বিধ্বস্ত একটি হেলিকপ্টারের ছবি সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে সেটিকে অরুণাচল প্রদেশে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত চিতা হেলিকপ্টারের ছবি করে শেয়ার করা হচ্ছে। Way2News নামের সংবাদ অ্যাপ থেকে প্রচারিত এই খবরের শিরোনামে লেখা হয়েছে, Breaking: ভেঙ্গে পড়লো ভারতীয় সেনার হেলিকপ্টার।

তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি এই দাবি ভুয়ো এবং বিভ্রান্তিকর। ২০২০ সালে জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলায় দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ভারতীয় সেনার চিতা হেলিকপ্টারের ছবিকে হিমাচল প্রদেশের দাবি করে শেয়ার করা হচ্ছে।

ফেসবুক পোস্ট আর্কাইভ

উল্লেখ্য, বিগত মাসের ১৬ তারিখে অরুণাচল প্রদেশের বোমডিলার পশ্চিমে মান্ডলা এলাকায় ভারতীয় সেনার একটি চিতা হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এই দুর্ঘটনায় হেলিকপ্টার চালকদ্বয়ের মৃত্যু হয়েছে। এই প্রসঙ্গেই ফেসবুক পোস্টের ছবিটি শেয়ার করা হয়েছে।

তথ্য যাচাই

এই দাবির সত্যতা যাচাই করতে আমরা ছবিটিকে গুগল রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, ’হিন্দুস্তান টাইমসে’র ৩ ফেব্রুয়ারি,২০২০, তারিখের প্রতিবেদনে এই ছবির উল্লেখ পাই। ফেসবুক পোস্টের এই ছবি কেন্দ্রিক প্রতিবেদনে লেখা হয়েছে, ভারতীয় সেনাবাহিনীর চিতা হেলিকপ্টারটি জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলায় প্রযুক্তিগত ত্রুটির কারণে বিধ্বস্ত হয়। এই দুর্ঘটনায় হেলিকপ্টার চালকদ্বয় নিরাপদ ছিলেন।

হিন্দুস্তান টাইমস প্রতিবেদন আর্কাইভ

সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া ( পিটিআই )-এর আর্কাইভ গ্যালারিতেও বিধ্বস্ত হেলিকপ্টারের এই ছবিটিকে ২০২০ সালে জম্মু ও কাশ্মীরের বলে জানানো হয়েছে। এই ছবির ক্যাপশনে লেখা হয়েছে, ছবিটি ২০২০ সালের ফেব্রুয়ারিতে জম্মু ও কাশ্মীরে চিতা হেলিকপ্টার দুর্ঘটনার।

তথ্যের ভিত্তিতে প্রমানিত হয়, বিধ্বস্ত হেলিকপ্টারের এই ছবিটি অরুণাচল প্রদেশে দুর্ঘটনায় ভেঙ্গে পড়া চিতা হেলিকপ্টারের সাথে সম্পর্কিত নয়।

নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিস্যান্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুয়ো ও বিভ্রান্তিকর। ২০২০ সালে জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলায় দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ভারতীয় সেনার চিতা হেলিকপ্টারের ছবিকে হিমাচল প্রদেশের দাবি করে শেয়ার করা হচ্ছে।

Avatar

Title:২০২০ সালে জম্মু ও কাশ্মীরে হেলিকপ্টার দুর্ঘটনার ছবি অরুণাচল প্রদেশের দাবিতে শেয়ার

Fact Check By: Nasim Akhtar

Result: False