
সম্প্রতি একজন পাঠক আমাদের তথ্য যাচাই হোয়াটসঅ্যাপ নাম্বার +919049053770-এ একটি বিজ্ঞপ্তির ছবি শেয়ার করে। ভিডিওটিকে অরুণাচল প্রদেশে বাঁশ দিয়ে তৈরি বিমানবন্দরের ভিডিও বলে দাবি করা হচ্ছে।
তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি এই দাবি ভুয়ো এবং বিভ্রান্তিকর। বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরের ভিডিওকে অরুণাচল প্রদেশের দাবি করে ভুয়ো পোস্ট শেয়ার করা হচ্ছে।
উল্লেখ্য, অরুণাচল প্রদেশে প্রথম বিমানবন্দর স্থাপনের কাজ প্রায় শেষ হয়েছে এবং শীঘ্রই শুরু হতে চলেছে। বিমানবন্দরটি ইটানগরে তৈরি করা হয়েছে এবং তার নাম রাখা হয়েছে ডনি পোলো বিমানবন্দর। ভারতের বিমানবন্দর কর্তৃপক্ষের একটি টুইট অনুসারে, বিমানবন্দরটিতে বাঁশ দিয়ে তৈরি একটি বিশাল প্রবেশদ্বার রয়েছে এবং প্রবেশদ্বারে রাষ্ট্রীয় পাখি গ্রেট হর্নবিলের আকৃতি প্রদর্শিত হবে।
তথ্য যাচাই
এই ভিডিওর আসল উৎস খুঁজতে ভিডিওটিকে ইনভিড টুলের মাধ্যমে কি ফ্রেমে ভাগ করে গুগল রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, ভাইরাল ভিডিওর দীর্ঘ সংস্করণটি কর্ণাটকের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এবং চিকিৎসা শিক্ষা মন্ত্রী ডাঃ সুধাকর কে-এর টুইটারে খুঁজে পাওয়া যায়। ক্যাপশনের মাধ্যমে তিনি জানিয়েছেন ভিডিওটি বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরের যা চলতি মাসের ১১ তারিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেছেন।
এই সুত্র ধরে গুগল প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চ করলে মুখ্যধারার বিভিন্ন প্রতিবেদনে ভাইরাল এই ভিডিওর দৃশ্যকে ব্যাবহার করে এটিকে বেঙ্গালুরুতে নব নির্মিত কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ২ এর বলে জানানো হয়েছে। বিমানবন্দরটি ১১ নভেম্বর তারিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বারা উদ্বোধন করা হয়েছে। এই বিমানবন্দরটি নির্মাণে ৫০০০ কোটি টাকা খরচ হয়েছে। বাঁশ দিয়ে তৈরি পরিবেশ বান্ধব এই বিমানবন্দরের ডাকনাম দেওয়া হয়েছে “টার্মিনাল ইন এ গার্ডেন”

অন্যান্য প্রতিবেদন দেখুন এখানে, এখানে
নরেন্দ্রমোদীর টুইটার প্রোফাইল থেকেও এই বিমানবন্দর উদ্বোধনের কিছু ছবি টুইট করা হয়েছে। টুইটের দ্বিতীয় ছবিটিও ভাইরাল এই ভিডিওর সাথে মিলে যায়।
তথ্য প্রমানের ভিত্তিতে স্পষ্ট হয় যে, ভাইরাল ভিডিওটি অরুণাচল প্রদেশের নয় বরং বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ২-এর।
নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুয়ো ও ভিত্তিহীন। বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরের ভিডিওকে অরুণাচল প্রদেশের দাবি করে ভুয়ো পোস্ট শেয়ার করা হচ্ছে।

Title:বাঁশ দিয়ে তৈরি বেঙ্গালুরুর বিমানবন্দরের ভিডিও অরুণাচল প্রদেশের দাবি করে ভুয়ো পোস্ট শেয়ার
Fact Check By: Nasim AkhtarResult: False