সোশ্যাল মিডিয়ায় একটি মসজিদের ছবি ভাইরাল করে দাবি করা হচ্ছে এটি বাবরি মসজিদের ছবি। এই পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে, “বাবরি মসজিদের পুরা ছবি, হয়তো অনেকেই দেখিনি”।

ফ্যাক্ট ক্রিসেন্ডো তথ্য যাচাই করে দেখেছে এই দাবিটি ভুয়ো এবং বিভ্রান্তিকর।

download (1).png
ফেসবুক আর্কাইভ

তথ্য যাচাইঃ ছবিটি রিভার্স ইমেজ সার্চ করে আমরা ‘এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা’-এর ওয়েবসাইটে আমরা এই ছবিটি দেখতে পাই। জানতে পারি, এটি কর্ণাটকের গুলবাগ ফোর্টের জামে মসজিদের ছবি।

download (2).png
‘এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকাআর্কাইভ

কর্ণাটক ট্যুরিসমের অফিসিয়াল ওয়েবসাইট (আর্কাইভ) থেকে জানা যায়, রফি নামে একজন পারসিক শিল্পী এই মসজিদটি বানিয়েছিলেন। এটি কর্ণাটকের কালাবুর্গি শহরে অবস্থিত।

ফলাফলঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেন্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুল। এটি বাবরি মসজিদের পুরনো ছবি নয়। কর্ণাটকের গুলবার্গ ফোর্টের জামা মসজিদের ছবিকে ভুয়ো দাবির সাথে শেয়ার করা হয়েছে।

Avatar

Title: কর্ণাটকের জামা মসজিদের ছবিকে বাবরি মসজিদের ছবি বলে দাবি করা হচ্ছে

Fact Check By: Rahul A

Result: False