
সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ছবি শেয়ার করে হচ্ছে, তিন তালাক ও বহুবিবাহ থেকে বাঁচাতে নিজের মেয়েকে হিন্দু ছেলের সাথে বিয়ে দিলেন মুসলমান বাবা-মা। আরও দাবি করা হচ্ছে মেয়েকে হিন্দু ধর্মে দিক্ষিত করা হয় পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায়। পোস্টের ছবিতে দেখা যাচ্ছে বোরখা পরিহিত মহিলা ও একজন পুরুষের পা ছুঁয়ে প্রণাম করছে নববধুর সাজে থাকা একজন মহিলা।
পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে, “🙏প্রনাম জানাই এরকম মা-বাবাদের🙏 ✅তিন তলাক এবং বহুবিবাহ থেকে বাঁচাতে নিজের মেয়েকে হিন্দু ধর্মের ছেলের সাথে বিয়ে দিল মুসলিম বাবা-মা। ✅মুসলিম বাবা-মা সামনে দাঁড়িয়ে তাদের মেয়েকে হিন্দু ধর্মের ছেলের সাথে অগ্নি সাক্ষী করে,সাতপাকে ঘুরে তাদের বিয়ে দেন। ✅মেয়েকে হিন্দুধর্মে দিক্ষিত করেন পশ্চিমবঙ্গের বানকূড়া নামে এক জায়গায়। ❤️স্বাগতম তাদের❤️ 🙏মেয়ের বাবা-কে জানাই শতকোটি প্রনাম🙏 ✅যে তারা তাদের মেয়েকে এমন এক জায়গায় বিয়ে দিয়েছে, যেখানে নেই বহুবিবাহের ভয়,নেই তালাকের ভয়✅।”
তথ্য যাচাই করে আমরা জানতে পারি পোস্টের মাধ্যমে করা দাবি ভুয়ো ও বিভ্রান্তিকর। জন্মসুত্রে হিন্দু হওয়ায় হিন্দু ছেলের সাথেই দত্তক মেয়ের বিয়ে দেন মুসলিম দম্পতি।

তথ্য যাচাই
এই দাবির সত্যতা যাচাই ছবিটিকে গুগল রিভার্স ইমেজ ইঞ্জিনে সার্চ করি। ফলফলে একাধিক মূলধারার সংবাদ মাধ্যমে এই ভাইরাল ছবি কেন্দ্রিক প্রতিবেদন দেখতে পাই।
হিন্দি সংবাদ মাধ্যম ‘জনসত্তা’-এর ২০ ফেব্রুয়ারি, ২০২০, তারিখের প্রতিবেদন থেকে জানতে পারি ঘটনাটি কেরালা রাজ্যের। অভিভাবক বেশে দাড়িয়ে থাকা পুরুষের নাম আব্দুল্লা এবং বোরখা পরিহিত মহিলার নাম খাদিজা। সম্পর্কে তারা স্বামী-স্ত্রী। নববধূর পোশাকে থাকা মেয়েটির নাম হল রাজেশ্বরী এবং বিয়ের পাঞ্জাবি পরা যুবকের নাম হল বিষ্ণু প্রসাদ। ১০ বছর বয়সে রাজেশ্বরীর বাবা মারা যাওয়ার পর আব্দুল্লা ও খাদিজা তাকে দত্তক নেন। জন্ম সুত্রে হিন্দু হওয়ায় ওই মুসলিম দম্পতি কখনও রাজেশ্বরীকে ইসলামিক জীবন জাপন করতে জোর করেনি। রাজেশ্বরীর বয়স ২২ বছর হলে হিন্দু নিয়ম রীতি মেনে কাসারগোদ জেলার এক মন্দিরে ১৬ ফেব্রুয়ারি বিষ্ণু প্রসাদের সাথে তার বিয়ে দেওয়া হয়।

‘নবভারত টাইমস’-এর ১৭ ফেব্রুয়ারি, ২০২০, তারিখের এই ছবি কেন্দ্রিক প্রতিবেদন থেকেও একই কথা জানতে পারি।
সংবাদমাধ্যম ‘টাইমস অফ ইন্ডিয়া’-এর ১৯ ফেব্রুয়ারি তারিখের প্রতিবেদন থেকে জানতে পারি, দুই ধর্মের মানুষের উপস্থিতিতে কাসারগোদ জেলার কানহানগড়ের মন্যতুত মন্দিরে ১৬ ফেব্রুয়ারি তারিখে মেয়ে রাজেশ্বরীর বিয়ে দেন।
রাজেশ্বরীর বড় হওয়া আব্দুল্লা ও খাদিজার আঙিনায়। হিন্দু শিক্ষার জন্য তার পশ্চিমবঙ্গ আসার কোনও খবর আমরা দেখতে পাইনি।

বাবা আব্দুল্লা জানান, রাজেশ্বরী তার নিজের মেয়ে না হলেও তাকে নিজের মেয়ের মত করে বড় করেছেন। বিয়ের বয়সে নিজে দাড়িয়ে থেকে মেয়ের বিয়ে দিয়ে বাবা হওয়ার দায়িত্ব পালন করেছেন।

এই বিবাহের অন্যান্য ছবি গুলো দেখা যাবে সংবাদ মাধ্যম ‘এশিয়া নেট নিউজ হিন্দি’-এর এই প্রতিবেদনে।
এই অনবদ্য বিবাহের বর্ণনা সহ একটি ছবি সংবাদ সংস্থা ‘এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (ANI)’ ২০২০ সালের ১৭ ফেব্রুয়ারি টুইট করে।
নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেন্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুল ও ভিত্তিহীন। জন্মসুত্রে হিন্দু হওয়ায় হিন্দু ছেলের সাথেই দত্তক মেয়ের বিয়ে দেন মুসলিম দম্পতি।

Title:মুসলিম দম্পতির দত্তক মেয়েকে হিন্দু রীতি মেনে বিয়ে দেওয়ার ঘটনাকে ভুয়ো দাবির সাথে শেয়ার করা হচ্ছে
Fact Check By: Nasim AResult: False