চন্দ্রপৃষ্ঠ থেকে তোলা নীল রঙের পৃথিবীর ভাইরাল ছবিগুলো AI নির্মিত 

False Social

২৩ আগস্ট তারিখে চন্দ্রপৃষ্ঠে সফলভাবে অবতরন করেছে চন্দ্রযান৩। তার পর থেকেই মহাকাশের বা চন্দ্রপৃষ্ঠের দাবিতে বহুত ছবি, ভিডিও সোশ্যাল মিডিয়াই ভাইরাল হচ্ছে যাদের মধ্যে বেশির ভাগ সত্য হলেও রয়েছে কিছু বিভ্রান্তিমুলক পোস্ট। বিভ্রান্তিমুলকই একটি পোস্ট আমাদের নজরে পড়েছে যাকে ঘিরে আজকের এই প্রতিবেদন। ৫টি ছবি শেয়ার করে সেগুলোকে চন্দ্রপৃষ্ঠ থেকে পৃথিবীর ছবি বলে দাবি করা হচ্ছে। সাথে এও দাবি করা হচ্ছে, বিক্রম কর্তৃক নেওয়া এই ছবি গুলো ইসরো সম্প্রচার করেছে। পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,” ইস্রো এই ছবিটি শেয়ার করেছে।চাঁদের মাটি ছুলো বিক্রম ।।চাঁদ থেকে প্রথম পাঠানো কিছু ছবি .সত্যি অতুলনীয় ।জয় হিন্দ 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 #isrochandrayaan3mission #Chandrayaan3Landing।“ 

তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি পোস্টের ছবিটি ভুয়ো। কৃত্রিম বুদ্ধিমত্তাকে (AI) কাজে লাগিয়ে চন্দ্রপৃষ্ঠ থেকে নীল রঙের পৃথিবীর ছবিকে চন্দ্রযান৩ কর্তৃক তোলা পৃথিবীর ছবি দাবিতে শেয়ার করা হয়েছে। 

ফেসবুক পোস্ট আর্কাইভ 

তথ্য যাচাইঃ 

ফেসবুক পোস্টের দাবির সত্যতা যাচাই করতে আমরা প্রথমে ‘ইসরো’ কর্তৃক প্রকাশিত সব ছবি গুলো দেখি। সব ছবির মধ্যে এই ছবিগুলো উল্লেখ না পেয়েই ছবি গুলোর সত্যতা নিয়ে প্রশ্ন জাগে।

ছবি গুলোর আসল উৎস খুঁজতে ছবিটিকে গুগল রিভার্স ইমেজ করি। ফলে, WION-এর ওয়েব স্টোরিতে ছবি গুলোর উল্লেখ পাই। ছবিগুলো ২৩ আগস্ট তারিখের ১১;০৮ মিনিটে শেয়ার করে লিখেছেন,”চন্দ্রযান৩ অবতরন করার পর চাঁদ থেকে পৃথিবী কেমন দেখাবে ?।“ পরের স্টোরিতে স্পষ্ট লিখেছেন, চন্দ্রপৃষ্ঠ থেকে পৃথিবী দেখতে কেমন হবে তা মাথায় রেখে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা এই সুন্দর ছবিগুলো তৈরি করা হয়েছে। স্টোরির মোট দশটি ছবির মধ্যে পাঁচটি এই পোস্টে ব্যবহার করা হয়েছে। (আর্কাইভ

AI নির্মিত চাঁদ থেকে পৃথিবীর অন্যান্য ছবি দেখতে ক্লিক করুন এখানে।  

নিষ্কর্ষঃ

তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি বিভ্রান্তিকর। কৃত্রিম বুদ্ধিমত্তাকে (AI) কাজে লাগিয়ে চন্দ্রপৃষ্ঠ থেকে নীল রঙের পৃথিবীর ছবিগুলো তৈরি করা হয়েছে। 

Avatar

Title:চন্দ্রপৃষ্ঠ থেকে তোলা নীল রঙের পৃথিবীর ভাইরাল ছবিগুলো AI নির্মিত

Written By: Nasim A 

Result: False


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *