আরজি কর মেডিকেল কলেজ এবং হাসপাতালে মহিলা ডাক্তারের ধর্ষণ ও খুনের ঘটনায় রাজ্যবাসী রাস্তায় ক্রমাগত অপরাধীর শাস্তি চেয়ে বিক্ষোভ মিছিল করছে। অপরপক্ষে, সোশ্যাল মিডিয়াই তেও চলছে প্রতিবাদ এবং বিচার চেয়ে পোস্টের বন্যা। মহিলা ডাক্তারের নৃশংস হত্যর পর ১৪ তারিখের রাতে ‘মহিলাদের রাত দখল’ কর্মসুচি পালিত হয়েছে। সেদিন রাতে জায়গায় মহিলারা একত্রিত হয়ে নৃশংস এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছিল। ছেলেরাও পায়ে পা মিলিয়েছিল সেদিন রাতে। এই প্রসঙ্গেই ফেসবুকে একটি ভিডিও বিশাল ভাইরাল যেখানে দাবি করা হচ্ছে, আরজি কর-কাণ্ডের প্রতিবাদে গত ১৪ আগস্ট ‘মেয়েদের রাত দখল’ প্রতিবাদ মিছিলে বেরিয়ে আর বাড়ি ফেরেননি বর্ধমানের জনৈকা অঙ্কিতা বাউড়ি। সেদিন আন্দোলন মিছিল করে বাড়ি ফেরার পথে রাত দুটোর সময় তাকে ধর্ষণ করে তার মাথা থেঁতলে মেরে ফেলে দেওয়া হয়েছে। অনেকে আবার দাবি করেছে যে, অঙ্কিতা বাউড়ি নামের এই মেয়ে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্রী।

তথ্য যাচাই করে আমরা পেয়েছি যে, দাবিটি মিথ্যা। বর্ধমানে অঙ্কিতা বাউড়ি নামের কোন মেয়ের ধর্ষণ ও হত্যার ঘটনা ঘটেনি।

ফেসবুক পোস্ট আর্কাইভ

তথ্য যাচাইঃ

এই দাবির সত্যতা যাচাই করতে আমরা প্রথমে পূর্ব বর্ধমান পুলিশের সাথে যোগাযোগ করি। আমাদের জানিয়েছে,”অঙ্কিতা বাউড়ি নামে কোনো মেয়ের ধর্ষণ ও মৃত্যুর কোনো ঘটনা ঘটেনি জেলায়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই দাবিটি ভিত্তিহীন। যারা গুজব ছড়াচ্ছেন তাদের বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া শুরু করেছি আমরা।"

আরো জানানো হয় যে-১৪ তারিখের রাতে এক মহিলার মৃত দেহ উদ্ধার হয় এবং থানায় মামলা রুজুও হয়েছে। প্রিয়াঙ্কা হাঁসদা নামের এই মহিলার মৃত দেহ উদ্ধারের ঘটনাটি ঘটেছে শক্তিগড় থানার নান্দুরে। সন্ধ্যা ৭:৩০ নাগাদ মৃত দেহ উদ্ধার করা হয়।

পূর্ব বর্ধমানের অফিসিয়াল এক্স প্রোফাইল ও ফেসবুক প্রোফাইল থেকে পোস্টের মাধ্যমেও ভাইরাল এই দাবিকে খণ্ডন করে লিখেছেন,”আসল ঘটনা হল অঙ্কিতা বাউড়ি নামের কোনো মহিলা কে ধর্ষণ ও খুনের মতো কোনো ঘটনা বর্ধমানে ঘটেনি। এ ধরনের গুজব যারা ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই ধরনের প্ররোচনায় পা দেবেন না।“

এক্স পোস্ট আর্কাইভ

অন্য এক এক্স পোস্টের মাধ্যমে পূর্ব বর্ধমান পুলিশ জানিয়েছে,”গত সন্ধ্যায় বর্ধমানের একটি ঘটনা নিয়ে ভুল তথ্য ছড়ানোর চেষ্টা চলছে নির্দিষ্ট কিছু মহল থেকে। ঘটনা হল, ১৪.০৮.২৪ সন্ধ্যায় ৭.৩০-৮ টার দিকে বর্ধমান থানার অন্তর্গত গাংপুর এলাকায় একটি মেয়ে বাড়িতে থাকা অবস্থায় খুন হয়। অভিযোগের ভিত্তিতে সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে। আর.জি.কর এর ঘটনার প্রতিবাদে ১৪ই আগস্ট রাতে নারী সমাবেশের সঙ্গে এই ঘটনার কোনো সম্পর্ক নেই।“

এক্স পোস্ট আর্কাইভ

প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চের মাধ্যমে আনন্দবাজার পত্রিকা অনলাইনের প্রতিবেদন পাই। ১৬ আগস্টের এই প্রতিবেদন অনুযায়ী, আরজি কর-কাণ্ডের প্রতিবাদে ‘মেয়েদের রাত দখলের’ রাতে নান্দুরে এক তরুণীর মৃতদেহ উদ্ধার হয়েছে। ওই হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত ধরার জন্য বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করেছে পূর্ব বর্ধমান জেলা পুলিশ। শুক্রবার বিকেলে সাংবাদিক বৈঠকে জেলা পুলিশ সুপার আমনদীপ বলেন,’এই হত্যাকাণ্ডে ধর্ষণ বা শারীরিক নিগ্রহের কোনও ইঙ্গিত ময়নাতদন্তের রিপোর্টে পাওয়া যায়নি। তিনি আরও জানান, এখনও ওই ঘটনায় কেউ ধরা পড়েনি। কোনও অস্ত্রও উদ্ধার হয়নি। তবে দ্রুত দোষীকে ধরার চেষ্টা চলছে বলে জানিয়ে দেন পুলিশ সুপার।

প্রতিবেদন আর্কাইভ

ইটিভির প্রতিবেদন অনুযায়ী, মৃতার নাম প্রিয়াঙ্কা হাঁসদা। ঘটনাটি ঘটেছে শক্তিগড় থানার নান্দুর ঝাপানতলা এলাকায়। (আর্কাইভ)

অন্যান্য প্রতিবেদন গুলো পড়ুন এখানে, এখানে।

নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, অঙ্কিতা বাউড়ি নামের কোনো মহিলা কে ধর্ষণ ও খুনের মতো কোনো ঘটনা বর্ধমানে ঘটেনি।

Avatar

Title:অঙ্কিতা বাউড়ি নামের কোনো মেয়েকে ধর্ষণ ও খুনের মতো কোনো ঘটনা ঘটেনি বর্ধমানে

Fact Check By: Nasim Akhtar

Result: False