পশ্চিমবঙ্গে প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য ৮ টাকার বেশি – দাবিটি বিভ্রান্তিকর

Missing Context Political

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করে দাবি করা হচ্ছে, পশ্চিমবঙ্গে উইনিট প্রতি বিদ্যুৎ মূল্য গ্রামীণ এলাকায় ৮.৩১ টাকা এবং শহর এলাকায় ৮.৪৪ টাকা। পোস্টে একটি গ্রাফিক্স শেয়ার করা হয়েছে যেখানে উত্তরপ্রদেশ এবং বাংলার উইনিট প্রতি বিদ্যুৎ মূল্যের তুলনা দেওয়া রয়েছে। একদিকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া আছে। এই গ্রাফিক্সের ওপরে লেখা রয়েছে – পার্থক্য পরিস্কার উত্তর প্রদেশ সরকার ৫০ শতাংশ কমালো ইউনিট পিছু বিদ্যুতের দাম। 

গ্রফিক্সকে দুভাগে ভাগ করে একদিকে লেখা হয়েছে – উত্তর প্রদেশ গ্রামীণ এলাকায় গ্রামীণ এলাকায় ছিলঃ ২ টাকা/ইউনিট, এখনঃ ১ টাকা/ইউনিট। শহর এলাকায় ছিলঃ ৬ টাকা/ইউনিট এখনঃ ৩ টাকা/ইউনিট। সরকারের এই অভূতপূর্ব পদক্ষেপে উপকৃত বহু জনসাধারণ। 

গ্রাফিক্সের ডানদিকে রয়েছে – পশ্চিমবঙ্গ গ্রামীণ এলাকায় এখন প্রতি ইউনিটে ৮.৩১ টাকা। শহর এলাকায় এখন প্রতি ইউনিটে ৮.৪৪ টাকা। পশ্চিমবঙ্গে গত ১০ বছরে ৫০ শতাংশ বেড়েছে বিদ্যুতের দাম। 

তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি এই দাবি বিভ্রান্তিকর। পশ্চিমবঙ্গে ইউনিট প্রতি বিদ্যুৎ মূল্য ৫.২৬ টাকা থেকে ৮.৯৯ টাকা পর্যন্ত হতে পারে।  

ফেসবুক পোস্টআর্কাইভ

তথ্য যাচাই

এই দাবির সত্যতা যাচাই করতে পশ্চিমবঙ্গ সরকার নির্ধারিত বিদ্যুৎ মূল্যের তালিকা খুঁজে বের করার চেষ্টা করি। এখানে বলে রাখা ভালো, ১ kWh = ১ ইউনিট বিদ্যুৎ। পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ প্রেরণ কোম্পানি (ডব্লিউবিএসইটিসিএল)-এর ওয়েবসাইটে বিদ্যুৎ মূল্যের একটি ট্যারিফ চার্ট খুঁজে পাই। প্রতি ইউনিট বিদ্যুৎ মূল্যকে ব্যবহারের ওপর ভিত্তি করে কয়েকটি স্ল্যাবে ভাগ করা হয়েছে। ব্যবহার অনুযায়ী গ্রাহককে বিল প্রদান করতে হয়। উদাহরণস্বরূপ, রাজ্য সরকারের ওয়েবসাইটে পাওয়া সর্বশেষ ট্যারিফ অনুযায়ী, গ্রামীণ অঞ্চলে প্রথমে ১০২ ইউনিট ব্যবহারের জন্য ইউনিট প্রতি ৫.২৬ টাকা দিতে হয় এবং ৮৯৯ ইউনিটের বেশি ব্যবহারে ইউনিট প্রতি ৮.৯৯ টাকা প্রদান করতে হয়। শহর অঞ্চলে প্রথম ১০২ ইউনিট ব্যবহারের জন্য ইউনিট প্রতি ৫.৩০ টাকা দিতে হয় এবং ৮৯৯ ইউনিটের বেশি ব্যবহারে ইউনিট প্রতি ৮.৯৯ টাকা প্রদান করতে হয়। সরকার নির্ধারিত বিদ্যুৎ মূল্যের ট্যারিফ দেখতে এখানে (১ নং পাতা) ক্লিক করুন। 

পশ্চিমবঙ্গ সরকার নির্ধারিত বিদ্যুৎ ট্যারিফ

পাঠকের সুবিধার জন্য নিচে একটি সহজ তালিকা বানিয়ে দেওয়া হল। 

ইউনিটগ্রামাঞ্চল মূল্য (টাকা/ইউনিট)শুহুরে মূল্য (টাকা/ইউনিট)
০-১০২৫.২৬৫.৩৭
১০৩-১৮০ ৫.৮৬৫.৯৭ 
১৮১-৩০০ ৬.৭৩৬.৯৭ 
৩০১-৬০০৭.২৩৭.৩১
৬০১-৯০০ ৭.৩২ ৭.৫৮ 
৯০০+ ৮.৯৯ ৮.৯৯ 

অন্যদিকে ‘দি ক্যালকাটা ইলেকট্রিক কর্পোরেশন’-এর ট্যরিফ অনুযায়ী, গ্রাহকদের প্রথম ২৫ ইউনিটের জন্য ইউনিট প্রতি ৪.৮৯ টাকা এবং ৩০০-এর বেশি ইউনিট ব্যবহারের জন্য ইউনিট প্রতি ৮.৯২ টাকা প্রদান করতে হয়। ট্যারিফটি পড়তে এখানে ক্লিক করুন।  

পশ্চিমবঙ্গ সরকার নির্ধারিত বিদ্যুৎ ট্যারিফ

পাঠকের সুবিধার জন্য নিচে একটি সহজ তালিকা বানিয়ে দেওয়া হল। 

ইউনিটমূল্য (টাকা/ইউনিট)
০-২৫৪.৮৯
২৬-৬০৫.৪০
৬১-১০০৬.৪১
১০১-১৫০৭.১৬
১৫১-২০০৭.৩৩
২০১-৩০০৭.৩৩
৩০০+৮.৯২

অন্যদিকে, ২০২২ সালের উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনের আগে যোগী সরকার রাজ্যের ইউনিট প্রতি বিদ্যুৎ মূল্য অর্ধেক কমিয়ে দিয়েছে। গ্রামীণ অঞ্চলের ক্ষেত্রে, ইউনিট প্রতি বিদ্যুৎ মূল্য ২ টাকা থেকে কমিয়ে ১ টাকা করা হয়েছে এবং শহর অঞ্চলের বিদ্যুৎ মূল্য ৬ টাকা/ইউনিট থেকে কমিয়ে ৩ টাকা/ইউনিট করা হয়েছে। এছাড়া, ফিক্সড চার্জকে কমিয়ে অর্ধেক করা হয়েছে। বিস্তারিত পড়ুন

সমস্ত তথ্য এবং প্রমাণ সাপেক্ষে স্পষ্ট হয়ে যায় পশ্চিমবঙ্গে বিদ্যুৎ ইউনিট প্রতি ৮ টাকার বেশির হওয়ার দাবিটি ভুয়ো। 

আরও পড়ুনঃ Fact Check: প্রতি ১০০ ইউনিট বিদ্যুতের মূল্য কোন রাজ্যে কত? জানুন বিস্তারিত

নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেন্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুল ও ভিত্তিহীন। ব্যবহারের ওপর ভিত্তি করে পশ্চিমবঙ্গে ইউনিট প্রতি বিদ্যুৎ মূল্য ৫.২৬ টাকা থেকে ৮.৯৯ টাকা পর্যন্ত হতে পারে।

Avatar

Title:পশ্চিমবঙ্গে প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য ৮ টাকার বেশি – দাবিটি বিভ্রান্তিকর

Fact Check By: Rahul A 

Result: Missing Context


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *