ভিত্তিহীন। CAG রিপোর্টে ১০০ শতাংশ আর্থিক সচ্ছতা অর্জন করার ঘটনাকে ১০০% প্রতিশ্রুতি পালনের দাবি করে ভুয়ো বিভ্রান্তিকর পোস্ট ভাইরাল করা হচ্ছে।

Title:১০০% প্রতিশ্রুতি পালনের জন্য রাজ্যকে কোনও স্বীকৃতি দেয়নি কেন্দ্র
Fact Check By: Nasim AResult: Misleading