২৬ তারিখ অর্থাৎ গত শুক্রবার দ্বিতীয় দফার ভোট সম্পন্ন হয়েছে সারা দেশ জুড়ে যার মধ্যে আমাদের রাজ্যের তিনটি কেন্দ্রে ( বালুরঘাট, দার্জিলিং, রায়গঞ্জ) ভোট গ্রহন হয়েছে। গ্রীষ্মের তীব্র তাপকে উপেক্ষা করে অন্যান্য কেন্দ্রে ভোট প্রচারের ন্যায় এই তিন কেন্দ্রেও নির্বাচনী প্রচার চলছে রমরমিয়ে। বালুরঘাট, রায়গঞ্জ কেন্দ্রে বিজেপির প্রচারে এসেছিলেন খোদ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অপরদিকে টিএমসির হয়ে প্রচারে এসেছিলেন স্টার প্রচারক, অভিনেতা ঘাটালের প্রার্থী দীপক অধিকারী ওরফে দেব। বালুরঘাট কেন্দ্রে ভোট গ্রহনের দিন থেকেই একটি লিফলেট সোশ্যাল মিডিয়াই বেশ ঘুরপাক খাচ্ছে। এই লিফলেটে টিএমসি মনোনীত প্রার্থী বিপ্লব মিত্র বিজেপিকে ভোট দেওয়ার অনুরোধ জানিয়ছেন। এই লিফলেট কে ঘিরে সংবাদমাধ্যম ‘টিভি৯ বাংলা’র একটি পোস্টকার্ড শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে,”আমায় ভোট দেওয়া যা বিজেপিকে ভোট দেওয়া একি ব্যাপার তাই আমাকে ভোট না দিয়ে বিজেপিকে দিন। বালুরঘাট লোকসভার তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র।। #বিজেমূল।“

ভাইরাল এই লিফলেটে লেখা হয়েছে,”নমস্কার, আমি বিপ্লব মিত্র। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট লোকসভা আসনের তৃণমূল প্রার্থী ও রাজ্যের ক্রেতা সুরক্ষা। দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী। এই লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করার কোন ইচ্ছেই আমার ছিল না। কারন আমি জানতাম আমার দলের অন্তরে এই প্রচুর গুপ্ত শত্রু আমাকে নানাভাবে হারানোর চক্রান্ত চালাচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বারবার অনুরোধে আমি প্রতিদ্বন্ধিতা করতে বাধ্য হয়েছি। নির্বাচনের প্রাক্কালে রাজ্যজুড়ে নানাবিধ চুরি দুর্নীতির ঘটনায় ও সম্প্রতি হাইকোর্টে নির্দেশে কয়েক হাজার যুবদের চাকরি চলে যাওয়ার ঘটনায় নানাভাবে আমি ধীকৃত হচ্ছি। এই কেন্দ্রের ভোটারদের কাছে আমার অনুরোধ, আপনারা সুচিন্তিত ভাবে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আপনারা চাইলে বিজেপি কেও ভোট দিতে পারেন। পরবর্তীতে আমাকে কোনরকম দোষারোপ করবেন না।“

আসলেই কি বালুরঘাট লোকসভা কেন্দ্রের টিএমসি প্রার্থী বিপ্লব মিত্র বিরোধী দল বিজেপিকে ভোট দেওয়ার কথা বলছেন। আসলেই কি সংবাদমাধ্যম টিভি৯ বাংলা বাংলা বিপ্লব মিত্রের নামে ভাইরাল এই লিফলেটকে সত্য বলে বিবেচিত করেছ। এই লিফলেটের পেছনে থাকা আসল রহস্য কি ? আসুন বিস্তারিত ভাবে জেনেনি ভাইরাল লিফলেটের কাহিনী।

তথ্য যাচাই করে আমরা বিপ্লব মিত্রের নামে ভাইরাল এই লিফলেটটিকে বিভ্রান্তিকর হিসেবে পেয়েছি। তিনি এরকম কোন মন্তব্য, লিফলেট জারি করেনি। তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে ভোটারদের বিভ্রান্ত করার জন্য উদ্যেশ্যেপ্রনিত ভাবে এই ভুয়ো লিফলেট ভাইরাল করা হচ্ছে বলে জানিয়েছেন বিপ্লব মিত্র। অপরদিকে, টিভি৯ বাংলা এই পোস্টকার্ড শেয়ার করেছে ঠিকই কিন্তু সেই পোস্টকার্ডকে ঘিরে প্রতিবেদন থেকেই জানা যায় এটি বিভ্রান্তিকর।

