বিশ্বে ধনী ব্যাক্তির তালিকার নবম স্থানে থাকা মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির তিন দিনের প্রাক বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হল গুজরাটের জামনগরে। এই অনুষ্ঠানে ঢল নামতে দেখা গেছে বিভিন্ন ক্ষেত্রের সম্মানিত ব্যাক্তিদের। সস্ত্রীক উপস্থিত ছিলেন ফেসবুকের মালিক মার্ক জুকারবার্গ, পপ স্টার রিহানা, বিল গেটস, সুন্দর পিচাই। তাছাড়া উপস্থিত হয়েছিলেন বলিউডের তিন খান সহ রনবির কাপুর, আলিয়া ভট্ট, কারিনা কাপুর, দিলিজিত দোসাঞ্ঝ এবং ক্রিকেটারদের মধ্যে ছিলেন ভারতীয় প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনী, রোহিত শর্মা, সচিন তেন্ডুল্কার সহ অন্যান্য খেলোয়াড়রা। উপস্থিত তারকাদের প্রতেক জিনিস যেমন পোশাক, কোন গাড়িতে আসলেন ক্যামেরাবন্দি করেছে মুখ্যধারার বেশির ভাগ সংবাদ মাধ্যম গুলো। অনন্ত আম্বানির প্রাক বিবাহ অনুষ্ঠানের এই প্রসঙ্গে ইলেকট্রিক গাড়ি কোম্পানি টেসলার মালিক ইলন মাস্কের একটি ছবি বেশ ভাইরাল হচ্ছে সামাজিক মাধ্যমগুলোতে। ভারতীয় পোশাকে ইলন মাস্কের ছবিটি শেয়ার করে সেটিকে অনন্ত আম্বানির প্রাক বিবাহ অনুষ্ঠানে ইলন মাস্ক এসেছেন বলে দাবি করা হচ্ছে।

ছবিটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে,” মুকেশ আম্বানি ও নিতা আম্বানির ছেলে অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের প্রাক-বিবাহ অনুষ্ঠানে এলেন পৃথিবীর সেরা ধনী ইলন মাস্ক।“

তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি যে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রাক বিবাহ অনুষ্ঠানে আসেননি ইলন মাস্ক। ভাইরাল ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে তৈরি করা।

ফেসবুক পোস্ট আর্কাইভ

তথ্য যাচাইঃ

মুকেশ আম্বানির পুত্রের প্রাক বিবাহ অনুষ্ঠানে ইলন মাস্ক এসেছিলেন কি না তা জানতে আমরা প্রথমে গুগলে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করি। ফলে, কোন সংবাদ পত্রিকায় বা কোন মনোরঞ্জন পত্রিকায় এই কথার উল্লেখ পাওয়া যায়না যে তিনি জামনগরে এসেছিলেন। যা থেকে কার্যত ধারনা হয় যে নিশ্চয় ফেসবুক পোস্টের দাবিটি বিভ্রান্তিকর।

ভাইরাল ছবি সম্পর্কিত বিস্তারিত জানতে ছবিটিকে ভালো করে পর্যবেক্ষণ করি। ফলে, ছবিতে ইলন মাস্কের চোখের কাছে ভাঁজ ও হাতের আঙ্গুলে একটি অসঙ্গতি লক্ষ্য করি যা সাধারণত এআই নির্মিত ছবিতে দেখা যায়।

ছবিটি এআই নির্মিত কি না তা যাচাই করতে এআই ইমেজ সনাক্তকারী সাইট ‘aiornot.com’ সহ ‘isitai.com’ নামক সাইটে আপলোড করি। দুই সাইটই নিশ্চিত করে যে ছবিটি এআই( কৃত্রিম বুদ্ধিমত্তা) নির্মিত।

যা থেকে প্রমানিত হয় যে, কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে তৈরি ইলন মাস্কের ছবিকে অনন্ত আম্বানির প্রাক বিবাহ অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন বলে শেয়ার করা হচ্ছে।

নিষ্কর্ষঃ

তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেন্ডো এই সিদ্ধান্তে উপনিত হয়েছে যে ভিডিওর সাথে করা দাবিটি ঠিক নয়। ক্যামেরার সামনে মহিলাকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেওয়ার ভিডিওটি পুরনো ও সন্দেশখালি ঘটনার সাথে সম্পর্কিত নয়।

Avatar

Title:ভারতীয় পোশাকে ধনকুবের ইলন মাস্কের ছবিটি AI নির্মিত

Fact Check By: Nasim Akhtar

Result: False