২৩ আগস্ট তারিখে চন্দ্রযান৩-এর সফল অবতরণের পর থেকেই সোশ্যাল মিডিয়াই ভাইরাল হচ্ছে অপ্রাসঙ্গিক অনেক ছবি, ভিডিও। সম্প্রতি একটি ভিডিও পোস্ট শেয়ার করে ফেসবুক ইউজার দবি করেছে যে, চন্দ্রযান৩ এর সফল অবতনের পর ইসরো প্রধান এস.সোমানাথ বেঙ্গালুরুতে অবস্থিত রাষ্ট্রীয় স্বয়ং সংঘের সদর কার্যালয়ে বরিষ্ঠ স্বয়ংসেবকদের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন। ৯ সেকেন্ডের এই ভিডিও ক্লিপে এক বদ্ধ ঘরে বরিষ্ঠ দুজন লোকের উপস্থিতিতে এস.সোমানাথকে শল পরিয়ে অভিনন্দন জানাতে দেখা যাচ্ছে।

ক্যাপশনে লেখা হয়েছে,” চন্দ্রযান-৩ এর সাফল্যের পর ব্যাঙ্গালোরে অবস্থিত কর্ণাটক প্রদেশের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সদর কার্যালয়ে বরিষ্ঠ স্বয়ংসেবকদের সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন ইসরো প্রধান ডঃ এস. সোমনাথ।“

তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি পোস্টের দাবিটি ভুয়ো। ভিডিওটি পুরনো, চন্দ্রযান৩ এর সফল অবতনের সাথে সম্পর্কিত নয়। এনজিও ‘রাষ্ট্রোত্তন পরিষদ’ দ্বারা বেঙ্গালুরুতে ইসরো প্রধানকে স্বাগত জানানোর ভিডিওকে রাষ্ট্রীয় স্বয়ং সংঘের নামে ভুয়ো দাবির সাথে শেয়ার করা হচ্ছে।

ফেসবুক পোস্ট

তথ্য যাচাই

ভিডিওর আসল উৎস খুঁজতে ভিডিওর কিফ্রেম গুলোকে গুগল রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, হুবহু এই একই ভিডিওটি ‘VSK Karnataka’ নামের এক ফেসবুক পেজে পাওয়া যায়। ভিডিওটি ১৯ জুলাই,২০২৩, তারিখে পোস্ট করা হয়েছে। কান্নাড়া ভাষায় লেখা ক্যাপশনের বাংলা অর্থ হল- ভারতের উচ্চাকাঙ্ক্ষী 'চন্দ্রযান-৩'-এর সাফল্যে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার চেয়ারম্যান এস. সোমনাথকে আরএসএস-এর সরকারি আধিকারিক দত্তাত্রেয় হোসাবলে সংবর্ধিত করেছিলেন। রাষ্ট্রোত্তন পরিষদের সভাপতি এম পি কুমার এবং সাধারণ সম্পাদক এন দিনেশ হেগড়ে এনজিওর তরফে ইসরো চেয়ারম্যানকে অভিনন্দন জানিয়েছেন।

আমরা সকলেই অবগত যে, চন্দ্রযান৩ চন্দ্রপৃষ্ঠে ২৩ আগস্ট তারিখের সন্ধ্যা ০৬:০৪ মিনিটে অবতরন করেছে। অপরপক্ষে, ভাইরাল ফেবসুক পোস্টের ভিডিওটি তার আগে থেকেই অর্থাৎ ১৯ জুলাই থেকেই ইন্টারনেটে উপলব্ধ রয়েছে। এখান থেকে স্পষ্ট হয় যে, ভিডিওটি পুরনো এবং চন্দ্রযান৩ এর সফল অবরনের সাথে সম্পর্কিত নয়।

VSK-এর পুরো নাম হল- Vishwa Samvad Kendra যা আরএসএস-এর অফিশিয়াল মুখ্য মিডিয়া কার্যালয়। ফেসবুক পোস্টের এই ভিডিওটি ভুয়ো দাবির সাথে ভাইরাল হয়ে যাওয়ার পর VSK একটি স্পষ্টীকরণ জারি করে তা মিথ্যা বলে জানিয়েছেন। স্পষ্টীকরণে লেখা হয়েছে,”সোশ্যাল মিডিয়ায় প্রচারিত খবর (ভিডিও) যে ইসরো প্রধান শ্রী সোমনাথ আরএসএস অফিসে গিয়েছিলেন তা সত্য নয়। তিনি আরএসএস অফিসে যাননি। এটি একটি পুরানো ভিডিও ক্লিপ যখন তিনি TAPAS প্রকল্পের নেতৃত্বে থাকা লোকদের সাথে দেখা করেছিলেন। TAPAS হল একটি উদ্যোগ যেখানে সুবিধাবঞ্চিত গ্রামীণ এলাকার বিপিএল ছাত্রদের IIT প্রবেশিকা পরীক্ষার জন্য দুই বছরের বিনামূল্যে আবাসিক কোচিং দেওয়া হবে।“

আমরা এনজিও রাষ্ট্রোত্তন পরিষদের ওয়েবসাইট চেক তাদের ওয়েবসাইটে একটি ব্লগ পাওয়া যায়। সেই ব্লগ অনুযায়ী, বেঙ্গালুরুর চামরাজপেটেতে এনজিও ‘রাষ্ট্রোত্তনা পরিষদে’র প্রধান কার্যালয়ে ইসরো প্রধানকে আমন্ত্রিত করা হয়েছিল এবং সেখানে আরএসএস নেতা দত্তাত্রেয় হোসাবলে তাকে শাল দিয়ে সংবর্ধনা দিয়েছিলেন। এনজিওর সদস্যরাও সেখানে উপস্থিত ছিলেন।

তথ্যের ভিত্তিতে স্পষ্ট হয় যে, চন্দ্রযান৩ এর সফল অবতরণের পর এস.সোমানাথের আরএসএস এর কার্যালয় গিয়েছিলেন দাবিটি মিথ্যা।

নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি বিভ্রান্তিকর। রাষ্ট্রোত্তন পরিষদ নামক একটি এনজিওতে আরএসএস-এর সাধারণ সম্পাদক দত্তাত্রেয় হোসাবলে দ্বারা ইসরো চেয়ারম্যানকে সংবর্ধিত করার ভিডিওকে ভুয়ো দাবির সাথে শেয়ার করা হচ্ছে।

Avatar

Title:চন্দ্রযান অবতরণের পর ইসরো প্রধান এস সোমানাথ বেঙ্গালুরুর আরএসএস অফিসে গিয়েছিলেন ? জানুন ভাইরাল ভিডিওর সত্যতা

Written By: Nasim Akhtar

Result: False