বিয়ে করলেন অভিনেত্রী সাই পল্লবী ? জানুন ভাইরাল ছবির সত্যতা 

False Social

দক্ষিণ ভারতীয় চলচিত্র জগতের পরিচিত নাম সাই পল্লবীর একটি ছবি সোশ্যাল মিডিয়াই বেশ ভাইরাল। গলায় মালা পরিহিত অবস্থায় এক ব্যাক্তির পাশে দাঁড়িয়ে থাকার ভাইরাল এই ছবিটি শেয়ার করে দাবি করা হচ্ছে অভিনেত্রীর এই ব্যক্তিকে বিয়ে করলেন। ছবিটি দেখে যে কেউ বিশ্বাস করবে যে যুগলদ্বয় বর-বধু। আসলেই কি তাই ? 

ছবিটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে,” অবশেষে সে বিয়ে করল ❤️ এবং তিনি প্রমাণ করেছেন যে ভালবাসার কোন রঙ নেই..হ্যাট অফ সাই পল্লবী #বিয়ে #সাইপল্লবী।“ 

তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি পোস্টের দাবিটি ভুয়ো ও বিভ্রান্তিকর। সাই পল্লবী অভিনীত চলচিত্র SK21-এর শুটিং শুরুর আগে আয়োজিত পুজা অনুষ্ঠানে চলচিত্রের পরিচালক রাজকুমার পেরিয়াসামির সাথে তোলা ছবিকে ভুয়ো দাবির সাথে শেয়ার করা হচ্ছে। 

ফেসবুক পোস্ট আর্কাইভ 

তথ্য যাচাই 

অভিনেত্রীর বিয়ে সংক্রান্ত তথ্যের জন্য আমরা প্রথমে অভিনেত্রীর বিভিন্ন সোশ্যাল মিডিয়া ( ফেসবুক, ইন্সতাগ্রাম, এক্স ) প্রোফাইল ঘুরে দেখি। ফলে,তার ফেসবুক প্রোফাইলে ভাইরাল এই ছবির উল্লেখ পাওয়া যায়। ২২ সেপ্টেম্বর তারিখে করা এই পোস্টে ভাইরাল ফেসবুক পোস্টের ছবি সহ অন্য দুটি ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন,” সত্যি বলতে, আমি গুজবকে পাত্তা দিই না কিন্তু যখন এতে পরিবারের বন্ধুরা জড়িত থাকে, তখন আমাকে কথা বলতেই হয়। আমার চলচিত্রের পূজা অনুষ্ঠানের একটি ছবি ইচ্ছাকৃতভাবে ক্রপ করে পেড বট এবং ঘৃণ্য উদ্দেশ্য সহ প্রচার করা হয়েছে। …এভাবে অস্বস্তি সৃষ্টি করা নিতান্তই জঘন্য কাজ।“ 

ফেসবুক পোস্ট আর্কাইভ 

ভাইরাল ছবির আসল ছবিটি দেখলে লক্ষ্যনিয় যে অভিনেত্রীর পাশে দাঁড়িয়ে থাকা সেই ব্যাক্তি হাতে ক্ল্যাপবোর্ড ধরে আছে এবং তাতে লেখা রয়েছে,”SK21”। 

এই সূত্র ধরে গুগলে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চের মাধ্যমে জানতে পারি ‘SK21’ হল একটি তামিল সিনেমা যার পরিচালক হলেন রাজকুমার পেরিয়াসামি। 

পরিচালক রাজকুমার পেরিয়াসামি ভাইরাল এই ছবির দীর্ঘ আকারের ছবি সহ অন্য তিনটি ছবি টুইট করে অভিনেত্রীকে জন্ম দিনের শুভেচ্ছা জানিয়েছিলেন। 

এখান থেকে স্পষ্ট হয় যে, SK21 চলচিত্রের শুটিং শুরুর আগে আয়োজিত পুজা অনুষ্ঠানে চলচিত্রের পরিচালক রাজকুমার পেরিয়াসামির সাথে তোলা অভিনেত্রী সাই পল্লবীর ছবিকে ক্রপ করে ভুয়ো দাবির সাথে শেয়ার করা হচ্ছে।  

নিষ্কর্ষঃ 

তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি বিভ্রান্তিকর। সাই পল্লবী অভিনীত চলচিত্র SK21-এর শুটিং শুরুর আগে আয়োজিত পুজা অনুষ্ঠানে চলচিত্রের পরিচালক রাজকুমার পেরিয়াসামির সাথে তোলা ছবিকে ভুয়ো দাবির সাথে শেয়ার করা হচ্ছে।

Avatar

Title:বিয়ে করলেন অভিনেত্রী সাই পল্লবী ? জানুন ভাইরাল ছবির সত্যতা

Written By: Nasim A 

Result: False


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *