সম্প্রতি সোশ্যাল মিডিয়ে ফেসবুকে একটি পোস্ট শেয়ার করে দবাই করা হচ্ছে, আগামী ফুটবল বিশ্বকাপে তুরস্কের হয়ে খেলবেন মেসুত ওজিল। পোস্টে এই জার্মান খেলোয়াড়ের ছবি দেওয়া রয়েছে এবং ক্যাপশনে লেখা রয়েছে, “পরের বিশ্বকাপে তুরস্কের হয়ে মাঠে নামবে 🤍 Mesut Özil।”

তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি এই দাবি ভুয়ো এবং বিভ্রান্তিকর। ফিফা নিয়ম অনুযায়ী, একজন খেলোয়াড় একাধিক দেশের হয়ে বিশ্বকাপ খেলতে পারবেন না।

ফুটবল জগতে একটি চেনা নাম মেসুত ওজিল। ২০১৪ সালে জার্মানির ফিফা বিশ্বকাপ জয়ে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। এরপর ২০১৮ সালে বিশ্বকাপ খেলার পর তিনি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন। অন্যদিক, বিভিন্ন ক্লাবের লীগ খেলতে থাকেন তিনি।

ফেসবুক পোস্টআর্কাইভ

তথ্য যাচাই

এই দাবির সত্যতা যাচাই করতে প্রথমে আমরা প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করি। ফলাফলে, এই সংক্রান্ত কোনও রিপোর্ট বা প্রতিবেদন পাওয়া যায় না। ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ অ্যাসোসিয়েশন ফুটবল (ফিফা)-এর নিয়ম অনুযায়ী, কোনও খেলোয়াড় যদি একটি দেশের হয়ে বিশ্বকাপের কোনও একটি ম্যাচ খেলে থাকেন তবে তিনি অন্য দেশের হয়ে বিশ্বকাপ খেলতে পারবেন না। এমন অনেক খেলোয়াড় থেকে যারা নিয়ের জাতীয়তা পরিবর্তন করে থাকে। একই খেলোয়াড়ের একাধিক দলের হয়ে খেলার বিষয়টিকে রুখতে এই নিয়ম বানিয়েছে ফিফা। মেসুত ওজিল ২০১৪ এবং ২০১৮ সালে জার্মানির হয়ে বিশ্বকাপ খেলেছেন, এর থেকে স্পষ্ট হয়ে যায় যে ওজিল জার্মানি ছাড়া তুরস্ক বা অন্য কোনও দেশের হয়ে বিশ্বকাপ খেলতে পারবেন না। ২০১৮ সালেই তার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ায় প্রমাণিত হয় তিনি আর ফিফা খেলবেন না।

সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া-এর ২০২২ সালের ১৪ জুলাই তারিখের একটি প্রতিবেদন থেকে জানতে পারি, মেসুত ইজুর তুরস্কের ফুটবল ক্লাব ফেনারবাচেকে ছেড়ে প্রতিপক্ষ দল ইস্তানবুল বাসকেশেইর ক্লাব দলে যোগ দেন। তার তুরস্কের একটি ক্লাবের হয়ে খেলার খবর থেকেই ভাইরাল পোস্টে ভুয়ো দাবি করা হয়েছে। ইস্তানবুল বাসকেশেইর যোগ দেওয়া পর ওজিল একটি টুইট করে সেই খবর প্রকাশ করেন।

তুরস্কের এই ফুটবল ক্লাবের হয়ে খেলার আগে এই জার্মান খেলোয়াড় রিয়্যাল মাদ্রিদ এবং আর্সেনাল সহ মোট ৫টি ক্লাবের হয়ে লীগ টুর্নামেন্ট খেলেছেন।

নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুয়ো। ফিফা নিয়ম অনুযায়ী, একজন খেলোয়াড় একাধিক দেশের হয়ে বিশ্বকাপ খেলতে পারবেন না। তিনি ২০১৮ সালের আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন, এবং তিনি আর বিশ্বকাপ খেলবেন না।

Avatar

Title:তুরস্কের হয়ে আগামী বিশ্বকাপ খেলবে না মেসুত ওজিল

Fact Check By: Nasim Akhtar

Result: False