ফেসবুক পোস্ট আর্কাইভ
ফেসবুক পোস্ট আর্কাইভ

তথ্য যাচাইঃ

ভাইরাল এই লিফলেট সম্পর্কে জানতে আমরা প্রথমে ‘টিভি৯ বাংলা’ আসলেই কি এরকম কোন পোস্টকার্ড শেয়ার করেছে কি না তা খুঁজে দেখার চেষ্টা করি। ফলে, সংবাদ মাধ্যমের অফিসিয়াল ফেসবুক পেজে দেখতে পাই এই পোস্টকার্ডটি ২৬ তারিখ শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে,” ভোটগ্রহণের দিন সকালে কী কাণ্ড! #LokSabhaElection2024 #BiplabMitra #TMC।“ এই পোস্টের কমেন্ট সেকশনে এই পোস্টকার্ডকে ঘিরে প্রতিবেদনের লিঙ্কও পেয়ে যায়। সেই প্রতিবেদন থেকে জানতে পারি, বিপ্লব মিত্র ভাইরাল এই লিফলেটকে ভুয়ো বলে অভিহিত করেছেন। সাথে জানিয়েছেন এটা তার বিরুদ্ধে বিরোধী দল বিজেপির চক্রান্ত। প্রতিবেদনটি পড়তে ক্লিক করুন এখানে ( আর্কাইভ)।

ফেসবুক পোস্ট আর্কাইভ

ভোটদানের নির্দিষ্ট দিনের সকাল ঠিক ৯ টার সময় বাড়ি থেকে বেরিয়ে আগে কালীমন্দিরে পুজো দিয়ে ভোট দিতে গিয়েছিলেন টিএমসি প্রার্থী। ভোট দানের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এলাকার কিছু জায়গায় ভোট সন্ত্রাসের কয়েকটা খবর তিনি পেয়েছেন এবং তার বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নিবেন বলে জানিয়েছিলেন।

ভাইরাল এই লিফলেট সম্পর্কে জানতে আরও কিছু প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চ করতেই এই লিফলেট ঘিরে বিপ্লব মিত্রের মন্তব্যের ভিডিও পাওয়া যায়। যেখানে তিনি স্পষ্ট করেন বিজেপিকে ভোট দেওয়ার আবেদন করা নিয়ে তার এই লিফলেটটি একদম ভিত্তিহীন। তার বিরুদ্ধে অপপ্রচার ছড়াতেই বিরোধী দল বিজেপির দ্বারা এই জঘন্য কাজ করা হয়েছে। বিজেপি প্রার্থীর নজরে বিষয়টি এলে সঙ্গে সঙ্গে এর নিন্দা করে বিবৃতি দেওয়া উচিত। এই বিতর্কিত লিফলেট থেকে বিজেপির ফায়দা হচ্ছে।

একইরকম ভাবে বালুরঘাট কেন্দ্রে বিজেপি প্রার্থী ও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নামেও একটি লিফলেট ভাইরাল হয়েছে।

নিষ্কর্ষঃ তথ্যের ভিত্তিতে ফ্যাক্ট ক্রিসেণ্ডো বিপ্লব মিত্রের নামে ভাইরাল এই লিফলেটটিকে বিভ্রান্তিকর হিসেবে পেয়েছে। নিজের বিরুদ্ধে এবং বিজেপিকে ভোট দানের আবেদন জানায়নি বালুরঘাট লোকসভা কেন্দ্রের টিএমসি প্রার্থী বিপ্লব মিত্র।

Avatar

Title:লিফেলট জারি করে বিজেপিকে ভোট দেওয়ার কথা বলেছেন বালুরঘাট কেন্দ্রের টিএমসি প্রার্থী বিপ্লব মিত্র? জানুন লিফলেটের সত্যতা

Fact Check By: Nasim Akhtar

Result: False